খ্রিস্টান definitions

Bangla-Tangla Dictionary
খ্রিস্টান – Christian
Samsad Bangla Abhidhan
খৃষ্ট, খৃষ্টান, খৃষ্টীয় [ khṛṣṭa, khṛṣṭāna, khṛṣṭīẏa ] খ্রিস্ট, খ্রিস্টান, খ্রিস্টীয় -র বানানভেদ। খ্রিস্ট [ khrisṭa ] বি. খ্রিস্টান ধর্মের প্রবর্তক জিশু, Jesus. [ইং. Christ]। ~ধর্ম বি. জিশুর প্রবর্তিত ধর্ম। ~পূর্ব বিণ. জিশুর জন্মের পূর্ববর্তী (ইং. Before Christ (B.C.) এর বঙ্গানুবাদ)। খ্রিস্টান বি. বিণ. খ্রিস্টধর্মাবলম্বী। [ইং. Christian]। খ্রিস্টানি বি. 1 সাহেবিয়ানা। ☐ বিণ. খ্রিস্টান-সম্প্রদায়সম্বন্ধীয়; খ্রিস্টধর্মসম্বন্ধীয়; খ্রিস্টানদের (খ্রিস্টানি রীতি)। খ্রিস্টাব্দ বি. জিশুখ্রিস্টের জন্ম থেকে পরিগণিত অব্দ। খ্রিস্টীয় বিণ. 1 খ্রিস্টসম্বন্ধীয়; 2 খ্রিস্টের জন্ম থেকে পরিগণিত (খ্রিস্টীয় চতুর্থ শতক)।

Processing time: 1.25 s