সুজাতার definitions

Bangla-Tangla Dictionary
genitive of সুজাতা: সুজাতা – Sujata [name]
Samsad Bengali-English Dictionary
genitive of সুজাতা: সুজাত [ sujāta ] a well-born, nobly born; legitimately born. fem. সুজাতা ।
Samsad Bangla Abhidhan
genitive of সুজাতা: সু [ su ] অব্য. শুভ সুন্দর মধুর উৎকৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। ☐ বিণ. ভালো (সুমতি, সুরুপা)। ☐ বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কু র দ্বন্দ্ব)। [সং.]। ~কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ~কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ~কবি বি. উৎকৃষ্ট কবি। ~কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ~কর্ম বি. 1 সৎকাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ~কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্থিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ~কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ~কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। ☐ বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ~কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ~কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. নবমল্লিকা। ~কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সৎকর্মের অনুষ্ঠাতা। ☐ বি. সুকৃতি। ~কৃৎ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সৎকর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ~কৃতি বি. 1 সৎকর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ~কৃতী (-তিন্) সুকৃৎ এর অনুরূপ। ~কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ~কেশা, (বাং.) &tilde কেশিনী। ~কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ~কৌশলে ক্রি-বিণ. চমৎকার কৌশলের দ্বারা। ~ক্রিয়া বি. সৎকর্ম, পুণ্য। ~খ্যাতি বি. প্রশংসা; যশ। ~গঠন বিণ. সুগঠিত। ☐ বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ~গঠনা। ~গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ~গত বিণ. সুন্দর গতিযুক্ত। ☐ বি. বুদ্ধদেব। ~গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ~গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। ☐ বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ~গন্ধ-বহ বি. বায়ু। ~গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ~গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। ☐ বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ~গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ~গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ~গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ~গম, ~গম্য বিণ. 1 (পথাদি সম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ~গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ~গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ~গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ~গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ~গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ~গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ~গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ~গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। ☐ বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ~চন্দন বি. উৎকৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। ☐ বি. উত্তম চরিত্র; সৎ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ~চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ~চরিতাসু। ~চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ~চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ~চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ~চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ~চির বিণ. অতি দীর্ঘস্থায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। ☐ বি. সুদীর্ঘ কাল। ~চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ~ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। ☐ বি. সুন্দর ছাঁদ বা গঠন। ~জন বি. সৎ লোক; সজ্জন। ~জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ~জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাৎ জারজ নয়। স্ত্রী. ~জাতা। ~জেয় বিণ. সহজে জয়সাধ্য। ~ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ~ডোল, ~ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ~তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ~তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। ☐ বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ~তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ~তার বিণ. সুস্বাদু। ☐ বি. উত্তম স্বাদ। ~তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ~তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ~তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ~দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ~দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ~দক্ষিণা। ~দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ~দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। ☐ বি. সুন্দর দাঁত। ~দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। ☐ বি. বিষ্ণুর চক্র। ~দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ~দুশ্চর বিণ. অতি দুর্গম। ~দূর, ~দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্থান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ~দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাৎ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ~দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ~দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ~দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ~দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ~ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ~নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ~নয়না, (বাং.) ~নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ~নয়ন। ~নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। ☐ বি. মৈনাক পর্বত। ~নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ~নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ~নিপুণা। ~নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্থা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ~নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ~নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্থিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ~নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। ☐ বিণ. (বাং.) সুনিশ্চিত। ☐ ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ~নীতি বি. উৎকৃষ্ট নীতি। ☐ বিণ. (বিরল) উৎকৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ~নীল বি. বিণ. চমৎকার বা গাঢ় নীল। ~নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ~পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ~পথ বি. উত্তম বা সৎ পথ। ~পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ~পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ~পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ~পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। ☐ বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ~প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ~পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ~পাত্রী। ~পুত্র বি. গুণবান ছেলে। ~পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। ☐ বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ~প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ~প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তান