Off by 4 letters:
যামী definitions

Samsad Bangla Abhidhan
যাম [ yāma ] বি. সমস্ত দিনরাত্রির 1/8 ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা। [সং. √ যা + ম]। ~ঘোষ বি. শৃগাল। ~বতী বি. রাত্রি, যামিনী। যামার্থ বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা। যামী বি. 1 দক্ষিণ দিক 2 রাত্রি 3 কুলস্ত্রী। যামী [ yāmī ] দ্র যাম
সমীর definitions

Bangla-Tangla Dictionary
সমীর – Samir [name]
Samsad Bengali-English Dictionary
সমীর, সমীরণ [ samīra, samīraṇa ] n wind, air, breeze.
Samsad Bangla Abhidhan
সমীর, সমীরণ [ samīra, samīraṇa ] বি. বায়ু। [সং. সম্ + √ ঈর্ + অ, অন]।
Off by 5 letters:
মীর definitions

Samsad Bangla Abhidhan
মীর [ mīra ] মির -র বর্জি. বানান।
যমী definitions

Samsad Bangla Abhidhan
যমী [ yamī ] (-মিন্) বিণ. সংযমী, জিতেন্দ্রিয়। [সং. যম + ইন্]।
যাম definitions

Samsad Bengali-English Dictionary
যাম [ yāma ] n a division of the hours of the day (=3 hours approx.) ~ঘোষ n. the jackal (as it howls at every third hour).
Samsad Bangla Abhidhan
যাম [ yāma ] বি. সমস্ত দিনরাত্রির 1/8 ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা। [সং. √ যা + ম]। ~ঘোষ বি. শৃগাল। ~বতী বি. রাত্রি, যামিনী। যামার্থ বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা। যামী বি. 1 দক্ষিণ দিক 2 রাত্রি 3 কুলস্ত্রী। যামার্থ [ yāmārtha ] দ্র যাম যামী [ yāmī ] দ্র যাম
সংযমী definitions

Samsad Bangla Abhidhan
সংযম [ saṃyama ] বি. 1 নিয়ন্ত্রণ, নিয়মন (বাক্যসংযম); 2 দমন, শাসন (ইন্দ্রিয়সংযম); 3 রোধ, নিরোধ (বেগসংযম); 4 ব্রতাদির পূর্বদিনে করণীয় উপবাসাদি (সংযম পালন করা); 5 বাহুল্যবর্জন (আহারে সংযম, বেশভূষার সংযম); 6 ব্রত, নিয়ম। [সং. সম্ + √ যম্ + অ]। ~ বি. 1 নিয়ন্ত্রণ (জটাসংযমন); 2 সংযত করা; 3 ব্রতাদি পালন। সংযমিত বিণ. সংযত করা হয়েছে এমন। সংযমী (-মিন্) বিণ. 1 সংযমপরায়ণ (স্বভাবে সংযমী ব্যক্তি); 2 জিতেন্দ্রিয়।
সমর definitions

Bangla-Tangla Dictionary
সমর
1. Samar [name]
2. war
Samsad Bengali-English Dictionary
সমর [ samara ] n a war, a battle, a fight. ~কৌশল n. the art of planning operations in war, strategy. ~ক্ষেত্র, ~ভূমি same as যুদ্ধক্ষেত্র । ~শায়ী a. killed in a battle, fallen in a fight, killed in action. fem. ~শায়িনী । ~সজ্জা, ~সাজ n. battle-dress and arms and equipment (of any individual soldier); war equipment; preparation for war. ~স্থল, সমরাঙ্গন same as যুদ্ধক্ষেত্র । সমরানল n. war regarded as a widely devastating fire, fire or flames of war.
Samsad Bangla Abhidhan
সমর [ samara ] বি. যুদ্ধ। [সং. সম্ + √ ঋ + অ]। ~কৌশল বি. যুদ্ধের কৌশল, যুদ্ধরীতি। ~শয্যা (যুদ্ধে নিহত ব্যক্তির পক্ষে) যুদ্ধক্ষেত্ররূপ শয্যা। ~শায়ী (-য়িন্) বিণ. যুদ্ধস্থলে নিহত। ~সজ্জা বি. সৈনিকের পোশাক; যুদ্ধের আয়োজন। সমরাঙ্গন বি. যুদ্ধক্ষেত্র। সমরানল বি. যুদ্ধরূপ আগুন বা যুদ্ধের ভয়াবহ রূপ।
সমীরণ definitions

