অচল definitions

Bangla-Tangla Dictionary
অচল – obsolete
Samsad Bengali-English Dictionary
অচল [ acala ] a motionless, immobile; stationary, static (অচল তড়িৎ); unwavering; firm, steady; gone out of practice, not cur rent, obsolete (অচল প্রথা); counterfeit or forged (অচল টাকা বা নোট); that which cannot be kept going, unmaintainable (অচল সংসার); invalid; untenable (অচল যুক্তি); unserviceable (অচল ঘড়ি); impracticable (অচল প্রস্তাব); (of persons) cast off (সমাজে অচল). ☐ n. a mountain, a hill. অচল অবস্থা, অচলাবস্থা lack of progress; a deadlock, an impasse, a stalemate, standstill. ~ n. state of being out of practice or currency, obsoleteness. ~নীয় a. incapable of being introduced or circulated.
Samsad Bangla Abhidhan
অচল [ acala ] বিণ. 1 গতিহীন, স্থির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্থা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। ☐বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্থিরা (অচলা ভক্তি)। ☐ বি. পৃথিবী। ~ বি. অপ্রচলন। ~নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ~রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)।

Processing time: 1.89 s