Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 1 letter:
কল definitions
Bangla-Tangla Dictionary
কল – 1. call [English] 2. water tap, small device (eg, mouse trap), workshop, mill
Samsad Bengali-English Dictionary
কল1 [ kala1 ] n a sprout. কল হওয়া বা গজানোv. to germinate, to sprout.কল2 [ kala2 ] n a call. কল দেওয়াv. to call in (as a doctor). কলে যাওয়াv. to attend a call.কল3 [ kala3 ] n a machine; an engine; a device, a contrivance, an artifice; a lock (বাক্সের কল); (of a gun) a trigger or lock; a factory, a mill; a workshop, a means, a way (পরিত্রাণের কল জানা); a trap (ইঁদুরকল); a tactic, a stratagem. ~কাঠি নাড়াv. to pull the string or wire, to exert hidden influence. ~কৌশলn. a device. কল খাটানোv. to set a trap; to have recourse to a ploy or artifice. কল টেপাv. to advise or instigate secretly; to pull the wires, to intrigue. কল পাতাv. to set a trap. কলে-কৌশলেadv. by hook or crook; tactfully. কলে তৈরিa. mill made; machine-made. কলের গাড়ি a steam-engine; a railway train; an auto mobile. কলের গান a gramophone. কলের জল tap-water. কলের জাহাজ a steamship, a steamer. কলের পুতুল a spring-doll, a marionette, a puppet; (fig.) a person who acts just as one directs him. কলের মানুষ (fig.) a person who acts just as one directs him, a puppet; a person without free will or personality. কলের মজুর a mill-hand.কল4 [ kala4 ] n a low sweet and indistinct sound, a sweet murmur; warble (of birds); babble (of streams). ☐ a. (of sound) sweet low and indistinct. ~কণ্ঠa. making a sweet low and indistinct sound; sweetly murmuring; warbling; babbling; sweet-voiced, sweet-toned; (fig.) composing sweet poems (কলকণ্ঠ কবি). fem. কলকণ্ঠী । ~কল, ~কলানিn. repeated sweet murmur or babble or warble, (usu. coll.) rapid loud talk. ~কল করা, ~কলানোv. to murmur or babble or warble sweetly or repeatedly; (usu. coll.) to talk rapidly and loudly. ~ঘোষn. the cuckoo. ~তানn. a sweet note. ~ধ্বনি, ~নাদ same as কল4 (n.). ~নাদীa. making a low sweet and indistinct sound, murmuring or babbling or warbling sweetly. fem. কলনাদিনী । ~রব, ~রোল n. confused loud noise as made by a multitude of people shouting and talking at a time, an uproar, a hullabaloo, tumult. ~স্বন, ~স্বরn. a low sweet and indistinct sound or voice, a sweet murmur or babble. ☐ a. murmuring or babbling sweetly. fem. কলস্বনা । ~হংসn. the swan, the gander (fem. the goose); a small aquatic bird akin to the sand piper. fem. কলহংসী । ~হাস, ~হাস্যn. a gentle articulate smile with a sweet cackling noise. n. fem. ~হাসিনী one who smiles gently with a sweet cackling noise. ~হাস্য করাv. to laugh cacklingly.
Samsad Bangla Abhidhan
কল1 [ kala1 ] বি. অঙ্কুর, বীজ থেকে জাত উদ্ভিদের প্রথম অবস্থা। [সং. কলল]।কল2 [ kala2 ] বি. 1 যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল); 2 বন্দুকের ঘোড়া; 3 যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল); 4 ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল); 5 কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে); 6 প্যাঁচ (তালার কল); 7 যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)। [তু সং. √ কল্ (=গতি), হি. কল]। ~কব্জা বি. যন্ত্রপাতি। ~কার-খানা বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উৎপাদনের স্থান, মিল ( mill), ফ্যাক্টরি। ~ঘর বি. 1 (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; 2 বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ। কলের পুতুল1 যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়; 2 (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক। কলের মানুষ মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক.কল3 [ kala3 ] বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। ☐ বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ~কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। ☐ বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ~কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ~কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ~কলানি বি. কলকল শব্দ। ~কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ~কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ~তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ~নাদ বি. মধুর ধ্বনি। ~নাদিনী। ~রব, ~রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ~স্বন, ~স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। ☐ বিণ. ওইরকম শব্দকারী। ~স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ~হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ~হংসী। ~হাস, ~হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ~হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী।কলতান [ kalatāna ] দ্র কল3।ঢেঁকি [ ḍhēn̐ki ] বি. 1 ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ; 2 (আল.) অত্যন্ত বোকা লোক বুদ্ধির ঢেঁকি)। [মুন্ডা.ডিংকি]। কল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ। শাক বি. ভোজ্য শাকবিশেষ। শাল বি. ঢেঁকিঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্থাতেই ভালো কিছু হতে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া (প্রধানত পরশ্রীকাতরতার দুরুন) মর্মজ্বালায় ছটফট করা।
হক definitions
Bangla-Tangla Dictionary
হক – Haq [surname]
Samsad Bengali-English Dictionary
হক [ haka ] a rightful, just, right. ☐ n. rightful claim or title, right (হক আদায় করা, হকের ধন); just or right words (হক বলা).
