সুরপতি definitions

Bangla-Tangla Dictionary
সুরপতি – [name]
Samsad Bengali-English Dictionary
সুর2 [ sura2 ] n a god, a deity; the sun. ~কন্যা n. a daughter of a god; a celestial female. ~গুরু n. Brihaspati (বৃহস্পতি) the preceptor of gods. ~ধুনি, ~নদী n. the Ganges as flowing in heaven under the name of মন্দাকিনী । ~পতি same as সুরেন্দ্র । ~পুর, ~পুরী, ~লোক n. the abode of gods. ~বালা same as সুরকন্যা । ~রিপু n. the enemy of gods; the demon. ~সুন্দরী same as সুরাঙ্গনা ।
Samsad Bangla Abhidhan
সুর2 [ sura2 ] বি. 1 দেবতা, অমর; 2 সূর্য। [সং. √ সু + র]। ~কন্যা বি. 1 দেববালা; 2 স্বর্গের কুমারী। ~গুরু বি. বৃহস্পতি। ~তরু বু. কল্পবৃক্ষ। ~ধুনী, ~নদী বি. দেবনদী, গঙ্গা। ~পতি বি. দেবরাজ ইন্দ্র। ~পুর, ~পুরী বি. স্বর্গ, অমরাবতী। ~বালা বি. সুরকন্যা -র অনুরূপ। ~লোক বি. স্বর্গ। ~সরিৎ, ~সিন্ধু বি. গঙ্গা নদী। সুরর্ষি বি. নারদ প্রভৃতি দেবর্ষি। [সং. সুর + ঋষি]। ~সুন্দরী, সুরাঙ্গনা বি. অপ্সরা। সুরাসুর বি. দেবতা ও দানব, দেবাসুর। সুরধুনী, সুরনদী, সুরপতি [ suradhunī, suranadī, surapati ] দ্র সুর2

Processing time: 0.53 s