আদি definitions

Bangla-Tangla Dictionary
আদি
1. [suffix] etc
2. origin, original
Samsad Bengali-English Dictionary
আদি [ ādi ] n beginning; origin; source; birth. ☐ a. first; original, fundamental, primary. ☐ in comp. (used as a sfx.) and the like, et cetera (সুখদুঃখাদি) . ~কবি n. the first poet; Valmiki. ~কলা n. the fundamental tissue. ~কলাতন্ত্র n. the fundamental tissue system. ~কাব্য n. the first epic. ~কারণ n. the first cause; the Supreme Being; the fundamental cause; the primary cause. ~কাল n. ancient times. ~কোষ n. embryonic cell. ~দেব n. the Supreme Being; any one of the three principal Hindu gods: Brahma (ব্রহ্মা,), Vishnu (বিষ়্ণু) and Maheswara (মহেশ্বর). ~নাথ n. the Su preme Being; Shiva (শিব). ~পুরুষ n. the first progenitor or ancestor of a clan or family. ~বাসী n. the aborigines. ~বৃত্ত n. equinoctial colure. ~ভূত a. born or created first, primordial; primary (আদিভূত কারণ). fem. আদিভূতা । ~রস n. (rhet.) the emotion of love; sex-passion; eroticism. ~রূপ n. a prototype, an archetype.
Samsad Bangla Abhidhan
আদি [ ādi ] বি. 1 আরম্ভ, উৎপত্তির কারণ, উৎপত্তি ('নাহি তুঁয়া আদি অবসানা': বিদ্যা); 2 উৎপত্তিস্থান; 3 (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)। ☐ 1 প্রথম (আদি কবি); 2 মূল (আদি বাসস্থান)। [সং. আ + √ দা + ই]। ~অকৃত্রিম বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত। ~কবি বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি। ~কান্ড বি. গ্রন্থাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়। ~কাব্য বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ। ~কারণ বি. 1 মূল কারণ; 2 পরমব্রহ্ম। ~কাল বি. প্রাচীন কাল। ~দেব বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব। ~নাথ বি. ঈশ্বর; মহাদেব। ~পুরাণ বি. ব্রহ্মপুরাণ। ~পুরুষ বি. বংশের প্রথম পুরুষ। ~বাসী (-সিন্) বি. আদিম অধিবাসী বা জাতি। ~ভূত বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ। স্ত্রী ~ভূতা। ~রস বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস। ~রসাত্মক বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক। ~রূপ বি. মূল আদর্শ, archetype. আদিনাথ [ ādinātha ] দ্র আদি আদিবাসী [ ādibāsī ] দ্র আদি আদিরস [ ādirasa ] দ্র আদি আদিরূপ [ ādirūpa ] দ্র আদি

Processing time: 1.34 s