ইট definitions

Bangla-Tangla Dictionary
ইট – brick
Samsad Bengali-English Dictionary
ইট [ iṭa ] n brick; (loos.) brickbat. ইট ছোড়া v. to throw bricks and brickbats. ইট মারা, ইটানো v. to pelt with bricks and brick bats, to throw stones at. ~খোলা n. a brick-field. ~পাটকেল n. bricks and brickbats. ~পাতন n. brick-laying. ইটের পাঁজা বা ভাটি a. brick-kiln. ইটটি মারলে পাটকেলটি খেতে হয় tit for tat, a tip for a tap.
Samsad Bangla Abhidhan
ইট [ iṭa ] বি. পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। [প্রাকৃ. ইট্টা > সং. ইষ্টক]। ~খোলা বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়। ~পাটকেল বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো। ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কারও সঙ্গে দুর্ব্যবহার করলে বিনিময়ে দুর্ব্যবহার পেতেও হয়। ইটের পাঁজা পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ।

Processing time: 1.28 s