উল্লাস definitions

Bangla-Tangla Dictionary
উল্লাস – elation
Samsad Bengali-English Dictionary
উল্লাস [ ullāsa ] n delight, gladness; exultation; joy, joviality, jubilation, hilarity; (of books) a chapter. উল্লাস করা v. to ex press joy, to exult, to jubilate, উল্লাসী same as উল্লসিত । fem. উল্লাসিনী ।
Samsad Bangla Abhidhan
উল্লসিত [ ullasita ] দ্র উল্লাস উল্লাস [ ullāsa ] বি. 1 পরমানন্দ; হর্ষ; আহ্লাদ; 2 গ্রন্থের অধ্যায় বা পরিচ্ছেদ (প্রথমোল্লাস)। [সং. উদ্ + √ লস্ + অ]। উল্লসা ক্রি. উল্লসিত হওয়া। ~ধ্বনি বি. আনন্দের চিৎকার। উল্লসিত, উল্লাসী (-সিন্) বিণ. উল্লাসযুক্ত, উৎফুল্ল, আনন্দিত ('চন্দ্রকরে উল্লসিত ঝিল্লিবনে তন্দ্রা আনে: রবীন্দ্র)। স্ত্রী. উল্লসিতা, উল্লাসিনী

Processing time: 1.31 s