অদূর definitions

Bangla-Tangla Dictionary
অদূর – not far, near, close
Samsad Bengali-English Dictionary
অদূর [ adūra ] a not distant, not far; near, close, yonder. ~দর্শিতা . n. absence or lack of foresight; imprudence. ~দর্শী a. bereft of foresight; imprudent. fem. ~দর্শিনী । ~বর্তিতা n. state of being not at a distance; nearness, proximity. ~বর্তী a. not in a distant position; proximate; near, yonder. fem. ~বর্তিনী, ~বদ্ধ a. having a short or limited range. ~বদ্ধ দৃষ্টি . short-sightedness. ~ভবিষ্যৎ n. near future. ~স্থ same as ~বর্তী । অদূরে adv. not far; near, close by.
Samsad Bangla Abhidhan
অদূর [ adūra ] বিণ. দূর নয় এমন, কাছের, নিকটবর্তী। [সং. ন+দূর]। ~দর্শিতা বি. ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তাভাবনা করার ক্ষমতার অভাব; দূরের বিষয় সম্বন্ধে চিন্তা না করা। ~দর্শী (-র্শিন্) বিণ. যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী। ~বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্থিত নয় এমন, কাছের। বি. ~বর্তিতা। ~বদ্ধ-দৃষ্টি বি. দৃষ্টিক্ষীণতা, short-sightedness (বি. প.)। ~ভবিষ্যৎ বি. যে ভবিষ্যৎ দূরে নয়; অনতিবিলম্ব; পরবর্তী যে সময় আগতপ্রায়, near future. ~স্থ বিণ. দূরে অবস্থিত নয় এমন; কাছের; নিকটবর্তী। ~স্পর্শী (-র্শিন্) বিণ. দূরকে স্পর্শ করে না বা দূরে অর্থাৎ গভীরে যায় না এমন; ভাসা-ভাসা, উপর-উপর, অগভীর। অদূরে ক্রি-বিণ. দূরে নয় এমন, কাছে, নিকটে।

Processing time: 1.31 s