খ্যাপা definitions

Bangla-Tangla Dictionary
খ্যাপা [variant of খেপা]
Samsad Bangla Abhidhan
খেপা2, খ্যাপা [ khēpā2, khyāpā ] ক্রি. 1 ক্ষিপ্ত হওয়া, পাগল হওয়া; 2 ক্রুদ্ধ হওয়া; ক্রোধে মত্ত হওয়া (ষাঁড়টা হঠাৎ খেপেছে); 3 উদ্দাম হওয়া (সমুদ্র খেপেছে)। [সং. √ক্ষিপ্]। ☐ বিণ. 1 খেপেছে এমন (খ্যাপা লোক, খ্যাপা ষাঁড়); 2 উদ্দাম হয়েছে এমন (খ্যাপা হাওয়া); 3 ভাবোন্মত্ত (খ্যাপা বাউল)। ☐ বি. 1 খ্যাপা লোক; ভাবোন্মত্ত ব্যক্তি (বামা খ্যাপা) ; 2 আদরের বা স্নেহের সম্বোধনবিশেষ (দূর খ্যাপা, খেপা কোথাকার)। স্ত্রী. খেপি। ~নো ক্রি. পাগল করে তোলা; জ্বালাতন করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ~মি বি. পাগলামি (এমন খ্যাপামি করছ কেন?)। খ্যাপা, খ্যাপামি [ khyāpā, khyāpāmi ] যথাক্রমে খেপা ও খেপামি -র বানানভেদ।

Processing time: 1.24 s