Off by 3 letters:
যা definitions

Bangla-Tangla Dictionary
যা – which, what, that

2nd person intimate present imperative tense of যাওয়া:
যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

Samsad Bengali-English Dictionary
যা2 [ yā2 ] pro. relat what, which, that (যা গেছে তা যাক). যা-কিছু pro. whatever; some thing; everything. যা থাকে বরাতে come what may. যা-হোক however; anything (যা হোক একটা কিছু). 2nd person intimate present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
যা [ yā ] 3 ক্রি. (অবজ্ঞায় বা কনিষ্ঠকে গমন কর্ (তুই ওখানে যা)। [বাং. √ যাওয়া]। ওই যা, গেল যা হঠাৎ বিস্মরণজনিত অনভিপ্রেত ঘটনার ফলে ক্ষোভ বা আক্ষেপসূচক উক্তি। যা-তা [ yā-tā ] দ্র যা2 2nd person intimate present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
হা definitions

Samsad Bengali-English Dictionary
হা [ hā ] int indicating: grief, suffering, amazement etc.; oh, ah, ha, alas.
Samsad Bangla Abhidhan
হা [ hā ] অব্য. হায়; শোক ক্লেশ বিস্ময় প্রভৃতি সূচক শব্দ। ~পিত্যেশ বি. 1 অতি লোভাতুর প্রত্যাশা; 2 দীর্ঘ প্রত্যাশা; 3 আপশোস, অনুশোচনা। ~হুতাশ বি. অতিশয় আক্ষেপ। হাপিত্যেশ [ hāpityēśa ] দ্র হা
হে definitions

Bangla-Tangla Dictionary
হে – an honorific way of addressing someone
Samsad Bangla Abhidhan
হে [ hē ] অব্য. সম্বোধনসূচক বা আহ্বানসূচক (হে প্রভু); কবিতার ছন্দের মাত্রা বজায় রাখবার জন্য পাদপূরণে ব্যবহৃত শব্দবিশেষ।
হেথা definitions

Samsad Bengali-English Dictionary
হেথা, হেথায় [ hēthā, hēthāẏa ] adv (poet.) here.
Samsad Bangla Abhidhan
হেথা, হেথায় [ hēthā, hēthāẏa ] ক্রি-বিণ. (কাব্যে বা গ্রা.) এইখানে, এখানে (হেথা-হোথা)। [পা. এত্থ < সং. অত্র]। হোথা, হোথায় [ hōthā, hōthāẏa ] ক্রি-বিণ. (কাব্যে বা গ্রা.) ওইখানে, ওখানে। [হেথা দ্র]।
হেদা definitions

Samsad Bangla Abhidhan
হেদা [ hēdā ] ক্রি. হেদানো। [< সং. খেদ]। ~নো ক্রি. (কথ্য) দৈহিক বা মানসিক কষ্টহেতু ব্যাকুলতা বা আলস্যের ভাব প্রকাশ করা (হেদিয়ে পড়া)। ☐ বি. উক্ত অর্থে।
হেনা definitions

Bangla-Tangla Dictionary
হেনা – Henna [name]
Samsad Bengali-English Dictionary
হেনা [ hēnā ] n a very sweet-scented flower or its plant, the henna.
Samsad Bangla Abhidhan
হেনা [ hēnā ] বি. মেহেদি ('উঠল ফুটে হেনার মঞ্জরী': রবীন্দ্র)। [আ. হিনা]।
হেপা definitions

Samsad Bengali-English Dictionary
হেপা [ hēpā ] n a troublesome burden or charge. হেপা পোহানো, হেপা সামলানো v. to bear a troublesome burden or execute a troublesome charge, (cp.) to bear the brunt of.
হেরা definitions

Samsad Bengali-English Dictionary
হেরা [ hērā ] v (poet.) to behold, to see.
Samsad Bangla Abhidhan
হেরা [ hērā ] ক্রি. (কাব্যে) দেখা, নিরীক্ষণ করা ('সমুখে ঐ হেরি পথ', 'হেরো আপন হৃদয়মাঝে': রবীন্দ্র)। [দেশি]।
হেলা definitions

Bangla-Tangla Dictionary
হেলা – to lean

2nd person intimate present imperative tense of হেলানো:
হেলানো – to cause to lean