প্রসবকারিণী। ~প্রতিষ্ঠ, ~প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্থাপিত। ~প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ~প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ~প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ~প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ~প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ~প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ~প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ~প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ~প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ~প্রসিদ্ধা। ~প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ~প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ~প্রিয়া। ~ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ~ফল-দায়ক, ~ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ~ফলা উত্তম ফলপ্রসবিনী। ☐ বি. কলা। ~বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ~বদনা, (বাং.) ~বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ~বদন। ~বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্থা। ~বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ~বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ~বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ~বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। ☐ বি. তেমন ব্যক্তি বা বিচারক। ~বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ~বিধান, ~বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~বিনয় বি. যথোচিত বিনয়। ~বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ~বিনীতা। ~বিন্যস্ত বিণ. যথাস্থানে সুন্দরভাবে স্থাপিত বা সজ্জিত। ~বিন্যাস বি. যথাস্থানে সুন্দরভাবে স্থাপন করা বা সাজানো। ~বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ~বিপুলা। ~বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ~বিশাল বিণ. অতি বিশাল। ~বিস্তীর্ণ, ~বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ~বিহিত বিণ. সঠিক ব্যবস্থার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। ☐ বি. উত্তম ব্যবস্থা বা প্রতিকার। ~বুদ্ধি বি. সৎ বুদ্ধি, সুমতি। ☐ বিণ. সৎ বুদ্ধিযুক্ত। ~বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাৎ, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ~বৃহৎ বিণ. অতি বৃহৎ, মস্ত বড়ো, প্রকাণ্ড। ~বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। ☐ বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ~বেশা। ~বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গো বেচারা। ☐ বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ~বোধ্য বিণ. সহজে বোধগম্য। ~ব্যবস্থা বি. উৎকৃষ্ট ব্যবস্থা। ~ব্যবস্থিত বিণ. উৎকৃষ্ট ব্যবস্থাযুক্ত। ~ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ~ব্রতা। ~ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। ☐ বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ~ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সৎ ব্রাহ্মণ। ~ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ~ভগা সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ~ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ~ভদ্র। ~ভাষ বি. সুবচন। ~ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী ☐ বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ~ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ~ভাষিণী। ~ভিক্ষ বিণ. (স্থানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাৎ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ~মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ~মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। ☐ বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ~মধুর বিণ. অতি মধুর। ~মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ~মন বি. ফুল। ~মনা বিণ. জ্ঞানবান; মহৎ, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। ☐ বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ~মন্ত্রণা বি. উত্তম বা সৎপরামর্শ। ~মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ~মহৎ, ~মহান বিণ. অতি মহৎ। স্ত্রী. ~মহতী। ~মিষ্ট বিণ. অতিমিষ্ট। ~মেধা (-ধস্) বিণ. উৎকৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ~যুক্তি বি. উত্তম পরামর্শ। ~যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ~যোগ্যা। ~রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ~রক্ষিতা। ~রঙ্গী বিণ. চমৎকার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ~রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ~রঞ্জিতা। ~রব বি. মধুর ধ্বনি। ~রম্য বিণ. অতি রমণীয়। ~রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। ☐ বি. মিষ্টি রস বা স্বাদ। ~রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ~রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ~রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ~রসিকা। ~রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। ☐ বিণ. সুরুচুসম্পন্ন। ~রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ~রূপা। ~লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। ☐ বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ~লক্ষণা। ~লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ~লোচন। ~লোহিত বিণ. গাঢ় লাল। ~শাসক বিণ. বি. সুশাসনকারী। ~শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ~শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ~শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ~শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ~শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ~শিক্ষিতা। ~শীতল বিণ. অতিশয় শীতল; যে রকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ~শীল বিণ. সৎস্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ~শীলা। ~শৃঙ্খল বিণ. সুব্যবস্থাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ~শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্থা বা নিয়ম। ~শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ~শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ~শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ~শোভিতা। ~শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ~শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ~সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ~সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ~সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ~সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ~সংবৃতা। ~সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ~সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ~সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ~সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ~সজ্জিতা। ~সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ~সভ্যা। ~সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ~সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ~সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ~সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ~সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ~সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ~সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ~সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ~স্থিত বিণ. 1 সুস্থ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্থিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্থা সুস্থিত নয়)। ~স্থির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্থ; 3 স্থিরীভূত (সুস্থির পরিবেশ)। ~স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ~স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ~স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ~স্মিতা। ~স্বন বি. মধুর ধ্বনি। ~স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ~স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ~স্বাদ বি. উত্তম স্বাদ। ☐ বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ~স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ~হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। ☐ বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ~হাসিনী

Processing time: 0.49 s