হাসি definitions

Bangla-Tangla Dictionary
হাসি – laughter

1st person present simple tense of হাসা:
হাসা – to laugh, to smile

1st person present imperative tense of হাসা:
হাসা – to laugh, to smile

Samsad Bengali-English Dictionary
হাসি [ hāsi ] n a laugh; laughter; a smile; ridicule or derison; (fig.) brightness (চাঁদের হাসি). হাসি পাওয়া v. to feel inclined to smile; to feel inclined to smile a derisive smile, to feel inclined to laugh in one's sleeves. হাসির পাত্র an object or butt of ridicule or derision, a laughing-stock. হাসির ব্যাপার a ridiculous or ludicrous affair. ~কান্না n. smiles and tears; tearful smiles; tears of joy; joy and sorrow mixed together; alternate joy and sorrow. ~খুশি n. gaiety, liveliness, jollity, vivacity. ☐ a. gay, lively, jolly, cheerful, vivacious. ~ঠাট্টা, ~তামাশা n. banter, badinage. হাসিঠাট্টা করা, হাসিতামাশা করা v. to enjoy a light and lively chat; to poke fun at, to make fun of, to pull one's leg. ~মুখ n. a smiling face. ~মুখে adv. with a smiling face; happily, gladly; ungrudgingly; willingly. হাসির খোরাক an object of ridicule, a laughing stock. হাসির গল্প n. a funny tale, a comic story, a humorous story. ~হাসি a. smiling; bright; charming; pleasant. হাস্য [ hāsya ] n a laugh; laughter; a smile. ~কর, ~জনক a. laughable, ridiculous; ludicrous, comical; farcial; humorous. ~কৌতুক, ~পরিহাস n. wit and fun; pleasantry; buffoonery; banter, badinage; humour. ~ময় a. smiling; pleasant; happy. fem. ~ময়ী । ~মুখ same as হাসিমুখ । ~রঞ্জিত a. brightened with smile, beaming. ~রস n. (rhet.) the sentiment of mirth, the comic. ~রসাত্মক a. comical; humorous. ~রসাত্মক নাটক a farce; a comedy. ~রসাভিনেতা n. a comic actor, a comique. ~রসিক a. witty; jocose; humorous. ☐ n. a witty or jocose person, a wit; a buffoon; a writer of comic stories, plays etc.; a humorist; a comic actor or singer, a comique. হাস্যসংবরণ করা v. to suppress or check laughter; to restrain the impulse to laugh. হাস্যাস্পদ same as হাসির পাত্র (see হাসি). হাস্যোজ্জ্বল a. brightened with smile, lit up with smile. হাস্যোদ্দীপক, হাস্যোদ্রেককর same as হাস্যকর । 1st person present simple tense of হাসা: হাসা [ hāsā ] v to laugh; to smile; (fig.) to be illuminated, to brighten up (চন্দ্রলোকে নগরী হাসছে); to taunt, to ridicule, to deride (লোক হাসছে). হাসানো v. to make one laugh or smile; to cause to ridicule or deride; to be an object or butt of ridicule or derision (লোক হাসানো). হাসাহাসি করা v. to laugh over; to ridicule or deride; to continue to laugh; to upset the calmness of; to laugh together derisively. হেসে উড়ানো, হেসে উড়িয়ে দেওয়া v. to laugh away, to laugh, to scorn. হেসে খেলে adv. in an easy manner, in a happy-go-lucky manner; playfully. হেসে হেসে adv. smilingly. 1st person present imperative tense of হাসা: হাসা [ hāsā ] v to laugh; to smile; (fig.) to be illuminated, to brighten up (চন্দ্রলোকে নগরী হাসছে); to taunt, to ridicule, to deride (লোক হাসছে). হাসানো v. to make one laugh or smile; to cause to ridicule or deride; to be an object or butt of ridicule or derision (লোক হাসানো). হাসাহাসি করা v. to laugh over; to ridicule or deride; to continue to laugh; to upset the calmness of; to laugh together derisively. হেসে উড়ানো, হেসে উড়িয়ে দেওয়া v. to laugh away, to laugh, to scorn. হেসে খেলে adv. in an easy manner, in a happy-go-lucky manner; playfully. হেসে হেসে adv. smilingly.
Samsad Bangla Abhidhan
হাসি [ hāsi ] বি. 1 দুই ঠোঁট প্রসারিত করে এবং কখনো কখনো দাঁত বার করে খুশির প্রকাশ, হাস্য; 2 উপহাস (হাসির পাত্র)। [সং. হাস + বাং. ই (স্বার্থে)]। ~কান্না বি. হাস্য ও ক্রন্দন; হাসি ও কান্নার মিশ্রিত ভাব। ~খুশি বিণ. হাসিতে ও আনন্দে পূর্ণ। ~ঠাট্টা, ~তামাশা বি. সরস উপহাস, রঙ্গরসিকতা; হাসি-টিঁটকারি। ~মুখ বি. সহাস্য বদন, হাসিপূর্ণ মুখ। হাসি-হাসি বিণ. হাসির ভাবযুক্ত, প্রফুল্ল। 1st person present simple tense of হাসা: হাসা [ hāsā ] ক্রি. ঠোঁট ফাঁক ও প্রসারিত করে এবং কখনো-কখনো মুখে শব্দ করে খুশি আনন্দ বা কৌতুক প্রকাশ করা, হাস্য করা। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ হস্]। ~নো ক্রি. হাস্য করানো। ☐ বি. উক্ত অর্থে। ~হাসি বি. পরস্পর কৌতুকপূর্ণ হাসি ও টিটকারি। হেসে কুটিকুটি (কুটিপাটি) হওয়া হাসতে হাসতে আত্মহারা হওয়া। 1st person present imperative tense of হাসা: হাসা [ hāsā ] ক্রি. ঠোঁট ফাঁক ও প্রসারিত করে এবং কখনো-কখনো মুখে শব্দ করে খুশি আনন্দ বা কৌতুক প্রকাশ করা, হাস্য করা। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ হস্]। ~নো ক্রি. হাস্য করানো। ☐ বি. উক্ত অর্থে। ~হাসি বি. পরস্পর কৌতুকপূর্ণ হাসি ও টিটকারি। হেসে কুটিকুটি (কুটিপাটি) হওয়া হাসতে হাসতে আত্মহারা হওয়া।

Processing time: 0.47 s