কিস্তি definitions

Bangla-Tangla Dictionary
কিস্তি – installment
Samsad Bengali-English Dictionary
কিশতি, কিস্তি [ kiśati, kisti ] n a boat, a barge; (in chess) a check; an instalment (for payment etc.); a time, an occasion. কিস্তি দেওয়া v. (in chess) to check. ~বন্দি n. arrangement of payment by instalments. ~মাত n. (in chess) a complete check, (inc.) checkmate.
Samsad Bangla Abhidhan
কিস্তি1 [ kisti1 ] বি. বড় মালবাহী নৌকা; জাহাজ। [ফা.কিশ্তী]। কিস্তি2 [ kisti2 ] বি. 1 ঋণের পরিশোধযোগ্য অংশ; 2 আংশিক ঋণ শোধের সময়; 3 খাজনা আদান-প্রদানের সময়; 4 দফা, ক্ষেপ, খেপ, বার, instalment (আর এক কিস্তি মাল আসবে)। [ফা. কিস্ত]। ~বন্দি বি. দফায় দফায় ঋণপরিশোধের ব্যবস্থা। কিস্তি3 [ kisti3 ] বি. দাবাখেলায় বিপক্ষের রাজাকে সরাসরি আক্রমণ বা তার চলাচল রোধের জন্য চালবিশেষ। [ফা. কিশ্ৎ]। ~মাত বি. দাবাখেলায় বিপক্ষের রাজার সমস্ত চলাচলপথ বন্ধ হয় যে চালে; সম্পূর্ণ জয় বা সাফল্য লাভ।

Processing time: 1.33 s