কবচ definitions

Bangla-Tangla Dictionary
কবচ – protective talisman
Samsad Bengali-English Dictionary
কবচ [ kabaca ] n an armour, a coat of mail; a metrical form of words believed to possess occult power, a spell, a charm; an amulet, a trinket, a talisman. কবচ করা v. to protect or guard with a spell; to give an amulet for protection. কবচ ধারণ করা v. to wear an amulet for protection. ~ধারী a. wearing a coat of mail, armour-clad; wearing an amulet.
Samsad Bangla Abhidhan
কবচ [ kabaca ] বি. 1 বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; 2 মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; 3 বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। ~কুণ্ডল বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। ~পত্র বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্) বিণ. কবচধারী। ☐ বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)।

Processing time: 1.31 s