Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 2 letters:
হুইল definitions
Samsad Bengali-English Dictionary
হুইল [ huila ] n a wheel; a fishing-rod having a wheel fixed to it for ravelling thread in and out.
Samsad Bangla Abhidhan
হুইল [ huila ] বি. মাছ-ধরা ছিপের মতো গুটানোর চক্র; উক্ত চক্রযুক্ত ছিপ (হুইলে মাছ ধরা)। [ইং. wheel]।
Off by 3 letters:
শিল definitions
Samsad Bengali-English Dictionary
শিল [ śila ] n a stone slab or flat mortar for grinding spices (শিলনোড়া); hailstone, hail; a flat stone for sharpening tools, (cp.) a grindstone. ~নোড়াn. the mortar and the pestle. শিল পড়াv. to hail. শিল পড়ছে it hails.
shadhu 3rd person ordinary past simple tense of হওয়া:হওয়া – to become, to happen
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of হওয়া:বিস্ফোরণ [ bisphōraṇa ] n explosion. বিস্ফোরণ ঘটা বা হওয়াv. to explode.shadhu 3rd person ordinary past simple tense of হওয়া:হওয়া [ hōẏā ] n being; happening, occurrence; birth; growth; production; collection, formation; accomplishment; performance; procurement; rendering; be coming; setting in; sufficing; the state of being in particular relation with; act of becoming one's own or one's property; fitting. ☐ v. to be; to come into existence, to be created; to happen, to occur, to take place (যুদ্ধ হওয়া); to be born; to grow (ধান হওয়া); to be produced or manufactured; to gather or collect; to form; to be earned or gained; to be acquired (তার টাকা হয়েছে = he has made money); to advance (বেলা হওয়া); to increase, to grow, to add to; to be finished or accomplished or performed; to be procured or obtained; to be rendered or turned into, to be reduced to; to become (রাজা হওয়া); to arrive (সময় হওয়া); to set in (সন্ধ্যা হওয়া); to extend over, to cover (দুদিন হল সে গেছে = it is two days since he went); to be seized or attacked with (ভয় বা জ্বর হওয়া); to fall বৃষ্টি হওয়া ; to be sufficient or ad equate for, to suffice (এ টাকাতেই হবে); to bear a particular relation to (সে আমার কুটুম হয় = he is my relation); to become one's own or one's property (জমিটা তার হল); to fit (জামাটা গায়ে হবে না); to be likely to happen (তা হবে = it may be so, it may happen so). ☐ a. completed, finished; done; performed (হওয়া কাজ). হয়ে আসাv. to drop in temporarily (আসার পথে বাজারটা হয়ে এসো); to be about to terminate or end, to come near the close; to be in the last gasp, to be dying (তার হয়ে এসেছে).shadhu 3rd person ordinary past simple tense of হওয়া:হয়2 [ haẏa2 ] v the form of হওয়া in the present tense and third person. হয়কে নয় করা (fig.) to disprove what is true, to undo or unsettle a settled fact. হয়-হয়a. impending, imminent.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past simple tense of হওয়া:হওয়া [ hōẏā ] ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উৎপন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্থাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্থিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [< সং. √ ভূ বা √ অস্]।shadhu 3rd person ordinary past simple tense of হওয়া:হয়1 [ haẏa1 ] ক্রি. হওয়া -র নিত্যবর্তমানে প্রথম পুরুষের রূপ। অব্য. (সমু.) বিকল্পসূচক (হয় তুমি নয় সে)। হয়কে নয় করা যা ঘটে তা ঘটে না বলে প্রমাণ করা, সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করা। ~তো ক্রি-বিণ. সম্ভবত। হয়-হয় বিণ. একান্ত আসন্ন (বৃষ্টি হয়হয় অবস্থা)।shadhu 3rd person ordinary past simple tense of হওয়া:হয়ে [ haẏē ] অব্য. ক্রি-বিণ. 1 পক্ষ সমর্থন করে (তার হয়ে কথা বলার কেউ নেই); 2 প্রতিনিধিস্বরূপ (বাপের হয়ে ছেলেই অতিথিকে অভ্যর্থনা করল); 3 ক্রমশ ঘটা (অন্ধকার হয়ে এল); 4 পথে কোনো স্থান অতিক্রম করে বা কিছু সময় সেখানে কাটিয়ে, ঘুরে (শিয়ালদহ হয়ে শ্যামবাজারে যাওয়া, আসবার সময় বাজারটা হয়ে এসো)। [হওয়া দ্র]। হয়ে পড়া ক্রি. বি. অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি হওয়া (অজ্ঞান হয়ে পড়া, গরিব হয়ে পড়েছে)।
হুল definitions
Samsad Bengali-English Dictionary
হুল [ hula ] n an antenna, a sting. হুল ফোটানো, হুল বেঁধানোv. to sting.