Bangla-Tangla Dictionary
সমীরণ – Samiran [name]
Samsad Bengali-English Dictionary
সমীর, সমীরণ [ samīra, samīraṇa ] n wind, air, breeze.
Samsad Bangla Abhidhan
সমীর, সমীরণ [ samīra, samīraṇa ] বি. বায়ু। [সং. সম্ + √ ঈর্ + অ, অন]।
সাম definitions

Samsad Bengali-English Dictionary
সাম [ sāma ] n the Sama Veda; any hymn or psalm of the Sama Veda. ~গান n. a hymn of the Sama Veda.
Samsad Bangla Abhidhan
সাম [ sāma ] (-মন্) বি. 1 চতুর্বেদের অন্যতম, সামবেদ; ওই বেদের গেয় মন্ত্র, সামগান; 2 রাজনীতির উপায়বিশেষ, শত্রুকে বশীভূত করার উপায়, তোষণ, সন্ধিস্থাপন। [সং. √ সো + মন্]। ~গান বি. সামবেদের গেয় মন্ত্র।
সার definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of সারা: সারা – to finish, to be healed or cured
Samsad Bengali-English Dictionary
সার [ sāra ] n the best or excellent part; duramen, heart-wood; sap (of a tree); film or cream (of milk); marrow (of bone); pith; essence; extract; inner significance, gist; substance, abstract; spirit, vigour, manure, fertilizer; (only) worth. (কথামাত্র সার). ☐ a. best, excel lent; essential; real or true or inner. সার করা v. to have recourse to something on considering it the sole object of pursuit; to regard something as the best or sole object. সার বোঝা v. to regard some thing as the best or sole object; to form an unalterable and final conviction. সার দেওয়া v. to manure. উদ্ভিজ্জ সার vegetable manure. খনিজ সার mineral manure. প্রানিজ সার, প্রাণী-সার animal manure. মিশ্র সার n. compost. ~কথা (lit.) essential words; substance; gist; sum and substance. ~কুড়, ~গাদা, ~ডোবা n. a dunghill, a manure-pit. ~গর্ভ a. having an inner significance or import; rich in content; substantial. ~গ্রন্থ n. a manual, a vade-mecum. ~নিবন্ধ n. an abstract register. ~বত্তা n. substantiality; real worth. ~বান a. full of substance, substantial; rich in duramen, sappy; pithy; fertile. ~ভূত a. abstracted into or reduced to substance only; (loos.) substantial; best, picked. ~মাটি n. marl. ~শূন্য, ~হীন a. pithless, sapless; unsubstantial. ~সংক্ষেপ n. substance, summary; a precis; essence; see also সারাংশ । ~সংগ্রহ, ~সংকলন n. collection or compilation of the substantial or best specimens or of the pick; an abstract; an anthology of the best things. 2nd person ordinary present simple tense of সারা: সারা2 [ sārā2 ] v to hide, to conceal (টাকাগুলো সেরে রাখা); to finish, to accomplish (কাজ সারা); to kill, to destroy (দফা সারা); to ruin, to undo (জুয়ায় তাকে সারল); to mend, to repair (ঘড়ি সারা); to correct or rectify (দোষ সারা, ভুল সারা); to be corrected or rectified; to recover, to come round (রোগীটি সেরেছে); to cure, to heal (রোগ সারা); to be cured; to restore or improve (স্বাস্থ্য সারা); to be restored or improved. ☐ a. finished; mended, repaired; corrected.
Samsad Bangla Abhidhan
ঘন [ ghana ] বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. ☐ বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্থ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ~কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ~ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ~ঘোর বিণ. মেঘে আচ্ছন্ন ও অন্ধকারময়। ~তা, ~ত্ব বি. দৈর্ঘ্য প্রস্থ ও বেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্থা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ~ফল বি. দৈর্ঘ্য প্রস্থ ও বেধের গুণফল। ~বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ~বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্থাপন। ~বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ~মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ~শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। ☐ বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।~সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। সার1 [ sāra1 ] বি. পঙ্ক্তি, শ্রেণি (সারে সারে সাজানো)। [সারি2 দ্র]। সার2 [ sāra2 ] বি. 1 ব্রিটিশ সরকার প্রদত্ত উচ্চ খেতাববিশেষ (সার সুরেন্দ্রনাথ); 2 শিক্ষক অফিসার প্রভৃতি মাননীয় ব্যক্তিকে সম্বোধনের শব্দ। [ইং. sir]। সার3 [ sāra3 ] বি. 1 শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট অংশ (সর্বধর্মের সার); 2 বৃক্ষাদির শক্ত মজ্জা; 3 দুগ্ধাদির সর বা ননি; 4 তেজ; বীর্য; 5 গূঢ় তাৎপর্য, মর্মার্থ, সংক্ষিপ্ত নিষ্কর্য (শাস্ত্রের সার); 6 জমির উর্বরতাবৃদ্ধিকারী পদার্থ, fertilizer manure (খেতে সার দেওয়া); 7 একমাত্র সম্বল (কেবল কথাই সার)। ☐ বিণ. 1 শ্রেষ্ঠ (সার তত্ত্ব, সারাংশ)। [সং. √ সৃ + অ]। ~কুঁড় বি. সার তৈরি করার উদ্দেশ্যে গোময়াদি রাখার কুণ়্ড। ~গর্ভ বিণ. উৎকৃষ্ট গুণ বা ধর্মযুক্ত, অন্তঃসারবিশিষ্ট (সারগর্ভ উপদেশ)। ~গাদা বি. সার তৈরি করার জন্য স্তূপাকার করে রাখা গোবর; যেখানে উক্ত স্তূপ রাখা হয়। ~গ্রাহী (-হিন্) বিণ. গূঢ় তাৎপর্য উপলব্ধি করতে সমর্থ; উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ অংশ গ্রহণ করে এমন। ~তরু বি. 1 জমির উর্বরতাবর্ধক গাছ; 2 কলাগাছ। ~বান (-বৎ) বিণ. সারযুক্ত, সারগর্ভ, উৎকৃষ্ট। বি. ~বত্তা। ~ভূত বিণ. 1 সারবস্তুতে পরিণত; 2 সারস্বরূপ, শ্রেষ্ঠ। ~মর্ম বি. শ্রেষ্ঠ অংশ; মূল অংশ; সারাংশ। ~মাটি বি. জমির উর্বরতাবর্ধক মাটি; সারযুক্ত মাটি। ~লৌহ বি. ইস্পাত। ~সংক্ষেপ বি. সংক্ষেপে মূল অংশ বা বিষয়ের বর্ণনা; সারাংশ। ~সংগ্রহ বি. সার অংশ বা প্রকৃত তাৎপর্য গ্রহণ। ~হীন, ~শূন্য বিণ. সারপদার্থহীন; মজ্জাশূন্য; অসার। সারতরু [ sārataru ] দ্র সার3 সারবত্তা [ sārabattā ] দ্র সার3 2nd person ordinary present simple tense of সারা: সারা3 [ sārā3 ] ক্রি. 1 সাবধানে বা সঙ্গোপনে রাখা (সে টাকাগুলি সেরে রেখেছে); 2 সম্পাদন করা বা সমাপ্ত করা (দায় সারা); 3 সর্বনাশ করা, বিপদে বা দুর্দশায় ফেলা (জুয়ায় তাকে সেরেছে); 4 নষ্ট করা বা পণ্ড করা (দফা সেরেছে); 5 মেরামত করা (ভাঙা ঘড়ি সারা); 6 সংশোধন করা, শোধরানো (চরিত্র সারা, ভুল সারা, হাতের লেখা সারা); 7 আরোগ্যলাভ করা (রোগ সারা, সেরে ওঠা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 লুক্কায়িত; 2 মেরামত-করা; 3 দুর্দশাগ্রস্ত; নষ্ট; পণ্ড। [সং. √ সৃ + বাং. আ]। ~নো ক্রি. মেরামত করানো (বাড়ি সারানো); 2 সংশোধন করানো; 3 সমাপ্ত করানো; 4 মুক্ত করা (রোগ সারানো); 5 নীরোগ করা (শরীর সারানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
সোম definitions

