ঘ্রাণ definitions

Bangla-Tangla Dictionary
ঘ্রাণ – scent
Samsad Bengali-English Dictionary
ঘ্রাণ [ ghrāṇa ] n smell, scent, odour; act of smelling; power of smelling (also ঘ্রাণশক্তি); the olfactory organ, the nose (also ঘ্রাণেন্দ্রিয়). ঘ্রাণ নেওয়া v. to smell. ঘ্রাণ পাওয়া v. to get the smell or scent (of).
Samsad Bangla Abhidhan
ঘ্রাণ [ ghrāṇa ] বি. 1 গন্ধ (ঘ্রাণ নেওয়া); 2 গন্ধগ্রহণ (ঘ্রাণশক্তি); 3 ঘ্রাণেন্দ্রিয়, নাক। [সং. √ঘ্রা + অন]। ~ বিণ. 1 ঘ্রাণেন্দ্রিয় বা নাক থেকে উৎপন্ন; 2 আঘ্রাণের বা গন্ধগ্রহণের ফলে উৎপন্ন। ~তর্পণ বি. 1 ঘ্রাণেন্দ্রিয়ের তৃপ্তিসাধন; 2 অতিশয় সুগন্ধ। ~শক্তি বি. গন্ধ উপলব্ধি করার ক্ষমতা, গন্ধ গ্রহণের ক্ষমতা। ঘ্রাণেন্দ্রিয় বি. নাক।

Processing time: 1.22 s