Off by 5 letters:
যাতে definitions

Bangla-Tangla Dictionary
যাতে – so that, in which
যামী definitions

Samsad Bangla Abhidhan
যাম [ yāma ] বি. সমস্ত দিনরাত্রির 1/8 ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা। [সং. √ যা + ম]। ~ঘোষ বি. শৃগাল। ~বতী বি. রাত্রি, যামিনী। যামার্থ বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা। যামী বি. 1 দক্ষিণ দিক 2 রাত্রি 3 কুলস্ত্রী। যামী [ yāmī ] দ্র যাম
Off by 6 letters:
ঘামতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of ঘামা: ঘামা – to sweat
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of ঘামা: ঘামা [ ghāmā ] v to sweat, to perspire.
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of ঘামা: ঘাম [ ghāma ] বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ~তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। ☐ বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো।
থামতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of থামা: থামা – to stop
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of থামা: থামা [ thāmā ] v to stop; to come to a stop; to halt, to pause; to stop doing or taking (অনেক বলেছ, এবার থামো); to forbear or desist; to be calmed or appeased (রাগ থেমেছে, টাকা না পেলে পাওনাদাররা থামবে না); to cease (বৃষ্টি থামা); to abate, to have re mission (জ্বর থামা).
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of থামা: থামা [ thāmā ] ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [< সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ~নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
নামতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of নামা: নামা – to get off, to descend, to commence
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of নামা: নামা3 [ nāmā3 ] v to come or go down, to get down, to descent, to alight; to climb down; to dismount (ঘোড়া থেকে নামা); to disembark, to get out of (জাহাজ বা গাড়ি থেকে নামা); to go down into (জলে নামা); to stoop, to incline, to slope, to become lower or depressed, to sink (ঘরের ছাদ নেমে গেছে, পথ নেমে গেছে); to decrease, to abate, to fall (জ্বর নামা, দর নামা); to go down, to set (সূর্য পশ্চিমে নেমেছে); to set in, to ensue, to commence (বৃষ্টি নেমেছে); to appear in (আসরে নামা); to come out in (পথে নামা); to take part, to join (তর্কে নামা); to flow out, to ooze, to stream (ঘাম নামা, চোখের জল নামা); to be degraded or demoted (উঁচু পদ থেকে নামা, ক্লাস থেকে নামা); to be depraved (ছেলেটা অনেক দূর থেকে নেমে গেছে); to quote a lower price or easier terms (সে আর নামবে না তা লেন-দেন হোক আর না হোক); to have loose motions or diarrhoea (পেট নামা). ☐ a. depressed, sunk (নামা জায়গা).
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of নামা: নামা3 [ nāmā3 ] ক্রি. 1 উপর থেকে নীচে আসা, অবতরণ করা (দোতলা থেকে নামা, ছাদ থেকে নামা); 2 ভিতর থেকে বাইরে আসা (গাড়ি থেকে নামা); 3 ঝোঁকা, অবনত হওয়া (ছাদটা নেমে এসেছে); 4 রান্না শেষ হওয়া (ভাত নেমেছে?); 5 হ্রাস পাওয়া, কমা (তাপ নেমেছে, জিনিসের দর নেমেছে); 6 (বৃষ্টি) শুরু হওয়া (বৃষ্টি নেমেছে); 7 ঢলে পড়া (সূর্য পশ্চিমে নেমেছে, 'সূর্য নামে অস্তাচলে': রবীন্দ্র); 8 নৈতিক অবনতি হওয়া (সে অনেক নেমে গেছে); 9 দাস্ত হওয়া (পেট নেমেছে); 1 সকলের সামনে হাজির হওয়া (এবার সে আসরে নামবে); 11 প্রবৃত্ত হওয়া (কাজে নামা, যুদ্ধে নামা); 12 প্রবেশ করা (জলে নামা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নম্ব্ (গত্যর্থক) + বাং. আ]। নামা-ওঠা বি. একবার নামা একবার ওঠা। ~নো ক্রি. 1 অবতরণ করানো, নীচে আনা (বোঝাটা নামাও, কাঁধ থেকে নামাও); 2 রান্না শেষ করা (ভাত-ডাল নামিয়েছি); 3 কমানো (এ ওষুধ জ্বর নামাবে, তোমার গলাটা নামাও); 4 অধোগতি করা; 5 প্রবৃত্ত করানো (তাকে আসরে নামানো যাবে না); 6 উদরাময় বা দাস্ত করানো (পেট নামানো); বিদূরিত করানো, তাড়ানো (ঘাড়ের ভূত নামানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
বসাতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বসানো: বসানো – to cause to sit
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বসানো: বসা2 [ basā2 ] v to sit, to take one's seat; to be in stalled (গদিতে বসা); to be established or founded (গ্রামে গ্রামে স্কুল বসা); to start, to commence (আমাদের স্কুল এগারোটায় বসে); to freeze, to congeal, to solidify (দই বসা); to accumulate or settle (বুকে সর্দি বসা); to fit (মাথায় টুপি বসা); to be imposed or levied (ট্যাকস বসা); to enter (পেরেক বসা); to pierce (ছুরি বসা দাঁত বসা); to stick or to get stuck (কাদায় গাড়ির চাকা বসা); to be imprinted (দাগ বসা); to be soaked (in) (গায়ে জল বসা); to be applied closely, to be attracted (মন বসা); to be wizened, to look haggard (চোখমুখ বসা); to become hoarse (স্বর বসা); to wait (তুমি একটু বসো); to come to stay or re side (প্রজা বা ভাড়াটে বসা); to been gaged in (বিচারে বসা); to do or commit something suddenly (করে বসা, বলে বসা) ☐ a. seated; frozen, congealed, solidified; wizened, haggard; hoars ened; sunken; depressed (বসা জমি); requiring much sitting, sedentary বসা কাজ); unemployed (তার সব ছেলেই বসা). বসানো v. to cause to sit, to seat; to establish or found; to cause to congeal, to congeal, to freeze, to solidify; to impose or levy; to drive into, to enter; to pierce with; to imprint; to cause to be soaked (in); to apply closely; to cause to stay or reside; to engage; to set or stud with, to inlay (আংটিতে পাথর বসানো); to place or put (উনুনে হাঁড়ি বসানো); to implant, to deal (চড় বসানো). একেবারে মায়ের মুখ বসানো to be the image of one's mother. বসার ঘর a sitting room; a drawing room. বসে থাকা v. to be sitting; to remain sitting; to wait (for); to be unemployed; to be without work; to pass time in laziness, to laze. বসে পড়া v. to sit down; to be utterly disappointed (ফেল করে সে বসে পড়ল); to be ruined utterly (মামলায় হেরে সে বসে পড়ল). বসে বসে adv. by waiting for a long time (বসে বসে বেলা গেল); in an unemployed state, doing nothing; idly (বসে বসে খাওয়া). বসে যাওয়া v. (of land etc.) to sink, to become depressed; to be ruined; to desist or rest (আর খেলিস না-বসে যা); to stop (বাধা পড়েছে-বসে যাও).
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বসানো: বসা2 [ basā2 ] ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্থায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্থাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্থাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাৎ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্থাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুৎসাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবৎ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)।
যমী definitions

