সূত্রে definitions

Bangla-Tangla Dictionary
সূত্রে – from a source (usually used in connection with news reporting)

locative of সূত্র:
সূত্র – source, clue, thread, connection, bond

Samsad Bengali-English Dictionary
locative of সূত্র: সূত্র [ sūtra ] n thread; yarn; fibre; a string; connection, a link (কর্মসূত্র); a tie, a bond (পরিণয়সূত্র); a series, a chain (চিন্তাসূত্র); a clue or trail (সন্ধানসূত্র); a brief hint or point (সমাধানের সূত্র); an aphorism (বেদান্তসূত্র); a rule, a law (ব্যাকরণের সূত্র); a summary introduction of a subject matter, an argument; (of dramas etc.) a prologue; introduction, commencement, beginning; (alg.) a formula (pl. formulae, formulas). ~কার n. an aphoriser, an aphorist. ~কৃমি n. a thread-worm; (erron.) Ascaris. ~ধার n. a carpenter; a joiner; (in dramas) the chief actor who recites the prologue; (erron.—in a stage-play) a prompter. ~পাত n. commencement, beginning. start, inception. সুত্রপাত করা বা হওয়া v. to commence, to begin.
Samsad Bangla Abhidhan
locative of সূত্র: সূত্র [ sūtra ] বি. 1 সুতা, তন্তু; 2 ক্রম, গতিক, ব্যপদেশ (কর্মসূত্রে, সেই সূত্রে আলাপ); 3 বন্ধন (প্রাচ্য-প্রতীচ্যের যোগসূত্র); 4 সম্পর্ক (পরিণয়সূত্র); 5 ধারা, পরম্পরা (চিন্তাসূত্র); 6 খেই, সংকেত (সূত্র ধরিয়ে দেওয়া); 7 সংক্ষিপ্ত অথচ সারগর্ভ ও সংশয়যুক্ত সিদ্ধান্তযুক্ত বাক্য (পাণিনিসূত্র, বেদান্তসূত্র); 8 বিধি, নিয়ম (ব্যাকরণের সূত্র); 9 বিষয়নির্দেশ (সূত্র সংক্ষেপ করা); 1 (প্রধানত নাটকাদির) প্রস্তাবনা (সূত্রধার); 11 পইতে, উপবীত; 12 আরম্ভ, সূচনা (সূত্রপাত); 13 (বীজগ.) সহজে ও সংক্ষেপে অঙ্ক কষবার সংকেতবিশেষ, formula (বি. প.)। [সং. √ সূত্র্ + অ]। ~কার বি. মূল সূত্রগ্রন্থের রচয়িতা (সূত্রকার পাণিনি)। ~ধর বি. ছুতোর। ~ধার বি. 1 ছুতোর; 2 (প্রাচীন নাটকে) নাট্যপ্রয়োজক প্রধান নট। ~পাত বি. আরম্ভ, সূচনা (কাজের বা আলোচনার সূত্রপাত)। ~পিটক বি. বৌদ্ধধর্মগ্রন্থ সংগ্রহ, ত্রিপিটকের অন্যতম অংশ।

Processing time: 1.32 s