অহঙ্কার definitions

Bangla-Tangla Dictionary
অহঙ্কার – pride, vanity, arrogance
Samsad Bangla Abhidhan
অহং-কার, অহঙ্কার [ aha-ṅkāra, ahaṅkāra ] বি. নিজের সম্পর্কে বড়াই বা গর্ব, অহমিকা; আত্মম্ভরিতা। [সং. অহম + √ কৃ + অ]। অহং-কারী (রিন্) বিণ. নিজের সম্পর্কে বড়াই করে এমন। অহং-কৃত বিণ. গর্বিত, দম্ভ করে এমন; দাম্ভিক। অহংকারে মাটিতে পা না পড়া ক্রি. বি. অহংকারে এতই অন্ধ যে নিজেকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা; অহংকারে অন্যকে গ্রাহ্যই না করা।

Processing time: 1.19 s