Off by 1 letter:
হাপর definitions

Samsad Bengali-English Dictionary
হাপর [ hāpara ] n a furnace (esp. of a smith), a forge; bellows, a blower.
Samsad Bangla Abhidhan
হাপর [ hāpara ] বি. (প্রধানত ধাতু গলাবার বা গরম করবার কাজে ব্যবহৃত) চুল্লিবিশেষ বা তাতে হাওয়া দেবার জন্য চামড়ার থলি, ভস্ত্রা (স্যাকরার হাপর)। [দেশি]।
Off by 2 letters:
পুর definitions

Bangla-Tangla Dictionary
পুর – municipal [prefix]

shadhu 2nd person ordinary present simple tense of পোরা:
পোরা – to put, to fill

shadhu 2nd person ordinary present imperative tense of পোরা:
পোরা – to put, to fill

Samsad Bengali-English Dictionary
পুর1 [ pura1 ] n relishing ingredients put into an article of food, stuffing. পুর2 [ pura2 ] n a house, a dwelling-house, an abode (নন্দপুর); a city, a town, a village (হস্তিনাপুর). ~দ্বার n. the gate of a city or a house. ~নারী n. fem. a woman usually keeping to the zenana; a housewife; a female member (esp. a married one) of a family. ~ন্দর n. a name of Indra (ইন্দ্র), the king of gods. ~ন্ধ্রী, ~ন্ধ্রি n. a house wife; a married woman having her husband and children living. ~বাসী a. inhabiting a town or a village; living in a family. ☐ n. a citizen, townsman, a villager; a member or inmate of a family. fem. ~বাসিনী ।~রক্ষক n. a warder or warden of a house; a city guard. ~ললনা n. same as পুরনারী । ~শাসক n. a presidency magistrate. ~স্ত্রী same as পুরনারী । shadhu 2nd person ordinary present simple tense of পোরা: পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে). shadhu 2nd person ordinary present imperative tense of পোরা: পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে).
Samsad Bangla Abhidhan
পুর1 [ pura1 ] বি. যা পিঠে মিষ্টান্ন ইত্যাদির ভিতরে পোরা হয় (ক্ষীরের পুর, নারকেলের পুর). [পুরা2 দ্র]। পুর2 [ pura2 ] বি. 1 গৃহ, আলয়, ভবন (নন্দপুর); 2 নগর, শহর (হাস্তিনাপুর); 3 অন্তঃপুর (পুরনারী)। [সং. √ পৃ + অ]। ~দ্বার বি. নগরের বা গৃহের দ্বার। ~নারী, ~স্ত্রী বি. 1 অন্তঃপুরবাসিনী নারী; 2 কুলনারী। ~বাসী (-সিন্) বিণ. বি. নগরবাসী; গৃহস্থ। স্ত্রী. ~বাসিনী পুরদ্বার, পুরনারী [ puradbāra, puranārī ] দ্র পুর2 পূরবাসী [ pūrabāsī ] দ্র পুর2 পুরস্ত্রী [ purastrī ] দ্র পুর2 shadhu 2nd person ordinary present simple tense of পোরা: পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]। shadhu 2nd person ordinary present imperative tense of পোরা: পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]।
হাপরা definitions

Samsad Bangla Abhidhan
হাপরা [ hāparā ] ক্রি. হাপরানো। [ধ্বন্যা.]। ~নো ক্রি. তরল খাদ্য হাত দিয়ে তুলে সশব্দে খাওয়া। ☐ বি. উক্ত অর্থে।
হাপুস definitions

Samsad Bengali-English Dictionary
হাপুস1 [ hāpusa1 ] a streaming with tears (হাপুস নয়নে কাঁদা). হাপুস2 [ hāpusa2 ] int indicating: the sound of eating noisily. ~হুপুস int. indicating; quick repetition of the aforesaid sound.
Samsad Bangla Abhidhan
হাপুস1 [ hāpusa1 ] অব্য. হাপরানোর শব্দ (হাপুস-হুপুস করে খাওয়া)। [ধ্বন্যা.]। হাপুস2 [ hāpusa2 ] বিণ. বাষ্পাকুল, অশ্রুপূর্ণ (হাপুস নয়নে)। [< বাষ্প]।
হার definitions

Bangla-Tangla Dictionary
হার
1. defeat
2. necklace
3. rate (eg, interest)

