আঁচড়ানো definitions

Bangla-Tangla Dictionary
আঁচড়ানো – to comb
Samsad Bengali-English Dictionary
আঁচড়ানো [ ān̐caṛānō ] v to scratch or dig with finger nails or claws; to comb (hair). ☐ a. scratched or dug with the finger-nails or claws; combed, kempt.
Samsad Bangla Abhidhan
আঁচড় [ ān̐caṛa ] বি. দাগ, অগভীর রেখা; নখের আঘাত; (আল.) সামান্য চেষ্টা (এক আঁচড়েই বুঝে নিলাম)। [দেশি]। আঁচড়া-আঁচড়ি বি. নখের আঁচড়ের লড়াই। আঁচড়ানো ক্রি. 1 নখ দিয়ে ক্ষত সৃষ্টি করা; 2 চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।

Processing time: 1.21 s