সেটারই definitions

Bangla-Tangla Dictionary
emphatic of genitive of definitive of সে: সে – that, he, she, it (elsewhere)
Samsad Bengali-English Dictionary
emphatic of genitive of definitive of সে: সে [ sē ] pro (masc.) he; (fem.) she, (neut.) it. ☐ a. that (সে লোক, সেদিন); past or ancient (সেকাল).
Samsad Bangla Abhidhan
emphatic of genitive of definitive of সে: সে [ sē ] সর্ব. (পুং. ও স্ত্রী.) নির্দিষ্ট ব্যক্তি ('আমারে যেন সে ডেকেছে': রবীন্দ্র)। ☐ বিণ. 1 সেই, উক্ত, নির্দিষ্ট (সে বস্তু, সেখান, সেদিন); 2 অতীত (সেকাল)। [সং. সঃ, সা]। ~ বিণ. পূর্বোক্ত (সেই দিন, সেই লোক)। ☐ সর্ব. 1 তাই (সেই বেশ হবে); 2 সেই সময় (সেই থেকে)। ☐ অব্য. (সমু.) 1 শেষ পর্যন্ত, যখন ('সেই তো মল খসালি'); 2 অমনি, সঙ্গে সঙ্গে (সেই সে এল সেই সে লুকিয়ে পড়ল)। ~কাল বি. অতীত কাল, প্রাচীন কাল। ~কেলে বিণ. প্রাচীনকালের; প্রাচীনপন্থী। ~খান বি. সেই স্থান বা জায়গা। ~খান-কার, (আঞ্চ.) ~খানের বিণ. সেই স্থানের। ~থা, ~থায় ক্রি. বিণ. (কা. বা গ্রা.) সেই স্থান বা স্থানে, সেখানে ('সেথা হতে ফিরি গেল চলি': রবীন্দ্র)। ~মত, ~মতি ক্রি. বিণ. সেই রকম। emphatic of genitive of definitive of সে: সেকাল [ sēkāla ] দ্র সে emphatic of genitive of definitive of সে: সেকেলে [ sēkēlē ] দ্র সে emphatic of genitive of definitive of সে: সেথা [ sēthā ] দ্র সে emphatic of genitive of definitive of সে: সেমতি [ sēmati ] দ্র সে

Processing time: 0.47 s