হুশ, হুশিয়ার [ huśa, huśiẏāra ] যথাক্রমে হুঁশ ও হুঁশিয়ার -এর রূপভেদ।হুস, হুশ [ husa, huśa ] বি. সহসা উড়ে যাওয়ার ভাব; চিমনি নল ইত্যাদি থেকে জল বা ধোঁয়া বার হবার বা বাষ্পযানাদির দ্রুত ছোটার শব্দ।
Off by 4 letters:
কহিল definitions
Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of কওয়া:কওয়া – to speak
কুশল definitions
Samsad Bengali-English Dictionary
কুশল1 [ kuśala1 ] n well-being, weal. ☐ a. being well, in weal. কুশলীa. being well, in weal. কুশল জিজ্ঞাসা, কুশল প্রশ্নn. inquiries about well-being or weal; cordial greeting; good wishes. কুশল হোক may you be in weal, may peace and happiness be with you.কুশল2 [ kuśala2 ] a expert, skilled, proficient, dexterous. adroit. ~তাn. expertness, skill, skilfulness, proficiency, dexterity, adroitness. কুশলী inc. var. of কুশল2 ।
3rd person ordinary past continuous tense of চোয়া:চোয়া – [verb]
চুইল definitions
Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of চোয়া:চোয়া – [verb]
টুইল definitions
Samsad Bengali-English Dictionary
টুইল [ ṭuila ] n twill.
Samsad Bangla Abhidhan
টুইল [ ṭuila ] বি. পশমের কাপড়বিশেষ। [ইং. twill]।
দুইছিল definitions
Bangla-Tangla Dictionary
3rd person ordinary past continuous tense of দোয়া:দোয়া – to milk
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past continuous tense of দোয়া:দোয়া1 [ dōẏā1 ] v to milk (as a cow); (fig.) to ex tort (money etc.) from (a person). ~নোv. to cause to milk; to milk.
দুইল definitions
Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of দোয়া:দোয়া – to milk
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of দোয়া:দোয়া1 [ dōẏā1 ] v to milk (as a cow); (fig.) to ex tort (money etc.) from (a person). ~নোv. to cause to milk; to milk.
ধুইল definitions
Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of ধোয়া:ধোয়া – to wash
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of ধোয়া:ধোয়া [ dhōẏā ] v to wash; to cleanse or scrub or scour with water; to wash and bleach; (of rivers) to inundate. ☐ a. washed; cleansed or scrubbed or scoured with water; washed and bleached. ধোয়ানিn. water or other liquids with which something has been washed; alluvial deposit; dregs. ধোয়ানোv. to cause to wash; to cause to cleanse or scrub or scour with water; to cause to wash and bleach. ধোয়া-পাকলাn. act of washing and scrubbing or scouring.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past simple tense of ধোয়া:ধোয়া, ধুয়া [ dhōẏā, dhuẏā ] ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]। ~নি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়। ~নো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)।
নহিল definitions
Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of নহা:নহা – [verb][sadhu] not
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of নহা:নয়3 [ naẏa3 ] v pop. form of নহে (see নহা). ☐ n. not-being, no, impossibility (নয়কে হয় করা). ☐ con. or, nor, else, otherwise. নয়কোv. is not, are not. নয়তোcon. or, else, otherwise. ☐ int. meaning: certainly not, of course not (আমি নয়তো).
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past simple tense of নহা:নই1 [ ni1 ] ক্রি. নহি (আমি দুর্বল নই)। [নহা দ্র]।shadhu 3rd person ordinary past simple tense of নহা:নও [ nō ] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]।shadhu 3rd person ordinary past simple tense of নহা:নয়2 [ naẏa2 ] ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। ☐ বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। ☐ অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। ~কো ক্রি. হয় না, নহে। ~তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। ☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)।shadhu 3rd person ordinary past simple tense of নহা:নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।
পহিল definitions
Samsad Bengali-English Dictionary
পহিল [ pahila ] a (obs. & poet.) first; early; young. ~হিadv. at first.
shadhu 3rd person ordinary past simple tense of বওয়া:বওয়া – to flow, to carry
বহুল definitions
Bangla-Tangla Dictionary
বহুল – many
Samsad Bengali-English Dictionary
বহুল [ bahula ] a much, profuse, abundant, plentiful. ~পরিমাণেadv. in a great or large measure, profusely. ~তা, ~ত্বn. muchness, profusion, abundance. plenty. বহুলীকরণn. multiplication. বহুলীকৃতa. multiplied.
