হাঁটে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of হাঁটা: হাঁটা – to walk
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of হাঁটা: হাঁটা [ hān̐ṭā ] v to walk. ~নো v. to cause to walk; to teach one (esp. a baby) how to walk. ~পথ n. a way to be covered by walking. ~হাঁটি n. repeated walking; repeated visits on foot. ~হাঁটি করা v. to go (to) or visit repeatedly on foot.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of হাঁটা: হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।~চলা বি. হাঁটা; পায়চারি। ~নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ~হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।

Processing time: 0.46 s