হটা definitions

Bangla-Tangla Dictionary
হটা[verb]

2nd person intimate present imperative tense of হটানো:
হটানো [verb]

Samsad Bengali-English Dictionary
হটা [ haṭā ] v to move backwards or aside; to re treat; to evade an obligation or under taking, to back out; to withdraw; to be defeated. হটানো v. to cause to move backwards or aside; to repel; to cause to retreat or back out or withdraw; to defeat. definitive of হ: [ h ] n the thirty-third and last consonant of the Bengali alphabet. 2nd person intimate present imperative tense of হটানো: হটা [ haṭā ] v to move backwards or aside; to re treat; to evade an obligation or under taking, to back out; to withdraw; to be defeated. হটানো v. to cause to move backwards or aside; to repel; to cause to retreat or back out or withdraw; to defeat.
Samsad Bangla Abhidhan
হটা, হঠা [ haṭā, haṭhā ] ক্রি. 1 সরে যাওয়া, অপসৃত হওয়া; পশ্চাৎপদ হওয়া (হটে যাওয়া, পিছু হঠা); 2 নিরস্ত হওয়া; হেরে যাওয়া। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। [সং. √ হঠ্]। ~নো ক্রি. সরিয়ে দেওয়া; পশ্চাৎপদ করা; নিরস্ত করা; পরাজিত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। definitive of হ: 1 [ ha1 ] বাংলা ভাষার তেত্রিশতম ব্যঞ্জনবর্ণ এবং কণ্ঠনালীয় হ্ ধ্বনির বর্ণরূপ। definitive of হ: 2 [ ha2 ] ক্রি. 1 'হওয়া'-র মধ্যম পুরুষের রূপ, অসম্ভ্রমে (দুর হ); 2 (অপ্র.) শব্দের মাত্রাস্বরুপ (সেহ, বলহ, করহ)। 2nd person intimate present imperative tense of হটানো: হটা, হঠা [ haṭā, haṭhā ] ক্রি. 1 সরে যাওয়া, অপসৃত হওয়া; পশ্চাৎপদ হওয়া (হটে যাওয়া, পিছু হঠা); 2 নিরস্ত হওয়া; হেরে যাওয়া। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। [সং. √ হঠ্]। ~নো ক্রি. সরিয়ে দেওয়া; পশ্চাৎপদ করা; নিরস্ত করা; পরাজিত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 0.4 s