2nd person ordinary present simple tense of হারা:
হারা – to be defeated

Samsad Bengali-English Dictionary
হার1 [ hāra1 ] n defeat. ~জিত n. defeat and victory. হার মানা, হার স্বীকার করা v. to acknowledge defeat. হার2 [ hāra2 ] n a necklace; a wreath; a string; (math.) division; (loos.) rate or proportion. পরিবর্তহার n. the rate of exchange. হারে adv. at the rate of. শতকরা হার rate per hundred, percentage. 2nd person ordinary present simple tense of হারা: হারা [ hārā ] v to be defeated; to lose (as in a game). ☐ a. (in comp.) having lost, deprived of, bereft of (গৃহহারা, সুখহারা), bereaved of, -less (মাতৃহারা = mother less).
Samsad Bangla Abhidhan
হার1 [ hāra1 ] বি. 1 কণ্ঠাভরণবিশেষ, যে গয়না গলায় ঝুলিয়ে পরতে হয়; 2 মালা; 3 (গণি.) হরণ, ভাগ; 4 (বাং.) দর, অনুপাত (শতকরা পাঁচ টাকা হারে)। [সং. হৃ + অ]। ~ বিণ. হরণকারী। ☐ বি. ভাজক, divisor. হারা-হারি বি. অনুপাত-অনুযায়ী ভাগবাঁটোয়ারা। ☐ বিণ. ক্রি-বিণ. গড়পড়তা বা অনুপাত-অনুযায়ী (হারাহারি ভাগ, হারাহারি ভাগ করা)। হার2 [ hāra2 ] বি. পরাজয়, পরাভব (হার-জিত, হার মানা)। [হারা দ্র]। ~কাত বি. খেলায় হারের দিক বা পরাজিত পক্ষ। হারাহারি1 [ hārāhāri1 ] দ্র হার1 2nd person ordinary present simple tense of হারা: হারা [ hārā ] ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। ~নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। ~হারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]।
Off by 3 letters:
আহার definitions

Samsad Bengali-English Dictionary
আহার [ āhāra ] n eating; food; a meal. আহার ও বাসস্থান food and lodging, bed and board. আহার করা v. to eat; to eat a meal, to dine. আহার দেওয়া v. to give food; to feed. ~দাতা n. one who gives food; a feeder; (fig.) a maintainer. fem. ~দাত্রী । আহারনিদ্রা ত্যাগ করা to give up eating and sleeping (when one is troubled with anxiety or misgiving). ~বিহার n. dinner or food and enjoyment. আহারান্ত n. termination of dinner or eating. আহারাভাব n. want of food; starvation; shortage or scarcity of food. আহারার্থ adv. for dining or eating. আহারার্থী a. seeking food or dinner. আহারী a. one who eats, eating; voracious.
Samsad Bangla Abhidhan
আহার [ āhāra ] বি. 1 খাদ্যগ্রহণ, ভোজন; 2 খাদ্য (আহার জোটানো); 3 আহরণ, সংগ্রহ। [সং. আ + √ হৃ + অ]। আহারবিহার বি. ভোজন ও ভ্রমণ; খাওয়াদাওয়া। আহারান্ত বি. আহারের বা ভোজনের শেষ। আহারার্থী (-র্থিন্) বিণ. বি. ভোজন করতে ইচ্ছুক, খেতে চায় এমন (ব্যক্তি)। আহারী (-রিন্) বিণ. 1 ভোজনকারী (মিতাহারী); 2 প্রচুর আহার করতে পারে এমন। আহারীয় বিণ. ভোজনের যোগ্য।
ইহার definitions

Samsad Bengali-English Dictionary
ইহা [ ihā ] pro this (thing or animal); it. ইহারা pro. pl. these, they. ইহার pro. a. its. ইহাদের pro. a. pl. their, theirs.
উহার definitions

Samsad Bengali-English Dictionary
উহা [ uhā ] pro that (person or thing); it. উহার a. its. উহারা pro. pl. they. উহাদের a. their, theirs.
কানপুর definitions

Bangla-Tangla Dictionary
কানপুর – Kanpur, a city in Uttar Pradesh [http://en.wikipedia.org/wiki/Kanpur]
ছাপর definitions

Samsad Bengali-English Dictionary
ছাপর [ chāpara ] n a covering, a roof, a thatch. ~খাট n. a bedstead fitted with rods for hanging a mosquito-net.
Samsad Bangla Abhidhan
ছাপর [ chāpara ] বি. আচ্ছাদন, ছাদ, খোলার চাল। [হি. ছপ্পর]। ~খাট বি. মশারি টাঙানোর চালযুক্ত খাট।
দাসপুর definitions