Samsad Bangla Abhidhan
বহুল2 [ bahula2 ] বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো। ☐ বি. 1 কৃষ্ণবর্ণ; 2 কৃষ্ণপক্ষ। [সং. বহু + √ লা + অ]। বহুলা বি. (স্ত্রী.) 1 গাভি; 2 কৃত্তিকা নক্ষত্র; 3 তামসী অর্থাৎ অন্ধকার রাত্রি।বিপদ, (অপ্র.) বিপৎ (বিপদ্) [ bipada, (apra.) bipat (bipad) ] বি. 1 সংকট, বিপত্তি, আপদ; 2 ঝঞ্ঝাট, ঝামেলা (এ কী উটকো বিপদ?); 3 দুর্ঘটনা, দুর্দৈব; 4 দুরবস্থা (বিপদের দিনে কারও সাহায্য পায়নি)। [সং. বি + √ পদ্ + ক্বিপ্]। বিপৎ-কাল বি. বিপজ্জনক সময়, বিপদের সময়। বিপৎ-পাত বি. বিপদ ঘটা (বিপৎপাতের সম্ভাবনা)। বিপদ্-গর্ভ, বিপদ-গর্ভ বিণ. বিপজ্জনক, বিপদের সম্ভাবনাযুক্ত। বিপদ্-গ্রস্ত, বিপদ-গ্রস্ত বিণ. বিপদে পতিত, বিপন্ন। বিপদ-চিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন। বহুল বিণ. বিপৎপূর্ণ। বিপদভঞ্জন বি. বিণ. বিপদ দুরকারী। বিপদ-রেখা, বিপৎ-সীমা বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level. বিপদ্-মুক্তি বি. বিপদের আশঙ্কা থেকে মুক্তি। ~সংকুল বিণ. বিপজ্জনক, সংকটজনক। বিপদ-সংকেত বি. বিপদের সম্পর্কে সতর্ক করার জন্য সংকেত, danger signal, siren. বিপদাপদ বি. নানাপ্রকার বিপদ বা বিঘ্ন। বিপদাপন্ন বিণ. বিপন্ন। বিপদুদ্ধার বি. বিপদ থেকে নিষ্কৃতি, বিপদমুক্তি। বিপদ্দশা বি. বিপন্ন অবস্থা।
বহুশ definitions
Samsad Bengali-English Dictionary
বহু3 [ bahu3 ] a many, numerous; much, manifold, diverse; profuse, abundant; long; more than one, poly-, multi-. ~কষ্টেadv. with great difficulty. ~কালn. a long time. বহুকাল ধরে for a long time. for long. বহুকাল পরে after a long time. বহু কাল পূর্বে long ago. ~কালব্যাপীa. long continued or long-lasting; very old. ~কেলেa. very old, antique. ~কেশরa. (bot.) polyandrous. ~কোষ্ঠa. (bot.) multilocular. ~ক্ষণn. a long while, a long time. ~গর্ভপত্রীa. (bot.) polycarpellary. ~গুচ্ছa. (bot.) polyadelphous. ~গুণa. multiplied many times; many times over; many more, much more. ~জাতিকa. multinational. ~জ্ঞa. polymathic, having varied or vast experience. বহুজ্ঞ ব্যক্তি a polymath; a man of varied or vast experience. ~তরa. many more; too many; too much; diverse, various; manifold; many, numerous; much, pro fuse. ~তলa. multi-storeyed. ~তলকn. (geom.) a polyhedron. ~তা same as বহুত্ব । ~ত্বn. numerousness; muchness; profusion, abundance; excessiveness; diversity. ~ত্রadv. at or in many or diverse places. ~দর্শিতাn. varied or wide or vast experience. ~দর্শীa. having seen much; having varied experience or vast experience. fem. ~দর্শিনী । ~দূরa. very far, far-away, far-off, distant. ☐ adv. very far, far off, far away, at a great distance. ☐ n. a great distance, a far cry. ~দূরবর্তীa. far-off, remote. ~ধাadv. in many and diverse modes or methods or ways or directions or parts; diversely; many times. ~পতিত্বn. polyan dry. ~পত্মীকa. having many wives, ploygamous. ~পদa. (alg.) polynomial; (zoo.) polypod. পদ প্রাণী a ploypod, a multiped. ~বহুপার্শ্বীয়a. (bot.) multipa rous; multilateral. ~প্রসবিনীa. fem. bearing many children; prolific; fertile. প্রান্তীয় a. parietal. ~ফলকপত্রn. (bot.) a compound leaf. ~বচন see বচন । ~বর্ষজীবীa. (bot.) perennial; (of man) long-lived. ~বল্লভn. one beloved of many women; Krishna. (কৃষ্ণ). fem. ~বল্লভা a woman beloved of many men; a flirt; a prostitute. ~বিধa. of many and diverse sorts. ~বিবাহ polygamy. ~বিবাহকারীa. polygamous. ☐ n. a polygamist. ~বিবাহকারিণীa. polyandrous. ☐ n. a polyandrist. ~বিস্তীর্নa. spread over a wide or large area, far-flung. ~বীজপত্রী (bot.) a. polycotyledon. ~ব্যয়সাধ্যa. very expensive or costly. ~ব্যয়েadv. at a great cost or expense. ~ব্রীহিn. (gr.) mode of forming compound words (a compound word formed by this mode gives a meaning which neither of the constituent words implies). ~ভর্তৃকa. having many husbands. ~ভাগ, ~ভাগ্য , a. very fortunate. ☐ n. a great fortune. ~ভাষিতাn. speaking many languages; garrulity, talkativeness. ~ভাষীa. speaking many languages, polyglottic; garrulous, talkative. বহুভাষী ব্যক্তি a