Samsad Bengali-English Dictionary
হেলা1 [ hēlā1 ] v to slant, to lean or incline to. ☐ a. slanting; leaning or inclining to. হেলেদুলে adv. swingingly sideways, swingingly, in waddling fashion. হেলা2 [ hēlā2 ] n contempt, slight; disdain; neglect; ease. হেলা করা v. to treat with contempt, to slight; to despise; to neglect. হেলায় adv. with ease, without effort; through negligence or carelessness (হেলায় হারানো). 2nd person intimate present imperative tense of হেলানো: হেলানো [ hēlānō ] v to cause to slant or to lean or incline to. ☐ a. slanting, leaning or inclining to.
Samsad Bangla Abhidhan
হেলা1 [ hēlā1 ] ক্রি. ঝোঁকা, নড়া, একপাশে নত হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [তু. হি. √ হিল্না]। হেলন1 বি. হেলে পড়া; হেলে থাকা অবস্থ়া। ~ (উচ্চা. হ্যালান্) বি. হেলে অবস্থ়ান; ঠেসান (হেলান দেওয়া)। ~নো ক্রি. ঝোঁকানো; এক পাশে নোয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। হেলা2 [ hēlā2 ] বি. 1 অবজ্ঞা, ঘৃণা, অশ্রদ্ধা; 2 অক্লেশ, অবলীলা ('হেলায় লঙ্কা করিল জয়': দ্বিজেন্দ্র)। [সং. √ হেড়্ + অ + আ]। হেলন2 বি. অবহেলা করা; অবজ্ঞা। ~ফেলা বি. তুচ্ছ-তাচ্ছিল্য ('করিস নে আর হেলাফেলা')। 2nd person intimate present imperative tense of হেলানো: হেলা1 [ hēlā1 ] ক্রি. ঝোঁকা, নড়া, একপাশে নত হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [তু. হি. √ হিল্না]। হেলন1 বি. হেলে পড়া; হেলে থাকা অবস্থ়া। ~ (উচ্চা. হ্যালান্) বি. হেলে অবস্থ়ান; ঠেসান (হেলান দেওয়া)। ~নো ক্রি. ঝোঁকানো; এক পাশে নোয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
Off by 4 letters:
অহে definitions

Samsad Bangla Abhidhan
অহে [ ahē ] অব্য. (বর্ত. অপ্র.) সম্বোধনসূচক শব্দ। তু. ওহে।
আহা definitions

Bangla-Tangla Dictionary
আহা [interjection] expression of sympathy, admiration
Samsad Bengali-English Dictionary
আহা [ āhā ] int expressing sorrow, bereavement, sympathy etc,; alas, ha, ah, oh. ~মরি int. expressing: praise or ridicule. ☐ a. (chiefly dero. or facet.) astonishing, wonderful.
Samsad Bangla Abhidhan
আহা [ āhā ] অব্য দুঃখ শোক সহানুভূতি প্রভৃতি প্রকাশক শব্দ। আহা মরি প্রশংসাসূচক বা বিদ্রূপসূচক ধ্বনি।
ইহা definitions

Bangla-Tangla Dictionary
ইহা [sadhu form of এ]
Samsad Bengali-English Dictionary
ইহা [ ihā ] pro this (thing or animal); it. ইহারা pro. pl. these, they. ইহার pro. a. its. ইহাদের pro. a. pl. their, theirs.
Samsad Bangla Abhidhan
ইহা [ ihā ] সর্ব. (সাধু রূপ) এই বস্তু। [তু. ওড়ি. এহা; তু. ই-হ (< ইদম্ হ)।
ঈহা definitions

Samsad Bengali-English Dictionary
ঈহা [ īhā ] n effort, attempt, endeavour; desire.
Samsad Bangla Abhidhan
ঈহা [ īhā ] বি. 1 ইচ্ছা; 2 চেষ্টা (অনীহা). [সং. √ ঈহ্ + অ + আ]। ঈহিত বিণ. 1 ঈপ্সিত, বাঞ্ছিত; 2 চেষ্টিত।
উহা definitions

Samsad Bengali-English Dictionary
উহা [ uhā ] pro that (person or thing); it. উহার a. its. উহারা pro. pl. they. উহাদের a. their, theirs.
Samsad Bangla Abhidhan
উহা, (অপ্র.) উহ [ uhā, (apra.) uha ] সর্ব. ওই বা সেই ব্যক্তি প্রাণী বস্তু বা বিষয়; তা। [সং. অদস্]।
ওহে definitions

Samsad Bengali-English Dictionary
ওহে [ ōhē ] int used in addressing or apostro phizing, hullo, hey.
Samsad Bangla Abhidhan
ওহে [ ōhē ] অব্য. আহ্বানধ্বনি, সম্বোধনসূচক ধ্বনি (ওহে রাম, এদিকে এসো)। [সং. অহে]।
কহা definitions

