Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 2 letters:
ব্যাজ definitions
Samsad Bengali-English Dictionary
ব্যাজ1 [ byāja1 ] n a badge.ব্যাজ2 [ byāja2 ] n a pretext, a pretence, simulation, deceit; a hindrance; interest for money; interest, use; delay. ~স্তুতিn. false praise or eulogy; (rhet.) a figure of speech consisting of praise in garb of censure or censure in garb of praise, (cp.) irony, sarcasm.
Samsad Bangla Abhidhan
ব্যাজ1 [ byāja1 ] বি. দল পেশা ইত্যাদির নির্দেশক তকমা। [ইং. badge]।ব্যাজ2 [ byāja2 ] বি. 1 ছল ('কি কাজে এ ব্যাজ আমি বুঝিতে না পারি': মধু.); 2 কপটতা; 3 বিঘ্ন; 4 (বাং.) বিলম্ব; 5 সুদ। [সং. বি + √ অজ্ +অ]। ~স্তুতি বি. 1 কপট স্তুতি; 2 (অল.) নিন্দাচ্ছলে স্তুতি বা স্তুতিচ্ছলে নিন্দারূপ অলংকার-যথা 'অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ': ভা. চ.)। ব্যাজোক্তি বি. ছলপূর্ণ কথা; ছল দ্বারা প্রকৃত বক্তব্যকে গোপন করা।
ল্যাজ definitions
Bangla-Tangla Dictionary
ল্যাজ – [variant of লেজ]; tail
Samsad Bengali-English Dictionary
লেজ, ল্যাজ [ lēja, lyāja ] n a tail; the hind-part of anything, the rump, the rear (সৈন্যবাহিনীর লেজ). জাহাজের বা নৌকার লেজ the stern. লেজ গুটানোv. (fig.) to turn tail, to run away with tail between the legs. লেজ মাড়ানোv. (fig.) to twist one's tail, to annoy. লেজ মোটা হওয়া to be puffed up or overbearing or bumptious or conceited. লেজে খেলানোv. (fig.) to harass one by giving false hopes or by keeping in suspense. ~কাটা শিয়াল (sarcas.) a dis graced person endeavouring in vain to keep up appearance. লেজাn. the tail of a fish; the hind part of anything. লেজামুড়োn. (fig.) anything in its entirely, alpha and omega. লেজুড়n. a tail; the rump, the rear; what is attached or affixed to the rear end; (sarcas.) degrees or titles (তার নামের অনেকগুলি লেজুড়).
হত্যা definitions
Bangla-Tangla Dictionary
হত্যা – killing (+ করা = to kill)
Samsad Bengali-English Dictionary
হত্যা [ hatyā ] n killing, slaughter; massacre; murder; persistent squatting at the temple of a deity for obtaining divine favour. হত্যা করাv. to kill, to slay; to massacre (lit. & fig.); to murder. হত্যা দেওয়াv. to squat at the temple of a deity for obtaining divine favour; (fig.) to solicit doggedly. ~কাণ্ডn. an instance of homicide; carnage; killing; a massacre; murder. ~কারীn. a homicide; a murderer; a slayer, a killer. fem. ~কারিণীn. murderess. হত্যাপরাধn. the offence of homicide or murder; culpable homicide amounting to murder. হত্যাপরাধীa. guilty of homicide or murder. ☐ n. a homicide; a murderer (fem. a murderess). fem. হত্যাপরাধিনী ।
Samsad Bangla Abhidhan
হত্যা [ hatyā ] বি. 1 প্রাণনাশ, বধ (জীবহত্যা করা); 2 (বাং.) অভীষ্টসিদ্ধির জন্য আমৃত্যু দেবতার নিকট ধরনা (মন্দিরে হত্যা দিয়ে পড়ে থাকা)। [সং. √ হন্ + ক্যপ্ + আ]। ~কাণ্ড বি. খুনোখুনি; খুনের ঘটনা। ~কারী (-রিন্) বিণ. খুনি। ~প-রাধ বি. খুন করার অপরাধ।
হ্যাঁ definitions
Bangla-Tangla Dictionary
হ্যাঁ – yes
Samsad Bangla Abhidhan
হাঁ2, হ্যাঁ [ hā2, m̐hyā ] অব্য. সম্মতি স্বীকৃতি প্রভৃতি সূচক সাড়া;সত্যতা অর্থাৎ নেতির বিপরীত জবাবসূচক।হাঁ3, হ্যাঁ [ hā3, m̐hyā ] অব্য. সম্বোধন বা অনুনয়সূচক (হ্যাঁ হে, হাঁগা)।
অহল্যা [ ahalyā ] a (of land) not yet cultivated or ploughed or tilled (অহল্যা ভূমি); (in the Puranas) name of Gautama's wife whom Ramachandra freed or re deemed from a curse.