Samsad Bangla Abhidhan
যমী [ yamī ] (-মিন্) বিণ. সংযমী, জিতেন্দ্রিয়। [সং. যম + ইন্]।
যাইতে definitions

Bangla-Tangla Dictionary
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
যাচতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of যাচা: যাচা – to assess
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of যাচা: যাচা2 [ yācā2 ] v to determine or estimate the price or worth of (a thing) by investigation or comparison. ~ n. act of determining or estimating the price or worth of (a thing) by investigation or comparison, test to find the quality (of). ~নো v. to cause to determine or estimate the price or worth of (a thing) by investigation or comparison; to determine or estimate the price or worth of (a thing) by investigation or comparison.
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of যাচা: যাচা1 [ yācā1 ] ক্রি. 1 যাচ্ঞা করা, প্রার্থনা করা, চাওয়া ('কি আর যাচিব তব কাছে') 2 উপযাচক হওয়া (যেচে দিতে এল)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। [সং. √ যাচ্ + বাং. আ]। imperfective participle and 2nd person ordinary past habitual tense of যাচা: যাচা2 [ yācā2 ] ক্রি. যাচাই করা, পরীক্ষা দ্বারা মূল্য নির্ধারণ করা। [যাচা1 দ্র]। ~ বি. অনুসন্ধানের দ্বারা দ্রব্যাদির মূল্য বা উৎকর্ষ নিরূপণ (দর যাচাই করা, সোনা যাচাই করা)। ~নো ক্রি. বি. যাচাই করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
যাত definitions

Samsad Bangla Abhidhan
যাত [ yāta ] বিণ. 1 গত (যাতায়াত) 2 অতীত (প্রয়াত); 3 লব্ধ; 4 জ্ঞাত [সং. যা + ত]।
যাপতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of যাপা: যাপা [verb]
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of যাপা: যাপা [ yāpā ] ক্রি. যাপন করা, কাটানো। [বাং. √ যাপ্ (সং. √ যাপি) + আ]।
যাম definitions

