কূল definitions

Bangla-Tangla Dictionary
কূল – shore
Samsad Bengali-English Dictionary
কূল [ kūla ] n a bank (of a river); a shore, a coast, a beach; a border, an edge (চোখের কূলে জল); (fig.) a shelter or help (অকূলে কূল পাওয়া); end, limit (দুঃখের কূল নেই). ~কিনারা n. (fig.) a way or means of escape (কূলকিনারা না পাওয়া); end, limit (চিন্তার কূলকিনারা). ~কিনারাহীন a. endless; at sea. ~প্লাবী a. overflowing or inundating the bank or shore. কূলে কূলে to the brim.
Samsad Bangla Abhidhan
কূল [ kūla ] বি. 1 তীর, তট, কিনারা (সমুদ্রকূল, নদীর একূল ভাঙে ওকূল গড়ে); 2 (আল.) আশ্রয় (অকূলে কূল পাওয়া); 3 অবধি, শেষ (দুঃখের কূল নেই)। [সং. √ কূল্ + অ]। কূল-কিনারা বি. দিশা, মুক্তির উপায়; নিষ্কৃতি (এই ঘোর বিপদে কূল-কিনারা দেখছি না)। ~বর্তী (-র্তিন্) বিণ. তীরে রয়েছে এমন। একূল ওকূল দুকূল যাওয়া ক্রি. বি. সব আশ্রয় হারানো।

Processing time: 1.22 s