চাটি definitions

Bangla-Tangla Dictionary
চাটি – slap (+ মারা = to slap)

definitive of চা:
চা – tea

1st person present simple tense of চাটা:
চাটা – to lick

1st person present imperative tense of চাটা:
চাটা – to lick

Samsad Bengali-English Dictionary
চাটি1 [ cāṭi1 ] a razed to the ground (ভিটেমাটি চাটি). চাটি2, [ cāṭi2, ] n a blow or a stroke with the open palm of the hand, a slap. চাটি মারা v. to slap. definitive of চা: চা [ cā ] n tea. চা খাওয়া, v. to take tea, to drink tea. চা-কর a. planting or producing tea. ☐ n. tea-planter. চা খাওয়ার সময় tea time. চা-দানি n. a tea-tray. চা-বাগান n. a tea-garden, a tea-plantation. চায়ের দোকান a tea-shop. চায়ের পাত্র tea-pot. চায়ের পেটি a tea-chest. চায়ের বাসনকোসন tea-service, tea-set. 1st person present simple tense of চাটা: চাটা2 [ cāṭā2 ] v to lick. ☐ a. licked; given to or engaged in licking. ~চাটি n. repeated or continuous licking; act of licking each other; (iron.) intimacy or mutual lauda tion or compliment or adulation. ~নো v. to cause to lick. 1st person present imperative tense of চাটা: চাটা2 [ cāṭā2 ] v to lick. ☐ a. licked; given to or engaged in licking. ~চাটি n. repeated or continuous licking; act of licking each other; (iron.) intimacy or mutual lauda tion or compliment or adulation. ~নো v. to cause to lick.
Samsad Bangla Abhidhan
চাটি1, চাঁটি [ cāṭi1, cān̐ṭi ] বি. 1 চপেটাঘাত (তবলায় চাটি দেওয়া); 2 (অবজ্ঞায়) চড় (মারব এক চাঁটি)। [সং. চপেট]। চাটি2 [ cāṭi2 ] বিণ. উৎসন্ন, উৎসাদিত, উৎখাত হয়ে গেছে এমন (ভিটেমাটি চাটি করা)। [দেশি]। definitive of চা: চা [ cā ] বি. 1 প্রধানত চীন, ভারত প্রভৃতি এশীয় দেশে উৎপন্ন এবং বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রসিদ্ধ গাছবিশেষ বা তার পাতা; 2 সেই পাতা থেকে প্রস্তুত প্রসিদ্ধ ও জনপ্রিয় পানীয়। [চৈ. চা]। চা-কর বি. বিণ. চা-উৎপাদক; চা-বাগানের মালিক। definitive of চা: চা-কর [ cā-kara ] দ্র চা 1st person present simple tense of চাটা: চাটা2 [ cāṭā2 ] ক্রি. বি. লেহন করা, জিভের সাহায্যে খাওয়া বা স্বাদ নেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে। [হি. √চাট]। ~চাটি বি. 1 পরস্পরকে লেহন; 2 বারবার চাটা; 3 (ব্যঙ্গে) অন্তরঙ্গতা; 4 পরস্পর পরস্পরের প্রশংসা। ~নো ক্রি. বি. লেহন করানো। ☐ বিণ. উক্ত অর্থে। চেটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে চেটে (দইটা চেটেপুটে খেয়ে নাও)। 1st person present imperative tense of চাটা: চাটা2 [ cāṭā2 ] ক্রি. বি. লেহন করা, জিভের সাহায্যে খাওয়া বা স্বাদ নেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে। [হি. √চাট]। ~চাটি বি. 1 পরস্পরকে লেহন; 2 বারবার চাটা; 3 (ব্যঙ্গে) অন্তরঙ্গতা; 4 পরস্পর পরস্পরের প্রশংসা। ~নো ক্রি. বি. লেহন করানো। ☐ বিণ. উক্ত অর্থে। চেটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে চেটে (দইটা চেটেপুটে খেয়ে নাও)।

Processing time: 1.6 s