Samsad Bangla Abhidhan
হক [ haka ] বিণ. যথার্থ, ন্যায্য, প্রকৃত (হক কথা)। ☐ বি. 1 ন্যায্য অধিকার বা স্বত্ব (হকের টাকা, হক বুঝে নেওয়া); 2 ন্যায্য কথা (হক বলা)। [আ. হক্ক্]। ~দার বিণ. ন্যায্য দাবিদার। হকি-কত বি. সঠিক বিবরণ, বয়ান। হকি-য়ত বি. স্বত্ব-সাব্যস্তের মামলা।হকিকত, হকিয়ত [ hakikata, hakiẏata ] দ্র হক।
হল definitions
Bangla-Tangla Dictionary
হল – 1. hall [English] 2. is 3rd person ordinary past simple tense of হওয়া:হওয়া – to become, to happen
Samsad Bengali-English Dictionary
হল1 [ hala1 ] n gilding. হল করাv. to gild.~করাa. gilded, gilt.হল2 [ hala2 ] n the main room in a great house, a hall. Also হলঘর ।হল3 [ hala3 ] n a plough. ~কর্ষণ করা, ~চালনা করাv. to plough, to till (land). ~চালকn. a ploughman, a tiller (of land), one who drives the plough. ~ধর, ~ভৃৎ same as হলী। ~ভৃতি n. agriculture, cultivation.3rd person ordinary past simple tense of হওয়া:বিস্ফোরণ [ bisphōraṇa ] n explosion. বিস্ফোরণ ঘটা বা হওয়াv. to explode.3rd person ordinary past simple tense of হওয়া:হওয়া [ hōẏā ] n being; happening, occurrence; birth; growth; production; collection, formation; accomplishment; performance; procurement; rendering; be coming; setting in; sufficing; the state of being in particular relation with; act of becoming one's own or one's property; fitting. ☐ v. to be; to come into existence, to be created; to happen, to occur, to take place (যুদ্ধ হওয়া); to be born; to grow (ধান হওয়া); to be produced or manufactured; to gather or collect; to form; to be earned or gained; to be acquired (তার টাকা হয়েছে = he has made money); to advance (বেলা হওয়া); to increase, to grow, to add to; to be finished or accomplished or performed; to be procured or obtained; to be rendered or turned into, to be reduced to; to become (রাজা হওয়া); to arrive (সময় হওয়া); to set in (সন্ধ্যা হওয়া); to extend over, to cover (দুদিন হল সে গেছে = it is two days since he went); to be seized or attacked with (ভয় বা জ্বর হওয়া); to fall বৃষ্টি হওয়া ; to be sufficient or ad equate for, to suffice (এ টাকাতেই হবে); to bear a particular relation to (সে আমার কুটুম হয় = he is my relation); to become one's own or one's property (জমিটা তার হল); to fit (জামাটা গায়ে হবে না); to be likely to happen (তা হবে = it may be so, it may happen so). ☐ a. completed, finished; done; performed (হওয়া কাজ). হয়ে আসাv. to drop in temporarily (আসার পথে বাজারটা হয়ে এসো); to be about to terminate or end, to come near the close; to be in the last gasp, to be dying (তার হয়ে এসেছে).3rd person ordinary past simple tense of হওয়া:হয়2 [ haẏa2 ] v the form of হওয়া in the present tense and third person. হয়কে নয় করা (fig.) to disprove what is true, to undo or unsettle a settled fact. হয়-হয়a. impending, imminent.
