সূর্যের definitions

Bangla-Tangla Dictionary
genitive of সূর্য: সূর্য – sun
Samsad Bengali-English Dictionary
genitive of সূর্য: সূর্য [ sūrya ] n the sun; the Sun-god. (cp.) Sol. ~কর, ~কিরণ n. sunbeam; sunlight, sun shine. করোজ্জ্বল a. sunbeamed, sunbeamy, sunshiny; sunny. ~কান্ত, ~কান্তমণি n. flint-glass, burning-glass, cat's eye, aventurine felspar, sunstone. ~কেন্দ্রীয় a. heliocentric. ~গ্রহণ n. the solar eclipse. ~ঘড়ি n. a sundial, a solarium. ~তেজ n. the heat of the sun. ~পূজক n. a heliolater, a sun-worship per. ~পূজা n. sun-worship, heliolatry. ~বংশ n. an ancient dynasty descended from King Surya or from the Sun-god, the Surya dynasty. ~বংশধর n. a descendant of the Surya dynasty. ~বংশীয় a of the Surya dynasty. ~মুখী n. the sun flower. ~রশ্মি same as সূর্যকর । ~সারথি n. (myth.) Aruna (অরুণ) the charioteer of the Sun-god. ~সিদ্ধান্ত n. a Hindu treatise on astronomy. সূর্যাবর্ত n. the solar rotation; the rotation of the sun. সূর্যাবর্তী a. heliotropic. সূর্যাবৃত্তি n. heliotropism. সূর্যালোক n. sunlight; sunshine. সূর্যাস্ত n. sunset, sundown. সূর্যাস্তকালে adv. at sun set, at sundown. সূর্যোদয় n. sunrise. সূর্যোদয়কালে adv. at sunrise. সূর্যোপাসক same as সূর্যপূজক । সূর্যোপাসনা same as সূর্যপুজা ।
Samsad Bangla Abhidhan
genitive of সূর্য: সূর্য [ sūrya ] বি. পৃথিবীর নিকটতম যে-নক্ষত্রকে পৃথিবী প্রদক্ষিণ করে, পৃথিবী যে জ্যোতিষ্কের গ্রহ; রবি, ভানু, ভাষ্কর, আদিত্য। [সং. √ সৃ (প্রেরণার্থক-কর্মে প্রেরণাদান) + য]। ~কর, ~কিরণ, ~রশ্মি বি. সূর্যের আলো, রৌদ্র। ~করোজ্জ্বল বিণ. সূর্যালোকে উজ্জ্বল। ~কান্ত, ~মণি বি. আতশ কাচ। ~গ্রহণ বি. (বিজ্ঞা.) সংক্রমণরত সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে চন্দ্রের সঞ্চার হওয়ার ফলে পৃথিবীপৃষ্ঠে সূর্যালোকপাতে বাধা; 2 (হি. পু.) রাহু কর্তৃক সূর্যকে গ্রাস। ~ঘড়ি বি. রৌদ্র ও ছায়ার পরিমাণ দেখে সময় নির্ণয় করবার যন্ত্রবিশেষ, sundial. ~তনয়, ~পুত্র বি. 1 শনি; 2 যম; 3 কর্ণ। ~তনয়া বি. 1 যমুনা; 2 তপতী; 3 বিদ্যুৎ। ~বংশ বি. অযোধ্যার পৌরাণিক রাজবংশ। ~মুখী বি. হলদে রঙের ফুলবিশেষ। ~লোক বি. সৌরজগৎ। ~সারথি বি. গরুড়-ভ্রাতা অরুণ। ~সিদ্ধান্ত বি. জ্যোতির্বিজ্ঞানসম্বন্ধীয় গ্রন্থবিশেষ। ~স্নান বি. স্বাস্থ্যোন্নতির জন্য খালি গায়ে রোদ সেবন, sun-bath. সুর্যাবর্ত বি. সূর্যের আবর্তন, সূর্যের গতি বা পরিক্রমণ। সূর্যালোক বি. সূর্যের আলো। সূর্যাস্ত বি. দিনের শেষে সূর্যের অদৃশ্য হওয়া। সূর্যেন্দু-সংগম, সূর্যেন্দু-সঙ্গম বি. অমাবস্যা। সূর্যোদয় বি. ভোরে আকাশে সূর্যের প্রকাশ। সূর্যোপা-সনা বি. সূর্যের বন্দনা।

Processing time: 0.37 s