খোঁটা definitions

Bangla-Tangla Dictionary
খোঁটা – to nibble, to take a pinch of something
Samsad Bengali-English Dictionary
খুঁটা2, খোঁটা [ khun̐ṭā2, khōn̐ṭā ] v to take a small amount or portion with the tips of one's fingers or beaks, to nibble; to pinch or nip (ঘামাচি খুঁটছে). ☐ a. taken slightly with the tips of one's fingers or beaks, nibbled; pinched or nipped. খুঁটানো, খোঁটানো v. to cause to pinch or nip; to cause to be pinched or nipped. খোঁটা1 [ khōn̐ṭā1 ] n spiteful and stinging reference; caustic comment. খোঁটা খাওয়া, খোঁটা শোনা v. to hear galling, spiteful, stinging accusation; to be sarcastically reminded (of something unpleasant or uncomplimentary). খোঁটা দেওয়া v. to make stinging or biting insinuations. খোঁটা2 [ khōn̐ṭā2 ] n a small pillar of wood or bamboo, a pale, a stake; a peg, a wedge. খোঁটার জোর strong or large backing or support. খোঁটার বেড়া n. a paling, a palisade.
Samsad Bangla Abhidhan
খুঁটা1, খোঁটা1 [ khun̐ṭā1, khōn̐ṭā1 ] বি. 1 গোঁজ, কীলক; 2 ছোট খুঁটি, সীমানা নির্দেশ করার জন্য পোঁতা খুঁটি; 3 খাটের পায়া; 4 (আল.) সহায় বা অবলম্বন (খোঁটার জোর থাকলে সব হয়)। [সং. ক্ষোড]। খুঁটা2, খোঁটা2 [ khun̐ṭā2, khōn̐ṭā2 ] ক্রি. নখ ঠোঁট বা কোনো ছুঁচলো বস্তু দিয়ে একটু একটু করে তুলে নেওয়া বা খোঁচানো (খুঁটে নেওয়া, দাঁত খোঁটা)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [দেশি]। খুঁটন বি. খোঁটা। ~খুঁটি বি. ক্রমাগত বা বারংবার খোঁটা। ~নো ক্রি. অপরের দ্বারা খুঁটে নেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। খুঁটিয়ে ক্রি. বিণ. পুঙ্খানুপুঙ্খভাবে, বিশদভাবে, সূক্ষ্মভাবে (কাগজপত্রগুলো খুঁটিয়ে দেখতে হবে)। খোঁটা1 [ khōn̐ṭā1 ] বি. ত্রুটি ধরা; ত্রুটি দেখিয়ে তিরস্কার বা গঞ্জনা (আমি বেঁটে বলে রাতদিন খোঁটা দেয়)। [দেশি]।

Processing time: 1.22 s