অন্ততঃ definitions

Bangla-Tangla Dictionary
অন্ততঃ [variant of অন্তত]; at least
Samsad Bangla Abhidhan
অন্ত [ anta ] বি. 1 মৃত্যু; বিনাশ (দেহান্ত); 2 শেষ, অবসান (নিশান্ত, অন্তহীন রাত্রি); 3 প্রান্ত, সীমা (বনান্ত, দিগন্ত) 4 স্বরূপ, হদিশ (অন্ত পাওয়া ভার); 5 জীবনশেষ ('অন্তে দিও গো পদাশ্রয়': সু. দ.)। [সং. অম্ + ত]। ~ বি. যম। ☐ বিণ. 1 নাশক; 2 শেষ বা চরম, যার পর আর কিছু নেই, final (দর্শ.)। ~কাল বি. মৃত্যুর সময়। ~, (-বর্জি.) ~তঃ অব্য. কমপক্ষে। ~স্থ বিণ. প্রান্তস্থ।

Processing time: 1.24 s