Bangla-Tangla Dictionary
দাসপুর – Daspur, a town in West Midnapur district [http://en.wikipedia.org/wiki/Daspur]
পর definitions

Bangla-Tangla Dictionary
পর – after, other

2nd person ordinary present simple tense of পরা:
পরা – to wear

Samsad Bengali-English Dictionary
-পর3 [ -para3 ] a used as a sfx. denoting: devoted to, observant of, -ish, -ous, -ly (স্বার্থপর, ন্যায়পর). পর4 [ para4 ] a another, other, different; unrelated, not one's relation or kindred (সে আমার পর নয়); supreme, chief, best, absolute (পরব্রক্ষ্ম). ☐ n. an enemy, a foe (পরন্তপ); a person who is not present on the spot, a third person (পরচর্চা); one who is not a kindred, a stranger পরভৃৎ ; God. ☐ adv. then, after (অতঃপর, পরবর্তী). পরের ধনে পোদ্দারি করা (fig.) to spend another's money as one's own; (fig.) a steward brags of the property he looks after as if it were his own. পরা2 [ parā2 ] fem of -পর3 and পর4 2nd person ordinary present simple tense of পরা: পরা4 [ parā4 ] v to put on, to wear (জামা পরা); to put, to paint (টিপ পরা, কাজল পরা); to tie ঘড়ি পরা . ☐ a. wearing, dressed in; bearing, painted with; having tied or fastened (to).
Samsad Bangla Abhidhan
পর3 [ para3 ] বিণ. 1 অন্য, ভিন্ন (পরনারী, পরপুরুষ); 2 অনাত্মীয় (পরগৃহে বাস, সে আমার পর নয়); 3 শ্রেষ্ঠ; প্রধান, পরম (পরব্রহ্ম, পরাকাষ্ঠা); 4 পরবর্তী (পরলোক)। ☐ বি. 1 শত্রু (পরন্তপ); 2 অন্য ব্যক্তি (পরচর্চা); 3 পরমাত্মা; 4 মুক্তি। ☐ ক্রি-বিণ. পরে অনন্তর (অতঃপর, তারপর কোথায় গেল?)। [পৃৃ + অ]। স্ত্রী. পরা (পরা1 দ্র)। পরের ঘর মেয়েদের শ্বশুরবাড়ি (সব মেয়েরই পরের ঘর করতে হয়)। পরের ধনে পোদ্দারি অন্য লোকের টাকাপয়সা রক্ষা করার দায়িত্ব নিয়ে নিজেই তার মালিকের মতো আচরণ করা। পরের মাথায় কাঁঠাল ভাঙা, পরের মাথায় হাত বুলানো ফাঁকি দিয়ে পরের টাকা বা জিনিসপত্র আত্মসাৎ করা। -পর4 [ -para4 ] বিণ. নিষ্ঠ, নিরত, আসক্ত (স্বার্থপর, নৃত্যপর)। [সং. √পৃৃ + অ]। স্ত্রী. -পরা (নৃত্যপরা, ধ্যানপরা)। পর-পর [ para-para ] ক্রি-বিণ. 1 উপর্যুপরি, উত্তোরোত্তর; 2 একটির পর একটি করে 3 ক্রমান্বয়ে 4 পাশাপাশি। [পর3 দ্র]। পরা1 [ parā1 ] দ্র পর4 2nd person ordinary present simple tense of পরা: পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
পুরছ definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present continuous tense of পোরা: পোরা – to put, to fill
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present continuous tense of পোরা: পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে).
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present continuous tense of পোরা: পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]।
পুরত definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past habitual tense of পোরা: পোরা – to put, to fill
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past habitual tense of পোরা: পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে).
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past habitual tense of পোরা: পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]।
পুরব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of পোরা: পোরা – to put, to fill
Samsad Bengali-English Dictionary
1st person future tense of পোরা: পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে).
Samsad Bangla Abhidhan
1st person future tense of পোরা: পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]।
পুরল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of পোরা: পোরা – to put, to fill
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of পোরা: পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে).
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past simple tense of পোরা: পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]।
পুরা definitions

