Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
স্থিতিশীল definitions
Bangla-Tangla Dictionary
স্থিতিশীল – unchanging (having a static nature)
Samsad Bengali-English Dictionary
স্থিত [ shita ] a located; remaining, staying, lying; existent, present; fixed, static, immobile, standstill; firm; unwavering. ~ধি, ~প্রজ্ঞa. enjoying perpetual mental calm through philosophic contemplation and conviction. স্থিতাবস্থাn. a stand still; status quo. স্থিতাবস্থা-চুক্তিn. a stand still agreement. স্থিতিn. location; stay; position; existence, presence; fixity; stability; (in book-keeping) a balance. স্থিতিকালn. duration. স্থিতিপত্রn. a balance-sheet. স্থিতিবিদ্যা, স্থিতিবিজ্ঞানn. stat ics. স্থিতিশীলa. lasting, durable; abiding; permanent; fixed; static; firm; stable. স্থিতিস্থাপকa. elastic. স্থিতিস্থাপকতাn. elasticity. স্থিতীয়a. statical. স্থিতাধিকারn. locus standi; recognized position.
Samsad Bangla Abhidhan
স্থিত [ shita ] বিণ. 1 অবস্থিত, রয়েছে এমন (গৃহস্থিত); 2 বিদ্যমান, বর্তমান; 3 স্থির। [সং. √ স্থা + ত]। ~প্রজ্ঞ, ~ধী বিণ. যার (অহং ব্রহ্ম এই) বুদ্ধি স্থির হয়েছে অর্থাৎ যিনি নিষ্কাম সুখ-দুঃখ-ভয় ক্রোধাদিতে অবিচল এবং আত্মতুষ্ট ও ব্রহ্মনিষ্ঠ; (বাং. অর্থ) স্থির বুদ্ধিযুক্ত। স্থিরাবস্থা চুক্তি যুদ্ধাদি কোনো বিষয়ের আলোচনাকালে বর্তমান অবস্থা যথাসম্ভব বজায় রেখে সাময়িক সন্ধি। স্থিতি বি. 1 অবস্থান (এখন আমার এখানেই স্থিতি); 2 বিদ্যমানতা; 3 স্থিরতা (স্থিতিলাভ)। স্থিতি-শীল বিণ. স্থায়ী, স্থির, সংরক্ষণশীল (স্থিতিশীল সমাজ বা শাসনব্যবস্থা)। স্থিতি-স্থাপক বিণ. প্রসারণ সংনমন প্রভৃতি করার পরেও পূর্বাবস্থা ফিরে পায় এমন, elastic. স্থিতি-স্থাপকতা বি. নমনীয়তা।