ক্ষুধিত definitions

Bangla-Tangla Dictionary
ক্ষুধিত – hungry
Samsad Bengali-English Dictionary
ক্ষুধিত [ kṣudhita ] a hungry; desirous; inclined (to); greedy, avid; longing or craving (for). fem. ক্ষুধিতা ।
Samsad Bangla Abhidhan
ক্ষুধা [ kṣudhā ] বি. 1 খিদে, ভোজনের প্রবৃত্তি বা ইচ্ছা, বুভুক্ষা; 2 ইচ্ছা, বাসনা ('জাগো নূতনের ক্ষুধা': স. দ.)। [সং. √ ক্ষুধ্ + ক্বিপ্]। ~তুর, ক্ষুধার্ত বিণ. ক্ষুধায় কাতর। বিণ. (স্ত্রী.) ~তুরা। ~নিবৃত্তি, ~শাস্তি বি. আহার করে ক্ষুধা দূর করা। ~ন্বিত বিণ. ক্ষুধিত, ক্ষুধার্ত। ~মান্দ্য বি. আহারে অনিচ্ছা, ক্ষুধার অভাব বা ক্ষুধার হ্রাস। ~সঞ্চার বি. ক্ষুধার উদ্রেক। ক্ষুধিত বিণ. ক্ষুধার্ত; ভোজনেচ্ছু। স্ত্রী. ক্ষুধিতাদুষ্ট-ক্ষুধা বি. রোগ বা লোভজনিত ভোজনলালসা।

Processing time: 1.18 s