Bangla-Tangla Dictionary
পুরা[variant of পুরো]; full, entire

2nd person intimate present imperative tense of পুরানো:
পুরানো[verb]

shadhu verbal noun of পোরা:
পোরা – to put, to fill

Samsad Bengali-English Dictionary
পুরা1 [ purā1 ] adv before, formerly, in the past, in ancient times. পুরা2 [ purā2 ] a (for.) entire, whole, complete, full; replete (পুরা কলসি). ☐ adv. full, fully (পুরা পাঁচ হাত); completely, thoroughly (পুরা জানা). পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে). 2nd person intimate present imperative tense of পুরানো: পুরানো2 [ purānō2 ] v to fulfil, to satisfy; to fill. shadhu verbal noun of পোরা: পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে).
Samsad Bangla Abhidhan
পুর1 [ pura1 ] বি. যা পিঠে মিষ্টান্ন ইত্যাদির ভিতরে পোরা হয় (ক্ষীরের পুর, নারকেলের পুর). [পুরা2 দ্র]। পুরন্ত [ puranta ] বিণ. 1 পরিপুষ্ট, নিটোল (পুরন্ত শরীর); 2 সম্পূর্ণ বা পূর্ণ, ভরতি হয়েছে এমন। [পুরা2 দ্র]। পুরা1 [ purā1 ] অব্য. পূর্বে, পূর্বকালে। [সং. পূর্ব]। পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]। পুরা3 [ purā3 ] (সাধু.) বিণ. 1 পরিপূর্ণ (পুরা কলসি); 2 সম্পূর্ণ, অখণ্ড (পুরা বাড়িটাই চাই)। ☐ বিণ. পূর্ণভাবে, পুরোপুরি। [সং. পূর্ণ]। পুরানো2 [ purānō2 ] ক্রি. বি. পূর্ণ করা, মিটানো (সাধ পুরানো, অভাব পুরানো)। [পুরা2 দ্র]। পুরো [ purō ] বিণ. ক্রি-বিণ. পুরা3 -এর কথ্য রূপ। পুরো-পুরি [ purō-puri ] বিণ. সম্পূর্ণ (পুরোপুরি সাহেব)। ☐ বিণ-বিণ. ক্রি-বিণ. একেবারে (পাওনা পুরোপুরি মিটিয়ে দেওয়া হয়েছে)। [পুরা3 দ্র]। পূরা [ pūrā ] ক্রি. (সাধু) 1 পূর্ণ করা ('পূরায় কত সাধ': রবীন্দ্র; পেট পুরে খাওয়া); 2 পূর্ণ হওয়া ('আসা না পূরিল': রা. প্র.)। ☐ বিণ. সম্পূর্ণ (পূরা অধিকার, পূরা সময়ের কাজ)। [সং. √ পূর্ + অ=পূর + বাং. আ]। দ্র পুরা3 2nd person intimate present imperative tense of পুরানো: পুরানো2 [ purānō2 ] ক্রি. বি. পূর্ণ করা, মিটানো (সাধ পুরানো, অভাব পুরানো)। [পুরা2 দ্র]। shadhu verbal noun of পোরা: পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]।
পুরি definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of পোরা: পোরা – to put, to fill

1st person present imperative tense of পোরা:
পোরা – to put, to fill

Samsad Bengali-English Dictionary
পুরি [ puri ] n a kind of small and thin saucer shaped brown bread fried in clarified butter. 1st person present simple tense of পোরা: পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে). 1st person present imperative tense of পোরা: পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে).
Samsad Bangla Abhidhan
পুরি [ puri ] বি. ময়দা বা আটার তৈরি লুচিজাতীয় খাবার। [সং. পুরিকা]। 1st person present simple tense of পোরা: পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]। 1st person present imperative tense of পোরা: পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]।
পুরী definitions

Bangla-Tangla Dictionary
পুরী – Puri, a coastal city in Orissa
Samsad Bengali-English Dictionary
পুরী2 [ purī2 ] n a house, a palace, a residence (রাজপুরী, ইন্দ্রপুরী); a city; a title of certain ascetics (ঈশ্বরপুরী).
Samsad Bangla Abhidhan
পুরী [ purī ] বি. 1 ভবন, গৃহ, আলয় (রাজপুরী); 2 নগরী; 3 ওড়িশার সমুদ্রতীরস্থ জগন্নাথক্ষেত্র (পুরীধাম); 4 সন্ন্যাসীদের উপাধিবিশেষ (ঈশ্বরপুরী)। [সং. পুর2 + ঈ]।
পুরু definitions

Samsad Bengali-English Dictionary
পুরু [ puru ] a thick; fat; having a specific number of folds (সাতপুরু কাপড়).
Samsad Bangla Abhidhan
পুরু [ puru ] বিণ. 1 মোটা, স্থূল (পুরু চামড়া); 2 ভাঁজ বা পরতবিশিষ্ট (সাতপুরু)। [দেশি]।

Processing time: 1.9 s