আদা definitions

Bangla-Tangla Dictionary
আদা – ginger
Samsad Bengali-English Dictionary
আদা [ ādā ] n ginger. আদাজল খেয়ে লাগা v. to engage in something doggedly. আদায় কাঁচকলায় adv. at daggers drawn. আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী an ordinary man should not meddle in big affairs.
Samsad Bangla Abhidhan
আদা [ ādā ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger. [সং. আর্দ্রক]। আদা-জল খেয়ে লাগা ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া। আদায়-কাঁচকলায় পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে। আদার ব্যাপারী বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক। আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত।

Processing time: 1.55 s