হাঁফ definitions

Bangla-Tangla Dictionary
হাঁফ – (+ ধরা = to get out of breath) (+ ছাড়া = to exhale in relief)
Samsad Bengali-English Dictionary
হাঁপ, হাঁফ [ hām̐pa, hām̐pha ] n laboured breathing; panting; asthmatic spasm. হাঁপ ওঠা same as হাঁপ ধরা । হাঁপ ছাড়া v. to expel a deep breath; (fig.) to breathe freely. হাঁপ ছাড়ার অবকাশ breathing-time, breathing-space, re spite; a breather. হাঁপ ধরা v. to be out of breath; to pant, to breathe hard; to be seized with an asthmatic spasm. হাঁপ ছেড়ে বাঁচা v. (fig.) to breathe again, to heave a sigh of relief. হাঁপানো v. to pant; (fig.) to fidget. হাঁপানি n. panting; asthma. হাঁপানি-রোগী n. an asthmatic patient.
Samsad Bangla Abhidhan
হাঁপ, হাঁফ [ hām̐pa, hām̐pha ] বি. 1 দীর্ঘশ্বাস, দম (হাঁপ ছাড়া); 2 ভয় বা শ্রমাদিহেতু দ্রুত নিশ্বাস (হাঁপ লাগা); 3 হাঁপানি (হাঁপ ধরা, হাঁপের রোগ); 4 শারীরিক কষ্ট ও মানসিক উদ্বেগের অবসানে স্বাভাবিক ও সহজ নিশ্বাস (হাঁফ ছেড়ে বাঁচলাম)। [দেশি-ধ্বন্যা.]। হাঁপানো, হাঁফানো ক্রি. ঘনঘন বা কষ্টে শ্বাসগ্রহণ ও ত্যাগ করা (ভাবতে ভাবতে বা শুনতে শুনতে হাঁপিয়ে ওঠা)।☐ বি. উক্ত অর্থে। হাঁপানি, হাঁপি বি. 1 ঘনঘন শ্বাস ত্যাগ ও গ্রহণ; 2 শ্বাসকষ্টজনক রোগবিশেষ। হাঁপা-হাঁপি বি. অতিশয় ব্যস্ততা।

Processing time: 0.39 s