কোণ definitions

Bangla-Tangla Dictionary
কোণ – corner
Samsad Bengali-English Dictionary
কোণ [ kōṇa ] n an angle; a corner; a bay (কোণ নেওয়া); the inside or interior (গৃহকোণ); edge, border (আঁখিকোণ); the point (ছুরির কোণ); the interior of a house where women live, a gynaeceum, zenana (সন্ধ্যা হতেই বাবুটি কোণে ঢোকেন). ~ঠাসা a. driven into a corner, held or kept at bay, subdued. ~মাপক n. a pro tractor. প্রবৃদ্ধকোণ n. (geom.) a reflex angle. সন্নিহিত কোণ n. (geom.) an adjacent angle. সমকোণ n. (geom.) a right angle. সমকোণী a. (geom.) right-angled. সরলকোণ n. (geom.) a straight angle. সরলকোণী a. (geom.) straight-angled. সূক্ষকোণ n. (geom.) an acute angle. সূক্ষকোণী a. (geom.) acute-angled. স্থূলকোণ n. (geom.) an obtuse angle. স্থূলকোণী a. (geom.) obtuse-angled. কোণানুপাত n. trigonometrical ratios.
Samsad Bangla Abhidhan
কোণ [ kōṇa ] বি. 1 (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্থাল, angle (সরলকোণ, সমকোণ); 2 অভ্যন্তর (গৃহকোণ); 3 প্রান্ত (আঁখিকোণ); 4 খুঁট (কাপড়ের কোণ); 5 অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); 6 বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর ('বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন': অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। ~ঘেঁষা বিণ. 1 এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; 2 লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। ~ঠাসা বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধ-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিত কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্থাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উৎপন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সম-কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্থাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের যে-কোনোটি, right angle. সম-কৌণিক বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়। সরল-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ বা 18 ডিগ্রি পরিমিত কোণ, straight angle. সূক্ষ্ম-কোণ বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle. স্থূল-কোণ বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle.

Processing time: 1.21 s