চিঁড়ে definitions

Bangla-Tangla Dictionary
চিঁড়ে – flattened rice
Samsad Bengali-English Dictionary
চিঁড়ে [ cin̐ṛē ] n paddy moulded into flattened rice by boiling and then thrashing, flattened rice; (of playing-cards) the club. চিঁড়ে কোটা v. to thrash boiled paddy into flattened rice. চিঁড়েচ্যাপটা a. (lit.) flattened as a grain of flattened rice; pressed hard.
Samsad Bangla Abhidhan
চিঁড়া, চিঁড়ে [ cin̐ṛā, cin̐ṛē ] বি. চিপিটক, (ঢেঁকি ইত্যাদিতে) ধান চ্যাপটা করে পিষে প্রস্তুত খাদ্যবিশেষ। [সং. চিপিটক]। চিঁড়ে কোটা বি. ক্রি. জলে ভেজা ধান অল্প ভেজে নিয়ে ঢেঁকিতে পিষে চিঁড়ে তৈরি করা। চিঁড়ে-চ্যাপটা বিণ. চিঁড়ের মতো চ্যাপটা; (আল.) অতিরিক্ত ভিড়ের মধ্যে পড়ে নাজেহাল (ভিড়ের মধ্যে চিঁড়েচ্যাপটা হয়ে কোনো গতিকে এসেছি); নাস্তানাবুদ; আধমরা (মেরে চিঁড়েচ্যাপটা করে দেব)।

Processing time: 1.2 s