Samsad Bengali-English Dictionary
যাম [ yāma ] n a division of the hours of the day (=3 hours approx.) ~ঘোষ n. the jackal (as it howls at every third hour).
Samsad Bangla Abhidhan
যাম [ yāma ] বি. সমস্ত দিনরাত্রির 1/8 ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা। [সং. √ যা + ম]। ~ঘোষ বি. শৃগাল। ~বতী বি. রাত্রি, যামিনী। যামার্থ বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা। যামী বি. 1 দক্ষিণ দিক 2 রাত্রি 3 কুলস্ত্রী। যামার্থ [ yāmārtha ] দ্র যাম যামী [ yāmī ] দ্র যাম
রসাতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of রসানো: রসানো – to make juicy
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of রসানো: রসানো [ rasānō ] v to make juicy; to wet; (fig.) to make interesting by adding spicy or savoury comments (রসিয়ে বলা); (fig.) to make deep appeal to or to steep in sentiment (মন রসানো). ☐ n. act of steeping in juice; wetting; act of polishing gold etc.
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of রসানো: রসা2 [ rasā2 ] বিণ. 1 রসযুক্ত 2 প্রচুর রস আছে এমন (রসা মাছ, রসা কাঁঠাল)। ☐ বি. মাছ মাংস প্রভৃতির অল্প ঝোলযুক্ত ব্যঞ্জনবিশেষ (মাছের মাথা দিয়ে রসা রান্না)। ☐ ক্রি. 1 রসযুক্ত হওয়া (মাটি রসেছে); 2 সর্দিতে ভারাক্রান্ত হওয়া (চোখমুখ রসেছে)। [সং. রস + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 রসযুক্ত করা; 2 আর্দ্র কোমল বা রসভাবযুক্ত করা। ☐ বিণ. উক্ত অর্থে।
সংযমী definitions

Samsad Bangla Abhidhan
সংযম [ saṃyama ] বি. 1 নিয়ন্ত্রণ, নিয়মন (বাক্যসংযম); 2 দমন, শাসন (ইন্দ্রিয়সংযম); 3 রোধ, নিরোধ (বেগসংযম); 4 ব্রতাদির পূর্বদিনে করণীয় উপবাসাদি (সংযম পালন করা); 5 বাহুল্যবর্জন (আহারে সংযম, বেশভূষার সংযম); 6 ব্রত, নিয়ম। [সং. সম্ + √ যম্ + অ]। ~ বি. 1 নিয়ন্ত্রণ (জটাসংযমন); 2 সংযত করা; 3 ব্রতাদি পালন। সংযমিত বিণ. সংযত করা হয়েছে এমন। সংযমী (-মিন্) বিণ. 1 সংযমপরায়ণ (স্বভাবে সংযমী ব্যক্তি); 2 জিতেন্দ্রিয়।
সমতীত definitions

Samsad Bengali-English Dictionary
সমতীত [ samatīta ] a quite past or gone by.
Samsad Bangla Abhidhan
সমতীত [ samatīta ] বিণ. সম্পূর্ণ অতীত, বিগত। [সং. সম্ + অতীত]।
সমীপে definitions

Samsad Bengali-English Dictionary
সমীপ [ samīpa ] n proximity, nearness, vicinity; presence. ~বর্তী, ~স্থ a. near, close to; approaching (ট্রেন স্টেশনের সমীপবর্তী হল). সমীপে adv. near, close to; in the presence of, before (রাজসমীপে).
Samsad Bangla Abhidhan
সমীপ [ samīpa ] বিণ. নিকট, নিকটস্থ, সন্নিহিত। ☐ বি. (বাং.) নিকট, সন্নিধি (রাজসমীপে, সমীপবর্তী)। [সং. সম্ + অপ্ + (=ঈপ্) + অ]। ~বতী (-র্তিন্) বিণ. নিকটবর্তী, কাছে আছে এমন। স্ত্রী. ~বর্তিনী। বি. ~বর্তিতা। ~স্থ বিণ. নিকটস্থ। সমীপে অব্য. ক্রি-বিণ. নিকটে।
সরাতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of সরানো: সরানো – to shift something, to remove
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of সরানো: সরানো [ sarānō ] v to take aside, to remove, to withdraw; to transfer; to recall or dis miss; to steal or defalcate. সরিয়ে রাখা v. to lay (something) aside, to keep for future use, to save.
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of সরানো: সরা2 [ sarā2 ] ক্রি. 1 চলা. নড়া ('কহিনু তাহারে সরো': রবীন্দ্র); 2 স্থান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া ('মুখে তার বাক্য নাহি সরে': জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 3 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্থান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 1 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। ~নো ক্রি. 1 স্থানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।
সাজতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of সাজা: সাজা
1. to dress up, to disguise oneself
2. punishment
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of সাজা: সাজা1 [ sājā1 ] n punishment. সাজা দেওয়া v. to punish; to award a punishment. সাজা পাওয়া v. to be punished. imperfective participle and 2nd person ordinary past habitual tense of সাজা: সাজা2 [ sājā2 ] v to dress and embellish oneself; to be decorated; to assume a false dress or appearance, to disguise oneself, to pretend to be (সাধু সাজা); (of an actor or actress) to make up; to take up the role of (যাত্রায় কৃষ্ণ সাজা); to equip one self (যুদ্ধের জন্য সাজা); to process (an intoxicant etc.) for inhaling or chewing (তামাক সাজা, পান সাজা); to behave, to become (তোমাকে সাজে না). ☐ a. appearing as, disguised, pretending; (of an intoxicant etc.) processed for inhaling or chewing.
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of সাজা: সাজা3 [ sājā3 ] ক্রি. 1 সজ্জিত হওয়া, পোশাক-পরিচ্ছদ পরা (কনে সাজছে); 2 পরের রূপ বা মিথ্যা রূপ ধারণ করা (সাধু সাজা, ভালোমানুষ সাজা); 3 মানানো, শোভা পাওয়া (তোমার মুখে এমন কথা সাজে না); 4 পোশাকাদি পরে প্রস্তুত হওয়া (যুদ্ধের জন্য সাজা); 5 পান-তামাক ইত্যাদি সেবনের জন্য প্রস্তুত করা (তামাক সাজা, পান সাজা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. সেবনের জন্য প্রস্তুত করা হয়েছে এমন (সাজা পান)। [সং. √ সজ্জ্ + বাং. আ]। ~নো ক্রি. 1 পোশাক-পরিচ্ছদ পরানো; 2 যা সত্য নয় তাই তৈরি করা (সাক্ষী সাজানো); 3 সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করা (দোকান সাজানো, ঘর সাজানো, বইগুলি তাকের উপর সাজিয়ে রাখো)। ☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে (সাজানো মামলা)।
সাত definitions

