গ্রীষ্ম definitions

Bangla-Tangla Dictionary
গ্রীষ্ম – the summer season, heat, hot
Samsad Bengali-English Dictionary
গ্রীষ্ম [ grīṣma ] n summer; heat. ☐ a. hot; torrid (গ্রীষ্মমন্ডল). ~কাল n. summer, the hot season. ~কালীন a. of summer, of the hot season, summer. ~ক্লিষ্ট a. same as ~পীড়িত । ~তাপিত a. oppressed by the heat of summer; heated by summer. ~পীড়িত a. oppressed with heat or by summer. ~প্রধান tropical. ~প্রধান দেশ a tropical country, a hot country. ~বলয়, ~মণ্ডল n. (geog.) the torrid zone. গ্রীষ্মাতিশয়, গ্রীষ্মাতিশয্য n. excess of heat; extreme heat. গ্রীষ্মাবকাশ n. the summer vacation or recess.
Samsad Bangla Abhidhan
গ্রীষ্ম [ grīṣma ] বি. 1 গরমের কাল, নিদাঘ; 2 উত্তাপ। ☐ বিণ. গরম। [সং. গ্রস্ + ম]। ~কাল বি. গ্রীষ্মঋতু, গরমের কাল। ~পীড়িত বিণ. গরমে ক্লান্ত, তাপক্লান্ত, তাপক্লিষ্ট। ~মণ্ডল বি. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির অন্তর্বর্তী তীব্র তাপযুক্ত ভূভাগ, torrid zone, উষ্ণমণ্ডল। গ্রীষ্মাতিশয্য বি. উত্তাপের আধিক্য। গ্রীষ্মাবকাশ বি. (স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে) গ্রীষ্মকালীন ছুটি।

Processing time: 2.15 s