Bangla-Tangla Dictionary
সোম – Som [surname]
Samsad Bengali-English Dictionary
সোম [ sōma ] n the moon; the moongod; Mon day; the juice of wormwood. ~বার n. Monday. ~রস n. a beverage prepared from the juice of সোমলতা . ~রাজ n. wormwood. ~লতা n. (myth.) a kind of creeper whose growth is governed by the waxing and waning of the moon.
Samsad Bangla Abhidhan
সোম [ sōma ] বি. 1 চন্দ্র; 2 সোমলতার রস। [সং. √ সু + ম]। ~তীর্থ বি. প্রভাসতীর্থ; শ্রীকৃষ্ণের অন্ত্য লীলাক্ষেত্র। ~নন্দন বি. চন্দ্রপুত্র বুধ। ~নাথ, সোমেশ্বর বি. শিব। ~, ~পা বি. যজ্ঞে সোমরস পানকারী ব্রাহ্মণ। ~বার বি. সপ্তাহের দ্বিতীয় অর্থাৎ রবিবারের পরবর্তী দিন। ~রাজ বি. উপক্ষারহীন বনৌষধিবিশেষ, বাকুচি। ~লতা, ~লতিকা বি. মাদকরসযুক্ত লতাবিশেষ (চন্দ্রকলার হ্রাসবৃদ্ধির সঙ্গে এর পাতা পড়ে ও গজায়)।
সোমরস definitions

