অপ্রস্তুত definitions

Bangla-Tangla Dictionary
অপ্রস্তুত – embarassed
Samsad Bengali-English Dictionary
অপ্রস্তুত [ aprastuta ] a not made or prepared; unready, unprepared; embarrassed, out of countenance; inexistent, absent; not related to the subject-matter, irrelevant (অপ্রস্তুত বিষয়ের বর্ণনা) অপ্রস্তুত প্রশংসা n. (rhet.) allegory. অপ্রস্তুত হওয়া v. to be come embarrassed, to be disconcerted; to be put out of countenance. অপ্রস্তুতি n. lack of preparation or readiness.
Samsad Bangla Abhidhan
অপ্রস্তুত [ aprastuta ] বিণ. 1 প্রস্তুত বা তৈরি হয়নি এমন; উদ্যোগ-আয়োজন সম্পূর্ণ হয়নি এমন; 2 অনুপস্থিত; 3 লজ্জিত, অপ্রতিভ; 4 বর্ণনার বিষয়বহির্ভূত। [সং. ন + প্রস্তুত]। ~প্রশংসা বি. অর্থালংকারবিশেষ (allegory) যাতে অপ্রাসঙ্গিক বর্ণনা থেকে প্রাসঙ্গিক বিষয়টি ব্যঞ্জনায় বোঝা যায়। অপ্রস্তুতি বি. উদ্যোগ-আয়োজনের অভাব। অপ্রস্তুত হওয়া ক্রি. বি. অপ্রতিভ হওয়া, লজ্জিত হওয়া বা ঘাবড়ে যাওয়া।

Processing time: 1.19 s