polyglot; a garrulous or talkative person. ~ভুজa. (geom.) polygonal; (bio.) polypous. ☐ n. a polygon; a polyp. ~ভুজক্ষেত্রn. (geom.) a polygon. ~ভ্রূণবীজতাn. (bot.) polyembryony. ~ভ্রূণবীজীa. (bot.) polyembryonic. ~মতa. highly esteemed; greatly honoured. ~মানn. high esteem; great honour. ~মানাস্পদa. highly esteemed or revered. ~মুখa. multifaced; multifarious; multiplex (বহুমুখ টেলিগ্রাফ); (of a school or co-operative society) multipurpose. fem. ~মুখী । ~মূত্রn. diabetes. ~মূত্রগতa.diabetic. ~মূত্রপীড়িতa. diabetic. ~মূর্তিa. multiform. মূল্য a.very costly; very precious. ~যৌগিকa. (bot.) decompound. ~রাশিকn. (arith.) the double rule of three. ~রূপ1a. diverse. multifarious. ~রূপ2, বহুরূপীa. assuming different forms; polymorphic, multi form. ☐ n. the chameleon; an itinerant showman who amuses people by assuming various forms. fem. a. ~রূপিনী । ~রূপতাa. polymorphism. ~শadv. many times, many a time and oft; in a great measure, to a great extent. ~শাখa. having many branches. ~শাস্ত্রজ্ঞa. polymathic. ~বহুশাস্ত্রজ্ঞ ব্যক্তি a polymath. ~শিরালa. (bot.) multicostate. ~শ্রুতa. profoundly or vastly learned, erudite, well-versed in many disciplines. ~স্বামিকa. having to serve many masters; having many owners.
Samsad Bangla Abhidhan
বহু3 [ bahu3 ] বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)। [সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]। ~কাল বি. দীর্ঘকাল; বহু বছর। ~জাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্থা)। ~জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ। ~ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)। ~তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)। ~তা, ~ত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য। ~ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে। ~দর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ। বি. ~দর্শিতা। স্ত্রী. ~দর্শিনী। ~দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। ☐ বিণ. 1 অনেক দূরে অবস্থিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)। ~ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)। ~পত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট। ~প্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে। ~প্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী। ~বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ। ~বর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। ☐ বি. নানা রং। ~বল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. ~বল্লভা। ~বার ক্রি-বিণ. অনেকবার, বারবার। ~বিচিত্র বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)। ~বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)। ~বিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy. ~বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞ র অনুরূপ। ~ব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ। ~ভাগ, ~ভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। ☐ বি. অতিশয় প্রসন্ন ভাগ্য। ~ভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন। ~ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon. ~মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত। ~মান বি. অতিশয় সমাদর। ~মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. ~মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)। ~মুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes. ~মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। ~রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। ☐ বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)। বি. ~তা। ~রূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী। ☐ বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি। ~শ (-শস্) ক্রি বিণ. অনেকবার। ~শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)। ~শ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত। ~স্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন। ~স্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন।