অক্ষুণ্ণ definitions

Bangla-Tangla Dictionary
অক্ষুণ্ণ – unharmed, intact
Samsad Bengali-English Dictionary
অক্ষুণ্ণ [ akṣuṇṇa ] a unimpaired or unaffected (অক্ষুণ্ণ স্বাস্থ্য বা মর্যাদা); unoffended (অক্ষুণ্ণচিত্ত); unhindered, unchecked (অক্ষুণ্ণ গতি); unabated (অক্ষুণ্ণ তেজ); undamaged or untarnished (অক্ষুণ্ণ সতীত্ব); unquestioned, untrammelled, unhampered, supreme, sovereign (অক্ষুণ্ণ প্রতিপত্তি); still in force, intact (অক্ষুণ্ণ অধিকার বা স্বার্থ); unused, not at all used (অক্ষুণ্ণ মূলধন)
Samsad Bangla Abhidhan
অক্ষুণ্ণ [ akṣuṇṇa ] বিণ. 1 ক্ষুণ্ণ হয়নি বা মলিন হয়নি এমন (অক্ষুণ্ণ ভালোবাসা, অক্ষুণ্ণ সম্পর্ক); 2 মনস্তাপহীন; 3 অটুট (অক্ষুণ্ণ স্বাস্থ্য, অক্ষুণ্ণ মনোবল, অক্ষুণ্ণ প্রতাপ); 4 বলবৎ, বজায় (তার শক্তি অক্ষুণ্ণ আছে); অব্যাহত। [সং. ন+ক্ষুণ্ণ]। বি. ~তা

Processing time: 1.3 s