Samsad Bangla Abhidhan
হল1 [ hala1 ] বি. সোনার প্রলেপ বা সোনালি প্রলেপ; গিলটি। [আ.]।হল2 [ hala2 ] বি. বড়ো ঘর। [ইং. hall]।হল3 [ hala3 ] বি. লাঙল। [সং. √ হল্ + অ]। ~কর্ষণ, ~চালনা, ~চালন বি. লাঙল দিয়ে জমি চাষ। ~ধর, ~ভৃৎ, হলী (-লিন্) বি. 1 কৃষক; 2 কৃষ্ণের আগ্রজ বলরাম। হলায়ুধ বি. 1 বলরাম; 2 স্মৃতিশাস্ত্রের সুপ্রসিদ্ধ গ্রন্থকার। হল্য বিণ. 1 হলসম্বন্ধীয়; 2 কর্ষণযোগ্য।হলধর [ haladhara ] দ্র হল3।হলায়ুধ [ halāẏudha ] দ্র হল3।হলী [ halī ] দ্র হল3।হল্য [ halya ] দ্র হল3।3rd person ordinary past simple tense of হওয়া:হওয়া [ hōẏā ] ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উৎপন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্থাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্থিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [< সং. √ ভূ বা √ অস্]।3rd person ordinary past simple tense of হওয়া:হয়1 [ haẏa1 ] ক্রি. হওয়া -র নিত্যবর্তমানে প্রথম পুরুষের রূপ। অব্য. (সমু.) বিকল্পসূচক (হয় তুমি নয় সে)। হয়কে নয় করা যা ঘটে তা ঘটে না বলে প্রমাণ করা, সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করা। ~তো ক্রি-বিণ. সম্ভবত। হয়-হয় বিণ. একান্ত আসন্ন (বৃষ্টি হয়হয় অবস্থা)।3rd person ordinary past simple tense of হওয়া:হয়ে [ haẏē ] অব্য. ক্রি-বিণ. 1 পক্ষ সমর্থন করে (তার হয়ে কথা বলার কেউ নেই); 2 প্রতিনিধিস্বরূপ (বাপের হয়ে ছেলেই অতিথিকে অভ্যর্থনা করল); 3 ক্রমশ ঘটা (অন্ধকার হয়ে এল); 4 পথে কোনো স্থান অতিক্রম করে বা কিছু সময় সেখানে কাটিয়ে, ঘুরে (শিয়ালদহ হয়ে শ্যামবাজারে যাওয়া, আসবার সময় বাজারটা হয়ে এসো)। [হওয়া দ্র]। হয়ে পড়া ক্রি. বি. অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি হওয়া (অজ্ঞান হয়ে পড়া, গরিব হয়ে পড়েছে)।
Off by 2 letters:
ইহকাল definitions
Samsad Bengali-English Dictionary
ইহ [ iha ] adv in this place or time; in this world. ☐ a. this ('ইহ বাত'); present (ইহজীবন). ~কাল, ~জন্ম, ~জীবনn. the earthly or mortal life; its duration. ~কালীনa. temporal. ~জগৎ, ~লোক, ~সংসারn. the world, the earth.
Samsad Bangla Abhidhan
ইহ [ iha ] ক্রি-বিণ. এই স্থানে বা সময়ে; এই জগতে। ☐ বিণ. এই, উপস্থিত ('ছাড় ইহ বাত': গো. দা)। [সং. ইদম্ + হ্]। ~কাল বি. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল। ~জগৎ, ~লোক বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)। ~জন্ম, ~জীবন বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম।
3rd person ordinary past simple tense of কমা:কমা – to reduce
Samsad Bengali-English Dictionary
কমল [ kamala ] n the water lily, the lotus. ~-আঁখিn. an eye as beautiful as a lotus; a lotus-eyed man. ☐ a. lotus-eyed. ~কলি, ~কোরক, ~কোষn. a lotus-bud. ~দলn. a lotus-petal. ~নয়ন same as কমল-আঁখি । fem. কমলনয়না । ~যোনিn. an appellation of God Brahma (ব্রহ্মা). ~লোচন same as কমল-আঁখিfem. কমললোচনা ।3rd person ordinary past simple tense of কমা:কমা2 [ kamā2 ] v to fall short; to decrease; to abate; to grow less; to diminish; to fall, to come down (দাম কমেছে).
