কোরা definitions

Bangla-Tangla Dictionary
কোরা
1. to grate (PAP + PAP + খাওয়া = to grate on, to gnaw)
2. unbleached

plural definitive of কো:
কো [English] co-

Samsad Bengali-English Dictionary
কুরা, কুরানো, কোরা, কোরানো [ kurā, kurānō, kōrā, kōrānō ] v to scrape (as the pulp of a coconut); to gnaw; to eat into (কুরে কুরে খাওয়া). কোরা2 [ kōrā2 ] a brand-new; unbleached (কোরা কাপড়). plural definitive of কো: কো2 [ kō2 ] pro who.
Samsad Bangla Abhidhan
কুরা, কোরা [ kurā, kōrā ] ক্রি. 1 (নারকেল ইত্যাদি) কুরুনি দিয়ে চাঁচা বা আঁচড়ানো (নারকেল কোরাচ্ছে); 2 নখ, দাঁত প্রভৃতি দিয়ে একটু একটু করে খোঁড়া। [দেশি]। ~নো ক্রি. বি. বিণ. উক্ত সব অর্থে। ~নি, কুরনি, কুরুনি কোরানি বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ। কোরা1 [ kōrā1 ] বিণ. 1 সম্পূর্ণ নতুন; আগে ব্যবহৃত হয়নি এমন; 2 (ধুতি, শাড়ি ইত্যাদি সম্পর্কে) আধোয়া; 3 মাড়যুক্ত। [হি. কোরা]। কোরা কাগজ বি. সাদা বা অব্যবহৃত কাগজ; যে কাগজে লেখা হয়নি। কোরা মার্কিন বি. আধোয়া ও মাড়-দেওয়া নতুন মার্কিন কাপড়। আন-কোরা দ্র আনকোরা plural definitive of কো: 4, কো [ ka4, kō ] (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)। plural definitive of কো: কো [ kō ] সর্ব. (ব্রজ.) কোন জন, কে ('তুয়া বিনে অধম কারণ কো দেয়ব': গো. দা.); কেউ। [সং. + কিম্]। ~. সর্ব. কেউ ('কোই বলে গোরা জানকীবল্লভ')।

Processing time: 1.26 s