আক্কেল definitions

Bangla-Tangla Dictionary
আক্কেল – common sense (usually used negatively)
Samsad Bengali-English Dictionary
আক্কেল [ ākkēla ] n understanding, intelligence, wit; common sense; faculty of judgment; considerateness. আক্কেল গুডুম n. nonplus, bewilderment, confusion. আক্কেল গুডুম হওয়া to be struck with bewilderment or confusion, to be nonplussed, to be at one's wit's end. ~দাঁত n. the wisdom tooth. ~পছন্দ n. ability to appraise or assess, the sense of proportion; aptitude or talent for selection and rejection; good practical sense. ~মন্ত a. considerate; wise. ~সেলামি n. the penalty paid or the loss suffered on account of folly.
Samsad Bangla Abhidhan
আক্কেল [ ākkēla ] বি. কান্ডজ্ঞান, বোধবুদ্ধি, বুদ্ধি-বিবেচনা। [আ. আক্ল্]। ~গুড়ুম বি. হতভম্ব অবস্থা (তার কথা শুনে আমার তো আক্কেলগুড়ুম)। ~দাঁত বি. পূর্ণবয়সে যে দাঁত ওঠে, wisdom tooth. আক্কেলদাঁত না গজানো ক্রি. বি. বুদ্ধিবিবেচনা বা কান্ডজ্ঞান না হওয়া, অপরিণত বুদ্ধির পরিচয় দেওয়া। ~দাঁত ওঠা ক্রি. বি. বুদ্ধি পরিপক্ক হওয়া। ~মন্দ, ~মন্ত বিণ. বিবেচক; বিজ্ঞ; আক্কেলযুক্ত। [আ. + আক্ল্ + বাং. মন্ত]। ~সেলামি বি. অপরিণত বুদ্ধি বা অনভিজ্ঞতার জন্য লোকসান বা শাস্তি।

Processing time: 1.83 s