Samsad Bengali-English Dictionary
সোম [ sōma ] n the moon; the moongod; Mon day; the juice of wormwood. ~বার n. Monday. ~রস n. a beverage prepared from the juice of সোমলতা . ~রাজ n. wormwood. ~লতা n. (myth.) a kind of creeper whose growth is governed by the waxing and waning of the moon.
সোর definitions

Samsad Bangla Abhidhan
সোর, সোরগোল [ sōra, sōragōla ] দ্র শোর
স্যার definitions

Bangla-Tangla Dictionary
স্যার – sir [English] (can be used as a noun)
Off by 6 letters:
অসংযমী definitions

Samsad Bengali-English Dictionary
অসংযম [ asaṃyama ] n lack of self-control; wantonness; sensual indulgence, sensualism, incontinence; lack of restraint; intemperance. অসংযমী a. lacking in self-control; abandoned; indulging in sensual enjoyment, sensual, incontinent; lacking in restraint; intemperate.
Samsad Bangla Abhidhan
অসংযম [ asaṃyama ] বি. সংযমের অভাব; উচ্ছৃঙ্খলতা; উদ্দমতা; নিয়ন্ত্রণের অভাব। [সং. ন + সংযম]। অসংযমী (-মিন্) বিণ. অসংযত, উচ্ছৃঙ্খল, অমিতাচারী।
অসার definitions

Samsad Bengali-English Dictionary
অসার [ asāra ] a unsubstantial, vapoury; negligible; worthless; false; pithless, marrowless, sapless (অসার কাঠ); futile, pointless (অসার যুক্তি). ~তা, ~ত্ব n. unsubstantiality; vaporiness; negligibility; worthlessness; falseness, falsity; lack of pith or marrow or sap; futility; pointlessness. অসার সংসার the inane and unmeaning world, the in substantial world.
আসাম definitions

Bangla-Tangla Dictionary
আসাম [variant of অসম]; Assam, a state in India
আসার definitions

Samsad Bengali-English Dictionary
আসার [ āsāra ] n torrential rain, a heavy shower; water-drop(s) (নয়নাসার).
Samsad Bangla Abhidhan
আসার [ āsāra ] বিন. তুচ্ছ, অপদার্থ, বাজে; মিথ্যা (জগৎ-সংসার অসার); ভিতর শক্ত নয় এমন (অসার কাঠ)। [সং. ন + সার]। বি. ~তা, ~ত্ব। ~কাঠ বি. যে কাঠের ভিতর নরম, sam wood, অসার-সুসার বি. অসুবিধা ও সুবিধা। আসার [ āsāra ] বি. 1 বৃষ্টিপাত; 2 প্রবল বৃষ্টিপাত (ধারাসার)। [সং. আ + √ সৃ + অ]।
আসোবার definitions

Samsad Bengali-English Dictionary
আসোয়ার, আসোবার [ āsōẏāra, āsōbāra ] a mounted on an elephant, horse etc. ☐ n. one who is thus mounted, a rider.
Samsad Bangla Abhidhan
আসোয়ার, আসোবার [ āsōẏāra, āsōbāra ] বিণ. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ়। ☐ বি. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ় ব্যক্তি। [ফা. সওয়ার]।
আসোয়ার definitions

Samsad Bengali-English Dictionary
আসোয়ার, আসোবার [ āsōẏāra, āsōbāra ] a mounted on an elephant, horse etc. ☐ n. one who is thus mounted, a rider.
Samsad Bangla Abhidhan
আসোয়ার, আসোবার [ āsōẏāra, āsōbāra ] বিণ. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ়। ☐ বি. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ় ব্যক্তি। [ফা. সওয়ার]।

Processing time: 0.73 s