Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 3 letters:
যা definitions
Bangla-Tangla Dictionary
যা – which, what, that2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
যা2 [ yā2 ] pro. relat what, which, that (যা গেছে তা যাক). যা-কিছু pro. whatever; some thing; everything. যা থাকে বরাতে come what may. যা-হোক however; anything (যা হোক একটা কিছু).2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়াv. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়াv. to be of consequence, to matter. নেমে যাওয়াv. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়াv. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়াv. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসাn. come and-go; frequenting; intercourse. যেতে বসাv. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
যা [ yā ] 3 ক্রি. (অবজ্ঞায় বা কনিষ্ঠকে গমন কর্ (তুই ওখানে যা)। [বাং. √ যাওয়া]। ওই যা, গেল যা হঠাৎ বিস্মরণজনিত অনভিপ্রেত ঘটনার ফলে ক্ষোভ বা আক্ষেপসূচক উক্তি।যা-তা [ yā-tā ] দ্র যা2।2nd person intimate present imperative tense of যাওয়া:যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
হা definitions
Samsad Bengali-English Dictionary
হা [ hā ] int indicating: grief, suffering, amazement etc.; oh, ah, ha, alas.
হেপা [ hēpā ] n a troublesome burden or charge. হেপা পোহানো, হেপা সামলানোv. to bear a troublesome burden or execute a troublesome charge, (cp.) to bear the brunt of.
হেরা definitions
Samsad Bengali-English Dictionary
হেরা [ hērā ] v (poet.) to behold, to see.
Samsad Bangla Abhidhan
হেরা [ hērā ] ক্রি. (কাব্যে) দেখা, নিরীক্ষণ করা ('সমুখে ঐ হেরি পথ', 'হেরো আপন হৃদয়মাঝে': রবীন্দ্র)। [দেশি]।
হেলা definitions
Bangla-Tangla Dictionary
হেলা – to lean2nd person intimate present imperative tense of হেলানো:হেলানো – to cause to lean
Samsad Bengali-English Dictionary
হেলা1 [ hēlā1 ] v to slant, to lean or incline to. ☐ a. slanting; leaning or inclining to. হেলেদুলেadv. swingingly sideways, swingingly, in waddling fashion.হেলা2 [ hēlā2 ] n contempt, slight; disdain; neglect; ease. হেলা করাv. to treat with contempt, to slight; to despise; to neglect. হেলায়adv. with ease, without effort; through negligence or carelessness (হেলায় হারানো).2nd person intimate present imperative tense of হেলানো:হেলানো [ hēlānō ] v to cause to slant or to lean or incline to. ☐ a. slanting, leaning or inclining to.
কহা [ kahā ] v to say, to tell; to utter; to speak; to narrate; to relate. ~নোv. to make one say or tell or utter or speak or narrate or relate. ~য়সিv. imper. make one say or tell.
Samsad Bangla Abhidhan
কই3 [ ki3 ] ক্রি. কহি -র কথ্যরূপ ('কইতে কথা বাধে': রবীন্দ্র)। ~য়ে বিণ. খুব কথা বলতে পারে এমন, বাক্পটু (বেশ কইয়ে লোক)। কইয়ে-বলিয়ে বিণ বাক্পটু ও চৌকস। [কহা দ্র]।কহা [ kahā ] ক্রি. বলা। ☐ বি. কথন। ☐বিণ. কথিত, উক্ত। [বাং. √ কহ্ + আ]। ~নো ক্রি. বলানো। ~য়সি ক্রি.(ব্রজ.) বলাও ('তুঁহু জগনাথ জগতে কহায়সি')।
কহে definitions
Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary present simple tense of কওয়া:কওয়া – to speak
দহা definitions
Samsad Bengali-English Dictionary
দহা [ dahā ] v to burn or be burned; to scorch or be scorched; to inflame or be inflamed; (fig.) to afflict or be afflicted.
Samsad Bangla Abhidhan
দহা [ dahā ] ক্রি. দগ্ধ করা বা হওয়া, পোড়া বা পোড়ানো। [সং. √ দহ্ + বাং. আ]।
নহা definitions
Bangla-Tangla Dictionary
নহা – [verb][sadhu] notshadhu verbal noun of নহা:নহা – [verb][sadhu] not
Samsad Bengali-English Dictionary
নয়3 [ naẏa3 ] v pop. form of নহে (see নহা). ☐ n. not-being, no, impossibility (নয়কে হয় করা). ☐ con. or, nor, else, otherwise. নয়কোv. is not, are not. নয়তোcon. or, else, otherwise. ☐ int. meaning: certainly not, of course not (আমি নয়তো).shadhu verbal noun of নহা:নয়3 [ naẏa3 ] v pop. form of নহে (see নহা). ☐ n. not-being, no, impossibility (নয়কে হয় করা). ☐ con. or, nor, else, otherwise. নয়কোv. is not, are not. নয়তোcon. or, else, otherwise. ☐ int. meaning: certainly not, of course not (আমি নয়তো).
Samsad Bangla Abhidhan
নই1 [ ni1 ] ক্রি. নহি (আমি দুর্বল নই)। [নহা দ্র]।নও [ nō ] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]।নয়2 [ naẏa2 ] ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। ☐ বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। ☐ অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। ~কো ক্রি. হয় না, নহে। ~তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। ☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)।নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।shadhu verbal noun of নহা:নই1 [ ni1 ] ক্রি. নহি (আমি দুর্বল নই)। [নহা দ্র]।shadhu verbal noun of নহা:নও [ nō ] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]।shadhu verbal noun of নহা:নয়2 [ naẏa2 ] ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। ☐ বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। ☐ অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। ~কো ক্রি. হয় না, নহে। ~তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। ☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)।shadhu verbal noun of নহা:নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।
নহে definitions
Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary present simple tense of নহা:নহা – [verb][sadhu] not
Samsad Bengali-English Dictionary
নয়3 [ naẏa3 ] v pop. form of নহে (see নহা). ☐ n. not-being, no, impossibility (নয়কে হয় করা). ☐ con. or, nor, else, otherwise. নয়কোv. is not, are not. নয়তোcon. or, else, otherwise. ☐ int. meaning: certainly not, of course not (আমি নয়তো).shadhu 3rd person ordinary present simple tense of নহা:নয়3 [ naẏa3 ] v pop. form of নহে (see নহা). ☐ n. not-being, no, impossibility (নয়কে হয় করা). ☐ con. or, nor, else, otherwise. নয়কোv. is not, are not. নয়তোcon. or, else, otherwise. ☐ int. meaning: certainly not, of course not (আমি নয়তো).
Samsad Bangla Abhidhan
নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।shadhu 3rd person ordinary present simple tense of নহা:নই1 [ ni1 ] ক্রি. নহি (আমি দুর্বল নই)। [নহা দ্র]।shadhu 3rd person ordinary present simple tense of নহা:নও [ nō ] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]।shadhu 3rd person ordinary present simple tense of নহা:নয়2 [ naẏa2 ] ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। ☐ বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। ☐ অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। ~কো ক্রি. হয় না, নহে। ~তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। ☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)।shadhu 3rd person ordinary present simple tense of নহা:নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।