Samsad Bangla Abhidhan
অহল্যা1 [ ahalyā1 ] বি. 1 পুরাণোক্ত গৌতমমুনির পত্নী, রামচন্দ্রের চরণস্পর্শে যাঁর শাপমুক্তি ঘটেছিল; 2 মারাঠা রাজা মলহর রাও হোলকারের পুত্রবধূ, যিনি সুশিক্ষিতা, দানশীলা ও রাজ্য পরিচালনায় অসীম দক্ষতাসম্পন্না। [সং. ন + হল্যা (=বিরূপা)]।অহল্যা 2 [ ahalyā 2 ] বিণ. 1 হল বা লাঙল চালনার অযোগ্য, কর্ষণের বা চাষের অযোগ্য; 2 হল বা লাঙল দিয়ে কর্ষণ বা চাষ করা হয়নি এমন (পার্বত্য অঞ়্চলের অহল্যা ভুমি)। [সং. ন + হল্য (=হলকর্ষণযোগ্য) + আ (স্ত্রী.)]।
ঊহ্য definitions
Samsad Bengali-English Dictionary
ঊহ্য [ ūhya ] n not expressed or used but under stood, implied; elliptical.
Samsad Bangla Abhidhan
ঊহ্য [ ūhya ] বিণ. 1 অনুক্ত, বলা বা উল্লেখ করা হয়নি এমন; 2 অনুমান করে নিতে হয় এমন, অনুমেয়। [সং. √ ঊহ্ + য]।
ভ্যা [ bhyā ] int denoting: bleating; baa; loud weeping (ভ্যা করে কাঁদা).
ভ্যাজর definitions
Bangla-Tangla Dictionary
ভ্যাজর – (~ + ~ + করা = to blather)
যা definitions
Bangla-Tangla Dictionary
যা – which, what, that2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
যা2 [ yā2 ] pro. relat what, which, that (যা গেছে তা যাক). যা-কিছু pro. whatever; some thing; everything. যা থাকে বরাতে come what may. যা-হোক however; anything (যা হোক একটা কিছু).2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়াv. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়াv. to be of consequence, to matter. নেমে যাওয়াv. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়াv. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়াv. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসাn. come and-go; frequenting; intercourse. যেতে বসাv. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
যা [ yā ] 3 ক্রি. (অবজ্ঞায় বা কনিষ্ঠকে গমন কর্ (তুই ওখানে যা)। [বাং. √ যাওয়া]। ওই যা, গেল যা হঠাৎ বিস্মরণজনিত অনভিপ্রেত ঘটনার ফলে ক্ষোভ বা আক্ষেপসূচক উক্তি।যা-তা [ yā-tā ] দ্র যা2।2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
যাজক definitions
Samsad Bengali-English Dictionary
যাজক [ yājaka ] n a priest; a clergyman, a cleric. ~তন্ত্রn. hierocracy. ~তা, ~বৃত্তিn. priestship, priesthood; clericity. যাজক সম্প্রদায়n. the priestly or clerical order, the priesthood, the clergy.
যাজন [ yājana ] n act of conducting a religious service in the capacity of a priest or clergyman. যাজন করাv. to conduct a religious service (as by a priest). ~বৃত্তিn. the profession of the priest or the clergy, priestship, priesthood, clericity; a stipend or allowance given to a priest or clergyman, (cp.) a benefice. যাজনিকa. priestly, clerical; ecclesiastical.