Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
স্বভাবত definitions
Bangla-Tangla Dictionary
স্বভাবত – naturally
Samsad Bengali-English Dictionary
স্বভাব [ sbabhāba ] n nature; a characteristic (innate or acquired); a natural quality, a property; character; instinct, disposition; conduct, behaviour; habit, practice; nature; original or normal or natural state. স্বভাব যায় না মলে one's nature does not change even at one's death. ~কবিn. a poet by nature; a born poet, a poet of nature, a nature-poet. ~কুলীনn. a member of a kulin (কুলীন) family whose familial characteristics have not been tarnished by undesirable matrimonial alliance or otherwise. ~কৃপণa. miserly or niggardly by nature. ~গত same as স্বাভাবিক । ~গুণn. a natural or innate or habitual or characteristic or normal quality or function. ~চরিত্রn. innate and acquired nature; character and conduct or practice. ~জa. originating from nature; natural; instinctive; habitual; abiogenetic; spontaneous. ~জাতa. same as স্বভাবজ । ~তadv. naturally; by nature. ~দুর্বৃত্তn. a habitual of fender; a born criminal. ~বিরুদ্ধa. unnatural; abnormal; contrary or opposed to one's nature. ~বর্ণনাn. description of nature or phenomenal world. ~শোভাn. a beautiful show of nature, natural beauty. ~সিদ্ধ, ~সংগত, ~সুলভa. natural; habitual. ~সুন্দরa. beautiful by nature. স্বভাবীa. normal. স্বভাবোক্তিn. (rhet.) detailed poetical description of an object of nature; faithful transcript of life and nature.
Samsad Bangla Abhidhan
স্বভাব [ sbabhāba ] বি. 1 স্বরূপ, আত্মভাব, নিজের প্রকৃতি (হিংস্রতাই চিতাবাঘের স্বভাব); 2 জন্ম সংসর্গ বা অভ্যাসের ফলে লব্ধ বৈশিষ্ট্য (মিথ্যা বলা তার স্বভাবে দাঁড়িয়েছে); 3 চরিত্র, আচরণ (সৎস্বভাব); 4 প্রকৃতিগত ধর্ম বা গুণ (জ়ড় পদার্থের স্বভাব); 5 প্রকৃতি, নিসর্গ (স্বভাব বর্ণনা); 6 স্বাভাবিক অবস্থা। [সং. স্ব + ভাব]। ~কবি যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ; যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন। ~কুলীন বিণ. যার কৌলীন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি; নৈকষ্য-কুলীন। ~কৃপণ বিণ. কৃপণস্বভাব নিয়েই জাত; প্রকৃতিগত কৃপণতাবিশিষ্ট। ~গত বিণ. স্বভাবে পরিণত; সহজাত। ~চরিত্র বি. প্রকৃতি ও চালচলন। ~জ বিণ. স্বভাব থেকে জাত; প্রকৃতিগত; স্বাভাবিক। ~ত, (বর্জি.) ~তঃ (-তস্) অব্য. সংগত কারণে বা স্বাভাবিকভাবে (স্বভাবতই সকলের দৃষ্টি কবির উপরে, এ প্রশ্ন স্বভাবতই মনে আসে)। ~বিরুদ্ধ বিণ. অস্বাভাবিক; নীতিবিরুদ্ধ। ~প্রকৃতি বি. আচার আচরণ। স্বভাব যায় না মনে ইল্লত যায় না ধুলে জল দিয়ে ধুলে যেমন সব নোংরা যায় না তেমনি স্বভাবও অপরিবর্তনীয়, মৃত্যুতেও স্বভাব বদলায় না। ~শোভা বি. নৈসর্গিত সৌন্দর্য। ~সিদ্ধ, ~সুলভ বিণ. প্রকৃতিগত; স্বাভাবিক। স্বভাবী (-বিন্) বিণ. স্বভাবানুযায়ী, normal (বি. প.)। স্বভাবোক্তি বি. কাব্যের অলংকারবিশেষ; কোনো বিষয়ের যথাযথ বর্ণনা।