অদৃষ্ট definitions

Bangla-Tangla Dictionary
অদৃষ্ট – destiny, fate
Samsad Bengali-English Dictionary
অদৃষ্ট [ adṛṣṭa ] a not seen, unseen. ☐ n. fate, luck, fortune; destiny. ~ক্রমে adv. as ordained by destiny; as luck would have it; by chance; fortunately. ~দোষে adv. unluckily, unfortunately, as bad luck would have it. ~পরীক্ষা n. act of telling or learning one's fortune by means of divination, palmistry, etc., act of trying one's luck (esp. in a game of chance) অদৃষ্ট পরীক্ষা করা v. to tell one's fortune. to try one's luck. অদৃষ্ট পরীক্ষা করানো v. to have one's fortune told. ~পুরুষ n. masc. Destiny; God. ~পূর্ব a. not seen before; novel, new. ~বশত adv. as luck would have it; by chance. ~বাদ n. fatalism. ~বাদী n. a fatalist. ☐ a. fatalistic. ~লিপি n. the unseen writing of one's fate; one's destiny. অদৃষ্টের পরিহাস irony of fate.
Samsad Bangla Abhidhan
অদৃষ্ট [ adṛṣṭa ] বিণ. দেখা যায়নি এমন; অদেখা; দেখা যায় না এমন। ☐ বি. ভাগ্য, নিয়তি, দৈব ('হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস': রবীন্দ্র)। [সং. ন+দৃষ্ট]। ~ক্রমে ক্রি-বিণ. ভাগ্যবশত, ভাগ্যবশে (অদৃষ্টক্রমে জিনিসটি খুঁজে পাওয়া গেল)। ~চর, ~পূর্ব বিণ. আগে দেখা যায়নি এমন। ~পরীক্ষা বি. ভাগ্যপরীক্ষা, ভাগ্যগণনা, ভাগ্যের ফলাফল বিচার। ~পুরুষ বি. যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করেন অর্থাৎ বিধাতা। ~বাদ বি. দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে মানুষের ভাগ্য অদৃশ্য হস্তের দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা মানুষ পূর্বজন্মের কর্মানুযায়ী এ জন্মে সুখদুঃখ ভোগ করে। ~বাদী (-দিন্) বিণ. বি. অদৃষ্টবাদে বিশ্বাসী বা অদৃষ্টের উপর নির্ভরশীল (ব্যক্তি)। ~লিপি বি. ভাগ্যের বা বরাতের লিখন। অদৃষ্টের পরিহাস ভাগ্য বিড়ম্বনা।

Processing time: 1.19 s