Samsad Bangla Abhidhan
কমল [ kamala ] বি. 1 পদ্ম; 2 জল। [সং. কম্ + √ অল্ + অ]। কমল-আঁখি বি. 1 পদ্মের মতো সুন্দর চক্ষু; 2 পদ্মের মতো চক্ষুবিশিষ্ট ব্যক্তি। ~কলি বি. পদ্মের কুঁড়ি। ~যোনি বি. বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম বা উৎপত্তি, ব্রহ্মা। ~লোচন বি. পদ্মের মতো চক্ষু। ☐ বিণ. পদ্মের মতো চক্ষুবিশিষ্ট। কমলাক্ষ-কমললোচন এর অনুরূপ। কমলালয়া, কমলাসনা বি. লক্ষ্মীদেবী। কমলাসন বি. ব্রহ্মা।কমলালয়া, কমলাসন, কমলাসনা [ kamalālaẏā, kamalāsana, kamalāsanā ] দ্র কমল।3rd person ordinary past simple tense of কমা:কমা2 [ kamā2 ] ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। ~নো ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। ☐ বিণ. হ্রস্বীকৃত। ☐ বি. হ্রস্বীকরণ।
করল definitions
Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of করা:করা – to make, to do
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of করা:করা [ karā ] v to do, to perform, to accomplish, to execute (কাজ করা); to build (বাড়ি করা); to make; to earn, to come into possession of, to save (টাকা করা); to invent, to devise (বুদ্ধি করা, কৌশল করা); to apply (জোর করা); to shoot (গুলি করা); to be stricken with (রাগ করা, স্নেহ করা, দ্বিধা করা); to visit (তীর্থ করা); to hire or rent (গাড়ি ভাড়া করা); to attend (আপিস করা); to manage (সংসার করা); to found, to establish (স্কুল করা); to cook, bake, roast, etc. (তরকারি করা, রুটি করা); to reduce to (সরল করা); to render into (গদ্য করা); to translate (ইংরেজি করা); to work out (অঙ্ক করা); to lay (বিছানা করা, আসন করা); to practise (ওকালতি করা); to accumulate (মেঘ করা); to take (হাতে করা, ভাড়া করা). ☐ a. that which makes (বাড়ি-আলো-করা ছেলে); that which is done (করা কাজ).
Samsad Bangla Abhidhan
করল [ karala ] বি. (ব্রজ.) করিল -র কোমল রূপ।3rd person ordinary past simple tense of করা:করা [ karā ] ক্রি. 1 কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); 2 উৎপাদন বা সৃষ্টি করা (আগুন করা); 3 নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); 4 প্রয়োগ করা, খাটানো (জোর করা); 5 নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); 6 যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); 7 চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); 8 বিশেষ কোনো স্থানে যাওয়া বা তৎসংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); 9 ভাড়া করা (গাড়ি করে যাওয়া); 1 নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); 11 নির্বাহ করা (সংসার করা); 12 স্থাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা); 13 উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা); 14 পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা); 15 বিছানো, পেতে দেওয়া (বিছানা করা); 16 পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা); 17 ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা); 18 রাঁধা (ভাত করা, তরকারি করা); 19 সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা); 2 বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে); 21 উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)। ☐ বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)। ☐ বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি। [বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]।
কলন definitions
Samsad Bengali-English Dictionary
কলন [ kalana ] n calculation (ব্যবকলন, সমাকলন); compilation (সংকলন); act of receiving, receipt.
কলম1 [ kalama1 ] n a column of a newspaper, a book etc.কলম2 [ kalama2 ] n a plant grown by grafting; a prism (বাতি-ঝাড়ের কলম). কলম করাv. to grow a plant by grafting, to graft.কলম3 [ kalama3 ] n a pen. কলম কাটা, কলম বাড়াv. to mend a pen. কলম চালানোv. to wield a pen; to write. ~দান, ~দানিn. a small tray or stand for keeping pens, a pen case, a pen-stand. কলম পেশাv. (dero.) to work as a clerk. কলমপেশাn. clerk ship; quill-driving, pen-pushing. ☐ a. clerical. ~বাজn. (dero.) an expert writer. ~বাজিn. (dero.) useless writing. কলমের এক খোঁচায় with a stroke of the pen.