Bangla-Tangla Dictionary
সাত – 7, seven
Samsad Bengali-English Dictionary
সাত [ sāta ] n. & a seven. সাত খুন মাফ (fig.) condonation of every failing or of fence, act of keeping one's eyes closed to all failings or offences of a particular person. esp. a favourite. সাত চড়ে রা না বেরোনো (fig.) the practice of taking every insult or oppression lying down, extreme meekness or inertia. সাত নকলে আসল খাস্তা (fig.) repeated imitation makes the original lose its identity. সাত সমুদ্র তেরো নদীর পার (in folk tales) a place where a human being can hardly go, (cp.) a place at the end of the world or beyond the corners of the world. সাতেও নেই পাঁচেও নেই (fig.) having no concern with, perfectly disinterested or aloof. সাতই n. the seventh day of a month, the seventh. ☐ a. (of the days of a month) seventh. ~কান্ড a. consisting of or divided into seven cantos; lengthy. ☐ adv. in detail, at great length (সাতকান্ড বলা বা শোনা). সাতকান্ড রামায়ণ (fig.) a lengthy or detailed narrative or account. ~চল্লিশ n. & a. forty-seven. ~জন্মে adv. (ever) in the long past or future. ~তাড়াতাড়ি adv. with an excessive haste, much too hastily. ~নরি a. having seven tiers or strings (সাতনরি হার). ~নলা a. seven-barrelled (সাতনলা বন্দুক). ~-পাঁচ a. many and diverse. ☐ adv. about this and that. (সাত-পাঁচ ভাবা). ~পুরুষ n. seven generations upwards or downwards; the long past or future. ~ষট্টি n. & a. sixty-seven. ~সকাল n. very early morning. ~সতেরো n. miscellany; a variety.
Samsad Bangla Abhidhan
সাত [ sāta ] বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত]। ~ই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ। সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্থ; 2 (আল.) মস্ত ব্যাপার। সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা। সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্থানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্থানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা। সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাৎ অত্যন্ত নিরীহ। সাত সতিনের ঘর (আল.) যে সংসারে নিরন্তর কলহ বিবাদ ও হিংসাদ্বেষ বিদ্যমান। সামসমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্থান বা দেশ (সাতসমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)। সাতেও নেই পাঁচেও নেই ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন। ~তাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে। ~নর, ~নরি বিণ. সাত প্যাঁচওয়ালা। ☐ সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার। ~নলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক) ~প্যাঁচ বিণ. বিবিধ, নানা। ☐ বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাৎ। ~পুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ। ~ষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক। ~সকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি। ~সতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)। সাতনর, সাতনরি, সাতনলা, সাতগাঁচ, সাতপুরুষ, সাতষট্টি, সাত-সতেরো [ sātanara, sātanari, sātanalā, sātagān̐ca, sātapuruṣa, sātaṣaṭṭi, sāta-satērō ] দ্র সাত
সাতেক definitions

Bangla-Tangla Dictionary
সাতেক – about seven

Processing time: 1.84 s