Bangla-Tangla Dictionary
shadhu verbal noun of কওয়া: কওয়া – to speak
Samsad Bengali-English Dictionary
কহা [ kahā ] v to say, to tell; to utter; to speak; to narrate; to relate. ~নো v. to make one say or tell or utter or speak or narrate or relate. ~য়সি v. imper. make one say or tell.
Samsad Bangla Abhidhan
কই3 [ ki3 ] ক্রি. কহি -র কথ্যরূপ ('কইতে কথা বাধে': রবীন্দ্র)। ~য়ে বিণ. খুব কথা বলতে পারে এমন, বাক্পটু (বেশ কইয়ে লোক)। কইয়ে-বলিয়ে বিণ বাক্পটু ও চৌকস। [কহা দ্র]। কহা [ kahā ] ক্রি. বলা। ☐ বি. কথন। ☐বিণ. কথিত, উক্ত। [বাং. √ কহ্ + আ]। ~নো ক্রি. বলানো। ~য়সি ক্রি.(ব্রজ.) বলাও ('তুঁহু জগনাথ জগতে কহায়সি')।
কহে definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary present simple tense of কওয়া: কওয়া – to speak
দহা definitions

Samsad Bengali-English Dictionary
দহা [ dahā ] v to burn or be burned; to scorch or be scorched; to inflame or be inflamed; (fig.) to afflict or be afflicted.
Samsad Bangla Abhidhan
দহা [ dahā ] ক্রি. দগ্ধ করা বা হওয়া, পোড়া বা পোড়ানো। [সং. √ দহ্ + বাং. আ]।
নহা definitions

Bangla-Tangla Dictionary
নহা[verb] [sadhu] not

shadhu verbal noun of নহা:
নহা [verb] [sadhu] not

Samsad Bengali-English Dictionary
নয়3 [ naẏa3 ] v pop. form of নহে (see নহা). ☐ n. not-being, no, impossibility (নয়কে হয় করা). ☐ con. or, nor, else, otherwise. নয়কো v. is not, are not. নয়তো con. or, else, otherwise. ☐ int. meaning: certainly not, of course not (আমি নয়তো). shadhu verbal noun of নহা: নয়3 [ naẏa3 ] v pop. form of নহে (see নহা). ☐ n. not-being, no, impossibility (নয়কে হয় করা). ☐ con. or, nor, else, otherwise. নয়কো v. is not, are not. নয়তো con. or, else, otherwise. ☐ int. meaning: certainly not, of course not (আমি নয়তো).
Samsad Bangla Abhidhan
নই1 [ ni1 ] ক্রি. নহি (আমি দুর্বল নই)। [নহা দ্র]। নও [ nō ] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]। নয়2 [ naẏa2 ] ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। ☐ বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। ☐ অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। ~কো ক্রি. হয় না, নহে। ~তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। ☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)। নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)। shadhu verbal noun of নহা: নই1 [ ni1 ] ক্রি. নহি (আমি দুর্বল নই)। [নহা দ্র]। shadhu verbal noun of নহা: নও [ nō ] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]। shadhu verbal noun of নহা: নয়2 [ naẏa2 ] ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। ☐ বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। ☐ অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। ~কো ক্রি. হয় না, নহে। ~তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। ☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)। shadhu verbal noun of নহা: নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।
নহে definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary present simple tense of নহা: নহা [verb] [sadhu] not
Samsad Bengali-English Dictionary
নয়3 [ naẏa3 ] v pop. form of নহে (see নহা). ☐ n. not-being, no, impossibility (নয়কে হয় করা). ☐ con. or, nor, else, otherwise. নয়কো v. is not, are not. নয়তো con. or, else, otherwise. ☐ int. meaning: certainly not, of course not (আমি নয়তো). shadhu 3rd person ordinary present simple tense of নহা: নয়3 [ naẏa3 ] v pop. form of নহে (see নহা). ☐ n. not-being, no, impossibility (নয়কে হয় করা). ☐ con. or, nor, else, otherwise. নয়কো v. is not, are not. নয়তো con. or, else, otherwise. ☐ int. meaning: certainly not, of course not (আমি নয়তো).
Samsad Bangla Abhidhan
নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)। shadhu 3rd person ordinary present simple tense of নহা: নই1 [ ni1 ] ক্রি. নহি (আমি দুর্বল নই)। [নহা দ্র]। shadhu 3rd person ordinary present simple tense of নহা: নও [ nō ] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]। shadhu 3rd person ordinary present simple tense of নহা: নয়2 [ naẏa2 ] ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। ☐ বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। ☐ অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। ~কো ক্রি. হয় না, নহে। ~তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। ☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)। shadhu 3rd person ordinary present simple tense of নহা: নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।

Processing time: 0.72 s