Samsad Bangla Abhidhan
কলম1 [ kalama1 ] বি. 1 কোনো গাছ থেকে কেটে-নেওয়া কচি ডাল যা থেকে অন্য গাছ হয়; 2 কোনো গাছের কচি ডাল যা অন্য গাছের সঙ্গে জুড়ে নতুন গাছ উৎপাদন করা হয়। [আ. ক'লম্]। কলম করা ক্রি. বি. নতুন গাছ জন্মাবার জন্য বড় গাছের ডাল কেটে নিয়ে তাই দিয়ে গাছ উৎপাদন করা।কলম2 [ kalama2 ] বি. পল-কাটা কাচ বা স্ফটিকের লম্বা ফলক বা খণ্ড (ঝড়ের কলম)। [আ. ক'ল্ম্]। কলমি বিণ. কলমের লম্বা কাচ বা স্ফটিকের ফলকের আকৃতিবিশিষ্ট (কলমি শোরা)।কলম3 [ kalama3 ] বি. সংবাদপত্র, বই ইত্যাদির প্রতি পৃষ্ঠায় মুদ্রিত লেখার আড়াআড়ি ভাগ, স্তম্ভ। [ইং. column]।কলম4 [ kalama4 ] বি. 1 লেখনী; 2 কলমের আকারের যন্ত্র (কাচ কাটবার কলম)। [সং. কলম্ব; আ. ক'ল্ম্]। ~দান বি. কলম রাখার পাত্র। ~পেশা বি. কেরানিগিরি; মসিজীবীর বৃত্তি। ~বাজ বিণ. বি. দক্ষ লেখক। ~বাজি বি. লেখকের বৃত্তি বা কাজ; লিপিকুশলতা; লেখালেখি; কলমের যুদ্ধ। কলমের খোঁচা বি. অন্যের অনিষ্ট বা বিরক্তি জন্মাতে পারে এমন লেখা।কলমি2 [ kalami2 ] দ্র কলম2।
কলহ [ kalaha ] n a quarrel, a brawl; a dispute, a contention; a strife. কলহ বাধানোv. to engage or cause to engage in quarrel; to kick up a row; to set (persons) by the ears. কলহ করাv. to quarrel; to dispute, to contend; to strive, to conflict. ~প্রিয়a. fond of quarrels, quarrelsome. fem. ~প্রিয়া । কলহান্তরিতাn. a woman who dismisses her lover after a quarrel and suffers severe mental pain.
Samsad Bangla Abhidhan
কলহ [ kalaha ] বি. ঝগড়া, বিবাদ। [সং. কল + √ হন্ + অ]। ~পরায়ণ বিণ. ঝগড়াটে, কারণে অকারণে ঝগড়া করে এমন। কলহান্তরিতা বি. যে নায়িকা প্রত্যাখ্যাত নায়কের সঙ্গে বিচ্ছেদের জন্য পরে মনস্তাপ ভোগ করে।
কলা definitions
Bangla-Tangla Dictionary
কলা – 1. the fine arts 2. banana
Samsad Bengali-English Dictionary
কলা1 [ kalā1 ] n the plantain, the banana; (coll.) nothing, a mare's nest (তুমি আমার কলা করবে) কলা করাv. (coll.) to be able to do nothing or to be able to do no harm. কলা খাওয়াv. (lit.) to eat a banana; (coll.) to fail in an attempt. ~গাছn. a banana tree. কলা দেখানোv. (lit.) to show a plantain; to raise and show one's thumb defiantly or disdainfully; to deceive, to cheat, to befool, to hoodwink; to bite the thumb, to defy. কলাপোড়া খাওয়াv. (lit.) to eat a burnt banana; (coll.) to fail or be disappointed utterly. কলাবউ, কলাবৌn. a young banana-plant dressed as a married lady and conceived as a female deity worshipped by Hindus; (loos.) wife of God Ganesha (গণেশ); (euph.) a woman with a long veil or an awkwardly bashful woman. কলার কাঁদি a cluster of plantains. কলার খোলা the curved bark of a banana-tree. কলার ছড়া a bunch of bananas, a row of plantains. কলার বাসনা the dried-up bark of a banana-tree.কলা2 [ kalā2 ] n one-sixteenth part of the moon, a lunar digit; (astro.) any of the minutest divisions of the zodiac, (of the circumference of a circle) a minute; a measure of time (=8 seconds); a very small point of time, a moment; a whit, a bit; (anat.) a tissue; an art; a fine art; the sixty-four varieties of fine arts taken collectively; efficiency in fine arts; skill, adroitness; tact. ~কারn. an artist; an artisan. ~কুশলa. versed in all the sixty-four varieties of fine arts; skilled in fine arts. ~কৌশলn. artistic skill; artifice. ~তন্ত্রn. (anat.) the tissue system. ~ধর, ~নিধিn. an appellation of Shiva (শিব); the moon. ~বৎa. & n. one who is versed in the classical vocal music. fem. কলাবতী । ~বিদ্যাn. arts; fine arts. ~বিভাগn. the department of arts (e. g. in a university). ~ভবনn. a building or room for the culture of arts and crafts; a picture gallery; an opera-house; a studio. ~ভৃৎn. an appellation of Shiva (শিব); the moon; an artist; an artiste. ~স্থানn. histology.