হাসাহাসি definitions

Bangla-Tangla Dictionary
হাসাহাসি – (+ করা = to ridicule)
Samsad Bangla Abhidhan
হাসা [ hāsā ] ক্রি. ঠোঁট ফাঁক ও প্রসারিত করে এবং কখনো-কখনো মুখে শব্দ করে খুশি আনন্দ বা কৌতুক প্রকাশ করা, হাস্য করা। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ হস্]। ~নো ক্রি. হাস্য করানো। ☐ বি. উক্ত অর্থে। ~হাসি বি. পরস্পর কৌতুকপূর্ণ হাসি ও টিটকারি। হেসে কুটিকুটি (কুটিপাটি) হওয়া হাসতে হাসতে আত্মহারা হওয়া।

Processing time: 0.4 s