Search
Options
Omit Bangla-Tangla Dictionary
Omit Samsad Bengali-English Dictionary
Omit Samsad Bangla Abhidhan
Omit conjugations and other variants
Maximum matches to return
স্বেচ্ছাচারী definitions
Bangla-Tangla Dictionary
স্বেচ্ছাচারী
– willful [derivation: স্বেচ্ছা + চারী]
Samsad Bengali-English Dictionary
স্বেচ্ছা [ sbēcchā ] n one's own will, volition; free will; self-will. ~কৃত a . voluntarily or wilfully done, voluntary, wilful. ~ক্রমে adv . of one's own accord, voluntarily, wilfully; willingly. ~চার, ~চারিতা n . wilfulness, self-will; waywardness, wantonness. ~চারী a . wilful, self willed; wayward, wanton. fem . ~চারিণী । স্বেচ্ছাধীন, স্বেচ্ছানুবর্তী a . subject to one's free will (স্বেচ্ছাধীন কাজ); wilful, self willed; wayward. (স্বেচ্ছাধীন ব্যক্তি). fem . স্বেচ্ছাধীনা, স্বেচ্ছানুবর্তিনী । স্বেচ্ছানুবর্তিতা same as স্বেচ্ছাচার । ~পূর্বক same as স্বেচ্ছাক্রমে । ~প্রণোদিত a . actuated or prompted by one's own will; wilful, deliberate. ~প্রদত্ত a . voluntarily given. ~প্রবৃত্ত a . employed by one's own will. ~মৃত্যু n . (myth.) dying whenever one pleases to die; (pop.) voluntary or deliberate courting of death. ~সেবক n . a volunteer. fem . ~সেবক , (pop.) ~সেবিকা ।
Samsad Bangla Abhidhan
স্বেচ্ছা [ sbēcchā ] বি. নিজের ইচ্ছা, স্বাধীন ইচ্ছা। [সং. স্ব + ইচ্ছা]। ~কৃত বিণ. নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (স্বেচ্ছাকৃত ত্যাগ)। ~ক্রমে ক্রি-বিণ. নিজ ইচ্ছার বশবর্তী হয়ে। ~চার বি. নিজের খেয়ালখুশিতে করা কাজ, উচ্ছৃঙ্খলতা; স্বৈচাচার। ~চারী (-রিন্) বিণ. স্বেচ্ছাচারকারী। স্ত্রী. ~চারিণী । বিণ. ~চারিতা । ~ধীন বিণ. স্বীয় ইচ্ছার অধীন; স্বাধীন। ~নু-বর্তী (-র্তিন্) বিণ. স্বীয় ইচ্ছানুযায়ী কার্যকারী; স্বেচ্ছাচারী। স্ত্রী. ~নু-বর্তিনী । বি. ~নু-বর্তিতা । ~প্রণোদিত বিণ. নিজের ইচ্ছায় প্রবৃত্ত। ~মৃত্যু বি. নিজ ইচ্ছানুযায়ী মৃত্যু। ~ব্রতী , ~সেবক বি. স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বা বিনাবেতনে যে ব্যক্তি সেবা করে, volunteer. স্ত্রী. ~সেবিকা , ~সেবকা ।
Processing time: 0.44 s