চঞ্চল definitions

Bangla-Tangla Dictionary
চঞ্চল – restless
Samsad Bengali-English Dictionary
চঞ্চল [ c়ñcala ] a moving, mobile; moving briskly, brisk; restless; trembling; oscillating, throbbing; throbbing fast (নাড়ি বা হৃদয় চঞ্চল হওয়া); agitated, wavering, vacillating; fickle (চঞ্চলমতি); perturbed; anxious. চঞ্চলা a. fem. of চঞ্চল । n. an appellation of goddess Lakshmi (লক্ষ্মী) or lightning. চঞ্চল করা v. to agitate; to cause to waver or vacillate; to perturb; to affect with anxiety. চঞ্চল হওয়া v. to throb fast; to be restless or agitated; to waver or vacillate; to become perturbed or anxious. ~চিত্ত a. with a rest less mind; affected with anxiety; agitated; fickle-minded. ~তা n. mobility; brisk movement; briskness; restlessness; throbbing; quick throbbing; agitation; wavering, vacillation; fickleness; perturbation; anxiety. চঞ্চলিত a. caused to move; caused to move briskly; made restless; caused to tremble or oscillate or throb; caused to throb fast; agitated; caused to waver or vacillate; perturbed; stricken with anxiety. চঞ্চলিয়া a. (obs. & poet.) rest less. □ n. a restless person or creature or thing ('যত চপলতা করে চঞ্চলিয়া'). ☐ v. inf. being restless.
Samsad Bangla Abhidhan
চঞ্চল [ cañcala ] বিণ. 1 অস্থির, চপল, ছটফটে (চঞ্চল বালক); 2 ব্যাকুল (মন চঞ্চল হয়েছে); 3 নড়ছে এমন, কম্পিত (চঞ্চল বৃক্ষশাখা); 4 বিচলিত। [সং. √চল্ + যঙ্লুক্ + অ]। চঞ্চলা বিণ. (স্ত্রী.) চঞ্চল-এর অর্থে। ☐ বি. 1 লক্ষ্মীদেবী; 2 বিদ্যুৎ। ☐ ক্রি. (কাব্যে) চঞ্চল হওয়া বা চঞ্চলতা প্রকাশ করা। বি. ~তাচঞ্চলিয়া বিণ. (বৈ. সা.) চঞ্চলতাযুক্ত, চঞ্চল। ☐ বি. চঞ্চল ব্যক্তি প্রাণী বা বস্তু ('যত চপলতা করে চঞ্চলিয়া')। চঞ্চলিত বিণ. চাঞ্চল্যযুক্ত; বিচলিত; আন্দোলিত। ~চিত্ত, ~মতি বিণ. অস্থির মন যার। ~দৃষ্টি, ~নয়ন বিণ. যার দৃষ্টি বা চাহনি চঞ্চল।

Processing time: 1.21 s