আড়চোখে definitions

Bangla-Tangla Dictionary
আড়চোখে – with a sidelong glance
Samsad Bangla Abhidhan
locative of আড়চোখ: আড়5 [ āṛa5 ] বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। ☐ বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ~কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ~খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ~ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ~চোখ, ~নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ~পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ~মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ~বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। locative of আড়চোখ: আড়চোখ [ āṛcōkha ] দ্র আড়5

Processing time: 1.37 s