হারাইল definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of হারানো: হারানো – to defeat

shadhu 3rd person ordinary past simple tense of হারানো:
হারানো – to lose something (PAP + ফেলা = to lose actively), (PAP + যাওয়া = to lose passively)

Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of হারানো: হারানো [ hārānō ] v to defeat, to vanquish; to lose, to miss (টাকা হারানো, সুযোগ হারানো); to be lost or missing. ☐ a. lost, missing. ~প্রাপ্তি n. what has been lost and what has been found, lost and found. হারানো সূত্র a. missing link or clue. shadhu 3rd person ordinary past simple tense of হারানো: হারানো [ hārānō ] v to defeat, to vanquish; to lose, to miss (টাকা হারানো, সুযোগ হারানো); to be lost or missing. ☐ a. lost, missing. ~প্রাপ্তি n. what has been lost and what has been found, lost and found. হারানো সূত্র a. missing link or clue.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past simple tense of হারানো: হারা [ hārā ] ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। ~নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। ~হারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]। shadhu 3rd person ordinary past simple tense of হারানো: হারা [ hārā ] ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। ~নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। ~হারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]।

Processing time: 1.41 s