আঁটা definitions

Bangla-Tangla Dictionary
আঁটা – to tighten, to fit into
Samsad Bengali-English Dictionary
আঁটা [ ān̐ṭā ] v to fasten tightly, to tighten; to wear, to put on (পাগড়ি আঁটা); to bolt (দরজায় খিল আঁটা); to fix (স্ক্রু আঁটা); to affix (খামে টিকিট আঁটা); to shut, to close (দরজা আঁটা, লেফাফা আঁটা); to (be able to) contain or hold, to have capacity or room for (বালতিতে দুধ আঁটা), to contend with (usu. equally); to be equal to; to contrive (ফন্দি আঁটা); to be equal to, to cope with (বুদ্ধিতে আঁটা). ☐ a. closed, shut. আঁটাআঁটি, আঁটিসাঁটি n. excessive tightness; excessive strictness or rigour; firmness; higgling; excessive attention to (usu. one's own) interests (নিজের বেলা আঁটিসাঁটি). ~নো v. to cause or force to contain or hold. definitive of আঁ: আঁ [ ā ] int expressing: dismay, pain etc.
Samsad Bangla Abhidhan
আঁটা [ ān̐ṭā ] ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। ☐ বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ~নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)।

Processing time: 1.26 s